হ্যালো লোকাল গাইড আমি কামরুল হাসান জনি। গত ১০ ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ লোকাল গাইডের ২০৪ তম মিটাপে অংশগ্রহণ করি এবং এটা আমার কোন প্রথম মিটাপ। যেহেতু আমি একজন নতুন লোকাল গাইড তাই এই মিটাপে অংশগ্রহণ করে গাইডিং এর অনেক কিছু শিখেছি।
প্রথমে ধন্যবাদ দিবো বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি কে নিয়মিত এরকম মিটাপের আয়োজন এর জন্য। ২০৪ তম মিটাপে অংশগ্রহণ এর আগে আমার ধারনাতে ছিলোনা এমন অনেক কিছুই শিখেছি জেনেছি। মিটাপের স্থান ছিলো কাপ্তাই, রাঙামাটি তে খুব সুন্দর পরিবেশে খুন সুন্দর আয়োজন। আমি চেষ্টা করবো ভবিষ্যৎ মিটাপে অংশগ্রহণ করার এবং গুগল ম্যাপ্সে নির্ভেজাল কন্ট্রিবিউশ এর।
That certainly looks like a wonderful meet-up @Hasanjony !! Glad you’re having a great time with undoubtedly one of the most (if not the most) active Local Guides community in the world!