My Achievements and Got Dare to move on From Connect live Experience sharing meetup (BDLG 123Meetup)

গুগল ম্যাপ এর সবচেয়ে বড় বাৎসরিক প্রোগ্রাম কানেক্ট লাইভ অনুষ্ঠিত হয়েছে আমেরিকাতে। আর সেই অনুষ্ঠানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ লোকাল গাইডস এর মডারেটর @MahabubMunna ভাই। বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি অন্যান্য দেশের লোকাল গাইডসদের সামনে তুলে ধরেন।

মাহাবুব ভাই কানেক্ট লাইভে যাওয়ার আগে Pre-Connect Meet Up 2019 নামে একটি মিটআপের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশে ম্যাপিং নিয়ে সমস্যা গুলো লিখে মাহবুব ভাইয়ের মাধ্যমে গুগল অফিসারদের কাছে জানানো হয়। আর সেই সমস্যাগুলো মাহবুব ভাই গুগল অফিসারদেরকে এ কানেক্ট লাইভ প্রোগ্রামে জানায়।

আর তারই প্রেক্ষিতে গত ২৯ নভেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে একটি মিটআপের আয়োজন করা হয়। সেই মিটআপের নাম রাখা হয় Connect live experience sharing meetup 2019 । যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গেস্ট সহ প্রায় ১৮৬ জন লোকাল গাইডস অংশগ্রহণ করে।। যেটি কমিউনিটির ১২৩তম মিটআপ ছিলো। এবং এই মিটআপের হোস্ট ছিলেন @SShuvo.

এই মিটআপের মূল বিষয় হচ্ছে মাহবুব ভাইয়ের কানেক্ট লাইভ এর অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করা, বাংলাদেশের ম্যাপিং এর সমস্যা গুলোর সমাধান, বেসিক ম্যাপিং ধারণা, আগামী কানেক্ট লাইভে যাওয়ার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে, একজন নতুন লোকাল গাইডস কিভাবে ম্যাপিং করবে ইত্যাদি।

মিটআপ টি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবে অনুষ্ঠিত হয়। দুপুর দুইটা থেকে লোকাল গাইড গাইডসরা আসতে থাকে। রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হলে লোকাল গাইডসরা লাইনে দাঁড়িয়ে একেক করে রেজিস্ট্রেশন করে ভেতরে ঢোকে। সবাই আসার পরে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানটি @RafsanRana ভাইয়ের উপস্থাপনার মাধ্যমে শুরু হয়।

এরপরে বেসিক ম্যাপিং নিয়ে আলোচনা শুরু হয়।। মিটআপে অভিজ্ঞ লোকাল গাইডসগণ ম্যাপিং নিয়ে বিভিন্ন আইডিয়া শেয়ার করেন এবং বাংলাদেশ লোকাল গাইডস এর একজন অ্যাক্টিভ ফিমেল লোকাল গাইডস @LyricMitra আপু তার তিনটি ইচ্ছার কথা বলেন, অনুষ্ঠানে বাংলাদেশের কানেক্ট মডারেটর সুমাইয়া আপু বাংলাদেশ লোকাল গাইডস এর বিভিন্ন কার্যক্রমের কথা বলেন। তারপরে প্রশ্নোত্তর পর্বে লোকাল গাইডস দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিজ্ঞ লোকাল গাইড গান।

এরপর কানেক্ট লাইভে অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন মাহবুব ভাই। তিনি কানেক্ট লাইভে গিয়ে কি কি করলেন, কি কি দেখলেন এবং বাংলাদেশ ম্যাপিং এর সমস্যা গুলোর সমাধান, গুগল ম্যাপে কিভাবে কন্ট্রিবিউট করতে হবে, কিভাবে একজন অভিজ্ঞ লোকাল গাইড হতে হবে, এবং কিভাবে কানেক্ট লাইভে যেতে হবে সে সম্পর্কে বলেন।। আমি অনেক ইন্সপায়ার হয়েছি তাদের দেখে, তাদের কথা শুনে।।

এরপরে নাম্তার বিরতি দেয়া হয়, সেই সময় সবাই মিলে গ্রুপ ছবি তুলি।। ড্রোন দিয়ে ছবি তোলা হয়।। তারপরে সবাই নাস্তা করি।

নাস্তার পরে ২য় পর্ব শুরু হয়।।

এ পর্বে লোকাল গাইড দেরকে ম্যাপিং আগ্রহ সৃষ্টির জন্য বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে আমিও দুটি পুরস্কার পাই।। মিটআপ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি।। নতুন অনেকের সাথে পরিচয় হয়েছে। অনেক গিফট পেয়েছি। মাহাবুব ভাই আমেরিকা থেকে চকলেট এনেছিলো তাও আমি পাই।।

ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইডস কোর মেম্বার টিমকে। তাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি মিটআপ আয়োজিত হল। তবে বিশ্বজিৎ দাদাকে অনেক মিস করেছি।

এই মিটআপে এসে আমার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি।

আর মিটআপে অনেক গিফট পেয়েছি, কি কি গিফট পেয়েছি তা আমি পরবর্তী পোস্টে শেয়ার করব।

সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই অনেক ভাল থাকবেন।

Read My Last Meetup Post…

BDLG Pre-Connect Meetup and My Experience. (BDLG 121st meetup)

53 Likes

@SunMoon Thanks For Share …

9 Likes

@SunMoon

ওয়াও কত সুন্দর করে লিখেছেন।

তার চেয়ে ভালো হইছে ছবি গুলি আপনার ছবির হাত যেমন তেমন করে সাজিয়েছেন, আমিও কিন্তু এর মধ্যে এক্টা ছবিতে আছি, কারন আমিও এই মিটাপ এর এক জন পার্টিসিপ্যান্ট ছিলাম, আমার পোস্ট টি দেখে আসতে পারেন

8 Likes

@SunMoon I am very glad that finally saw a compact post on the 123rd meet-up. Great description with stunning photos, just amazing in all aspects. Your post is multidimensional as you are. Thanks for sharing this nice post and we are grateful to you as you did your best to make this meet-up a successful one. Thanks.

10 Likes

অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিক্যাপ চমৎকার লিখেছেন। আপনার ছবিগুলো অনেক ভালো লেগেছে। এই মিটআপে আপনার পুরস্কার প্রাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

@SunMoon অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর রিক্যাপ এর মাধ্যমে আপনার অভিজ্ঞতা অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

20 Likes

@Mazharul_BDLG আপনার পোষ্টের লিংক, আপনার কমেন্টের মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে যে কেউ আপনার কমেন্টস থেকেই আপনার পোষ্টের লিংকে যেতে পারতো। ধন্যবাদ…

17 Likes

@sohanul_islam24 Thank you for your comment.

@Mazharul_BDLG ধন্যবাদ ভাই। আপনার পোস্ট টাও অনেক সুন্দর হয়েছে। মিটআপ এসে আপনাদের সাথে দেখা হয়ে, কথা বলে অনেক ভালো লাগলো।

@MukulR আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাই। আশা করি সামনের কোন মিটআপ আপনার সাথে দেখা হবে এবং একসাথে ছবি তুলবো।

@AbdusSattar ধন্যবাদ ভাই। আপনাদের সাপোর্টে এতদূর আসা। আশা করি সামনের দিনগুলোতে আমাকে সাপোর্ট দিবেন।

6 Likes

অনেক ধন্যবাদ @SunMoon ভাই মিট-আপটি নিয়ে সুন্দর একটি রিক্যাপ লিখার জন্য।
আপনাদের সাহায্য ছাড়া কখনোই এই মিট-আপ টি সফল হত না।

8 Likes

@SShuvo সবকিছুর একজন উদ্যোক্তা থাকে, আর এই মিটআপের উদ্যোক্তা হলেন আপনি। আর আপনার থেকে অনুপ্রাণিত হয়ে মিটআপ নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম । আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

5 Likes

চমৎকার করে রিক্যাপ পোস্ট করেছেন @SunMoon ভাই।

পাশাপাশি ছবিগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।

5 Likes

আমার মনে হয় লোকাল মিট আপ গুলার মধ্যে আমাদের এবারের টা সবচেয়ে বড় ছিলো, @SunMoon

সুন্দর উপস্থাপন!

4 Likes

@SunMoon লেখার চেয়ে কিছু ছবি সিলেকশন খুব ভালো হয়েছে, লেখাটা সহজ ভাবে সুন্দর হইছে :heart_eyes: :heart_eyes: :heart_eyes:

7 Likes

@SunMoon ভুলে

গেছিলাম ধন্যবাদ দিতে এতো সুন্দর আয়োজন করার জন্য :heart_eyes: :heart_eyes: :heart_eyes:

6 Likes

@durbar আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

@Tanvir_Hasan বাংলাদেশ লোকাল গাইডস এ পর্যন্ত অনেকগুলো রেকর্ড করেছে। তার মধ্যে এই মিটআপটি হল সবচেয়ে বেশি লোকাল গাইড নিয়ে। প্রায় ১৮৬ জন।

@Ayeshashimu ধন্যবাদ আপু আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য।

6 Likes

অনেক দেরিতে হলেও আপনাদের সবার পোষ্ট পড়ার সুযোগ হয়েছে। সব পোস্ট পরতেছি আর ধারণা নিচিছ! মিটাপ সফল করার জন্য আয়োজক কমিটি সহ উপস্থিত সকল লোকাল গাইড ভাইব্রাদারদের অভিন্দন। @SunMoon ভাই সবাইকে মিসি করেছি খুব।

8 Likes