My journey with Bangladesh Local Guides and wishing HAPPY BIRTHAY.

7 মার্চ 2015 সালে শুরু হওয়া বাংলাদেশ লোকাল গাইড গত 7 মার্চ 2022 তারিখে আট বছর পার করলো। HAPPY BIRTHDAY Bangladesh Local Guide. “আমরা পথ দেখি, পথ দেখাই” এই স্লোগানে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ লোকাল গাইড। ধরা যায়, বিশ্বের সকল লোকাল গাইড কমিউনিটির থেকে একটিভ এবং বড় কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইড।


বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই জায়গায় নিয়ে এসেছে বাংলাদেশে লোকাল গাইড এর আট বছর পূর্তিতে তাদের শুভেচ্ছা জানাই। একই সাথে বাংলাদেশ লোকাল গাইড এর ফাউন্ডার মডারেটর এবং সকল সদস্যদের জানাই আট বছর পূর্তির শুভেচ্ছা। আশাকরি বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি আরো অনেক দূর এগিয়ে যাবে। আমি বাংলাদেশ লোকাল গাইড এর সর্বাত্মক সফলতা কামনা করি।

বাংলাদেশ লোকাল গাইড এর আট বছর পূর্তিতে আমি এই কমিউনিটির সাথে আমার পথ চলার কিছু ছবি শেয়ার করব। বাংলাদেশ লোকাল গাইড এর সাথে আমার আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় 2 সেপ্টেম্বর 2018 সালে 94 তম মিট আপে উপস্থিত হওয়ার মাধ্যমে, যদিও গুগল লোকাল গাইড এর সাথে যুক্ত আছি আরো অনেক আগে থেকেই। গুগল লোকাল গাইড এর সাথে যুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশী লোকাল গাইডদের খুঁজতে শুরু করি। বিভিন্ন প্লাটফর্মে খুঁজতে থাকি। অবশেষে 2017 সালের শেষের দিকে গুগোল প্লাস এ বাংলাদেশ লোকাল গাইড এর একটি পেজ পাই। সেখান থেকেই বাংলাদেশ লোকাল গাইড এর ফেসবুক গ্রুপে জয়েন হই। প্রথম মিট আপে উপস্থিত হয়ে অনেকজনের সাথে পরিচিত হই। সবাই সবাইকে খুব দ্রুত আপন করে নেওয়ার মনোভাব এবং সহযোগিতার মনোভাব আমার সবচেয়ে ভালো লাগে।

2015 থেকে 2019 পর্যন্ত বাংলাদেশে লোকাল গাইড বড় ছোট সরাসরি এবং ভার্চুয়াল সহ 180 টি মিট আপ সম্পন্ন করেছে। এর মধ্যে 94তম, 97তম, 98তম, 100তম, 111তম, 113তম, 123তম, 131তম, 139তম, 141তম, 157তম, 160তম, 161তম, 164 তম মিটআপে উপস্থিত ছিলাম।
.
1. 94তম মিট আপ ছিল বাংলাদেশ লোকাল গাইডের সাথে আমার প্রথম মিট আপ। 2 সেপ্টেম্বর 2018 তারিখে মিরপুর নেভারল্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। {Click Here to see my post about 94th meetup }


[Caption: ৯৪তম মিট আপে উপস্থিতদের গ্রুপ ছবি]

2. Connect Live’18 Experience Share Meet-up শিরোনামে 9 নভেম্বর 2018 ইস্টার্ন ইউনিভার্সিটি , ধানমন্ডি , ঢাকায় এই মিটআপ অনুষ্ঠিত হয়।

3. সকলের জন্য সব জায়গায় এক্সেস নিশ্চিত করতে 7 থেকে 31 ডিসেম্বর সারা দেশ ব্যাপী 98তম মিটআপটি Let’s make roads Easy for Everyone শিরোনামে আয়োজিত হয়, আমি এবং নরসিংদী জেলার কয়েকজন লোকাল গাইড এতে নরসিংদী জেলা থেকে অংশগ্রহণ করি কোনো প্রতিষ্ঠান হুইল চেয়ার এক্সেসিবল কি না সে অনুযায়ী স্টিকার লাগাই. {Click here to see my post about 98th meetup}


[Caption: একটি প্রতিষ্ঠানে আমি স্টিকার লাগাচ্ছি ]

