My best achievements of 2022. [ Walking the path with the #BDLG community]

পথ দেখি,

পথ দেখাই,

হ্যালো লোকাল গাইড,

শুভ ইংরেজি নববর্ষ ২০২৩.

দেখতে দেখতে একটি বছর চলে গেল। আগামীকালকে ২০২৩ সাল এর শুরু। আশা করি ২০২২ সাল সবারই ভালো ভাবে অতিবাহিত হয়েছে । আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব,আমার ২০২২ সালের সেরা অর্জন সমূহ।

Google map and Local guide connect

Local Guide Connect :

এই বছর টা আমার জন্য একটি চির স্মরনীয় হয়ে থাকবে। আমি Guiding star উপাধিতে ভূষিত হই। একজন লোকাল গাইডের জন্য, এটি একটি বড় অর্জন।

বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটিঃ

২০২২ সাল টা ছিলো আমার জন্য একটি স্মরণীয় বছর। এই বছর আমি ভালো কাজ উপহার দিতে চেষ্টা করি কমিউনিটিতে। এই বছর আমি মিটআপ হোস্ট কয়েকটা ক্যাটাগরিতে। Map editing meetup, Tree plantation, Small Business category… আমি বেশি মিটআপ করি map editing meetup. আর অন্য রকম দুই টি মিটআপ করি তা হলো, Tree plantation meetup.

গত ০৪ বছর যাবত বৃক্ষরোপন মিটআপ করে আসছি।

বৃক্ষরোপন মিটআপ এর জন্য কমিউনিটি আমাকে Green meetup Host এর জন্য পুরুষ্কারে ভূষিত করে।

আর বছরের শেষ সময়ে এসে বাংলাদেশ লোকাল গাইডের #২০০ তম মিটআপ এ বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ থেকে আমাকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ওই স্মারক লিপিটি গাইডিং স্টার হওয়ার জন্য কমিউনিটির পক্ষ থেকে প্রদান করা হয়। ভালোবাসা রইলো বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির জন্য।

Gazi Salauddin

#BDLG

32 Likes

@GaziSalauddinbd অভিনন্দন আপনাকে। ২০২২ সালের মত ২০২৩ সালেও আপনি আরো নানা কর্মকান্ড করে দেশের সুনাম বয়ে নিয়ে আসবেন আশা করছি। শুভ কামনা আপনার জন্য।

3 Likes

@GaziSalauddinbd অভিনন্দন ভাই

শুভকামনা রইলো।

3 Likes

অভিনন্দন @GaziSalauddinbd ভাই ২০২৩ আপনার জন্য আরোও মঙ্গল বয়ে আনুক।

2 Likes

Congratulations @GaziSalauddinbd :tada: :confetti_ball:

2 Likes

@GaziSalauddinbd অভিনন্দন আপনাকে। আপনার এই প্রাপ্তি আমাদের দেশের ইমেজ বৃদ্ধি করবে এবং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

1 Like

ধন্যবাদ,

@IshtiakAhmed

সত্যি কথা হল,

কমিউনিটি বদ্ধ হয়ে কাজ করলে, যে কোন সফলতা আসে সহজে ।

@GaziSalauddinbd আপনাকে অনেক অনেক অভিনন্দন ভাই

1 Like

ধন্যবাদ

@AtiqulHoque

দোয়া করবেন, ২০২৩ সালে যেন আরো ভালো কিছু অর্জন করতে পারি।

1 Like