ছোট বেলায় যখন প্রাইমারি স্কুলে পরি তখন এই আইসক্রিম গুলো খেতাম। দুপুরে টিফিন টাইমে দৌড়ে গিয়ে এই আইসক্রিম কিনতাম। এগুলোর নাম ছিলো “কোন আইসক্রিম”
দাম ছিলো ১টাকা(২০০৬সাল)
কিন্তু কালের বিবর্তনে এখন এর দাম প্রায় ৫টাকা ও ১০ টাকা।।
এখনো এই আইসক্রিম গুলো খাওয়ার সময় ছোটবেলার কথা মনে পরে যায়। কিন্তু আর কখনো ছোটবেলার সেই স্মৃতি গুলো ফিরে পাবো না। অনেক মিস করি ছোট বেলার সেই মূহুর্ত গুলো।
Thank you for sharing this great post with the community. I don’t know if you’ve heard about the new challenge called : Create a list of ice cream or warm drink places? As an ice cream fan, I thought that you’ll like the idea and would like to take part in it.