4. 100তম মিটআপ ছিল মেগা মিটআপ, এই মিটআপটি 8 মার্চ 2019 তারিখে সিলভারস্পুন রেস্টুরেন্ট, চট্টগ্রামে আয়োজন করা হয়। সারাদেশ থেকে লোকাল গাইডরা সেখানে উপস্থিত হয়


[Caption: 100তম মিটআপের ব্যানারের সামনে আমি]

5. জিন্দা পার্ক, নারায়ণগঞ্জে 21 জুন 2019এ 111তম মিটআপ Fruits up Bangladesh আয়োজন করা হয়


[Caption: ব্যানারের সামনে আমি সহ নরসিংদী জেলার কয়েকজন লোকাল গাইড ]

6. 113তম মিটআপটি ছিল বৃক্ষমেলার মিটআপ, তারিখ: 5 জুলাই 2019


[Caption: মিটআপে দেয়া একটি চকলেট ]

7. ইউনাইটেড ইন্টারনেশনাল ইউনিভার্সিটিতে 29 নভেম্বর 2019 তারিখে Connect live '19 Experience share Meetup শিরোনামে 123 তম মিটআপটি আয়োজন করা হয়


8. বাংলাদেশ লোকাল গাইডের ষষ্ঠ বর্ষপূর্তি মিট আপটি আরেকটি মেগা মিট আপ ছিল। 131তম মিটআপটি 13মার্চ 2020এ মেহেদি ফুড কোর্ট, পূর্বাচল , ঢাকায় আয়োজন করা হয় ।


9. লোকাল বিজনেজকে সাপোর্ট দিতে পোড়াদিয়া, বেলাব, নরসিংদীতে 26জুন 2020 তারিখে 139তম মিট আপটি আয়োজিত হয়। মিট আপটির শিরোনাম ছিল An afternoon in a Fruit Garden.


[Caption: মাহাবুব হাসান মুন্না ভাইয়ের সাথে।]
[Caption: লটকন ফলের বাগানে মিট আপে খাওয়ার সময়]

10. ওয়ার্ল্ড ফটোগ্রাফিক ডে 2020 এ সারাদেশ ব্যাপী ফটো ওয়াক কনটেস্ট এর আয়োজন করে বাংলাদেশ লোকাল গাইড। সারাদেশের লোকাল গাইডসদের সাবমিট করা ছবি থেকে বাছাই করে 3য় স্থান পর্যন্ত পুরস্কৃত করে। আমি তৃতীয় স্থান অর্জন করেছিলাম। আমার ছবিটি ছিল খান বাড়ি জামে মসজিদ, কাটাবাড়িয়া, মনোহরদী, নরসিংদী এর।



[Caption: খান বাড়ি জামে মসজিদ, কাটাবাড়িয়া, মনোহরদী, নরসিংদী]

11. 157তম মিট আপ হিসেবে বাংলাদেশ লোকাল গাইডস 9 এপ্রিল 2021 তারিখে BDLG Mapathon 2021 শিরোনামে একটি প্রতিযোগিতামূলক ভার্চুয়াল মিট আপ আয়োজন করে। সেই প্রতিযোগিতায় আমি সেরা দশের মধ্যে ছিলাম।


[Caption: 157তম মিট আপে প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীদের স্ক্রিনশট। ছবি: বাংলাদেশ লোকাল গাইডের ওয়েবপেজ থেকে।]

12. Road Mapper Do/Don’t শিরোনামে 4 জুন 2021 তারিখে 160তম মিট আপটি আয়োজন করে । এটি ছিল অনলাইন মিট আপ।

13. আরেকটি মেগা মিট আপ 11 জুন 2021 তারিখে আয়োজন করা হয় প্রজেক্ট হিলশা, মাওয়া, শরীয়তপুরে। 161তম মিট আপটির শিরোনাম ছিল 7 years of Bangladesh Local Guides.


14. 164তম মিট আপটি ছিল অনলাইন মিট আপ। যেটি 28 জুলাই 2021 তারিখে আয়োজন করা হয়। Let’s add 500KM Road in Bangladesh শিরোনামের মিট আপে রোড ম্যাপার ব্যবহার করে বাংলাদেশ সহ অন্যান্য দেশের রোড এড করা হয়।


[Caption: মিট আপে অংশগ্রহণকারীদের স্ক্রিনশট]

[Caption: রোড ম্যাপার ব্যবহার করে উগান্ডার কোন এক অঞ্চলের রোড এড করার স্ক্রিনশট।]
.

6 Likes

Great you’ve had a long and productive run with Local Guides @ReazulIslamDolan but I think you might mean seven years :). You’ve just begun the eighth year :).

Paul