২৬ জুলাই, ১৯৭৯ সাল। সকালে আমরা সবাই একটা মাঠে সমবেত হ’লাম। সেখানে সর্বমোট ১৩ টি দেশের নৌ বাহিনীর নৌ সদস্য উপস্হিত। প্রত্যেক দলে পাঁচজন প্রতিযোগী এবং দলের কর্মকর্তা বৃন্দ সকলেই সেখানে উপস্হিত ছিল। প্রথমে ঐ নৌঘাটির কমান্ডিং অফিসার সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রেখে চলে গেলেন। তারপর CISM চেয়ারম্যান বক্তব্য রাখলেন এবং তৎপরবর্তি সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগনও বক্তব্য রাখলেন।
এরপর সবার সাথে পরিচয় পর্ব সেরে যখারীতি অনুশীলন পর্ব শুরু হ’ল।
ওখানে CISM আয়োজিত নেভাল পেন্টাথলন প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য সবাই এসেছিল।
নেভাল পেন্টাথলন পাঁচটি ইভেন্টের সমন্বয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা:-
১। উভচর দৌড় প্রতিযোগিতা (Amphibious cross country)।
২। সীম্যানশীপ রেইস্ (Seamanship Race)।
৩। প্রতিবন্ধকতা দৌড় (Obstacle Race)
৪। জীবন রক্ষাকারী সাঁতার (Lufe saving swimming)।
৫। ইউটিলিটি সাঁতার ( Utiltity swimming)।
এই পাঁচটি ইভেন্টের প্রতিযোগিতা। ঐ প্রতিযোগিতায় আমাদের প্রথম অংশহ্রহন ছিল এবং ওটাই আমাদের জন্য এক নূতন ইভেন্ট ছিল। তকে অন্য সব প্রতিযোগীরা খুবই আন্তরিক ছিল এবং আমাদেরকে খেলার কৌশল গুলি ভালভাবে বুঝিয়ে দিলেন এবং দেখিয়ে দিলেন। একাধারে পাঁচদিন অনুশীলন সময় ছিল এবং সকলে মিলে একত্রে অনুশীলন করতে থাকলাম।
প্রথম দিন সকাল বেলা অনুশীলন শেষে যখন মাঠের একপাশে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম ঠিক তখনই এক সুন্দরী যুবতী এগিয়ে এল এবং আমার দিকে কার হাত বাড়িয়ে দিয়ে বলল ‘Hi’ আমি ( তার নাম বলেছিল, কিন্তু আমার মনে নেই) বয়স ১৮/২০ হবে কিন্তু দেখতে বিশ্রী লাগছিল, কারন সে হাফ প্যন্ট পরা ছিল। আমি হাত বাড়িয়ে দিয়ে করমর্দন করলাম (অনিচ্ছা সত্তেও)।
মেয়ে: তুমি কেমন আছ?
আমি : ভাল, তুমি।
মেয়ে: আমিও খুব ভাল আছি। তোমাকে খুব স্মার্ট লাগছে।
আমি: ধন্যবাদ, তোমাকেও।
মেয়ে: আমি ফরাসী, তুমি?
আমি: বাংলাদেশী।
মেয়ে: বাংলাদেশ কোথায়?
আমি: এটি দক্ষিন এশিয়ায়।
আরএ অনেক কখা হল, একপর্যায়ে সে বলল “আমি তোমাকে খুব পছন্দ করি”।
আমি" ধন্যবাদ, কিন্তু আমি তোমাকে পছন্দ করিনা।
মেয়ে" কেন?
আমি: তুমি হাফ প্যান্ট পরেছ, এই জন্য।
মেয়ে: ও এই কথা! ঠিক আছে এর পর আর হাফ প্যান্ট পরব না।
আমি: তোমার জন্য শুভ কামনা রইল।