গুগল ম্যাপ এর সবচেয়ে বড় বাৎসরিক প্রোগ্রাম কানেক্ট লাইভ অনুষ্ঠিত হয়েছে আমেরিকাতে। আর সেই অনুষ্ঠানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ লোকাল গাইডস এর মডারেটর @MahabubMunna ভাই। বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি অন্যান্য দেশের লোকাল গাইডসদের সামনে তুলে ধরেন।
মাহাবুব ভাই কানেক্ট লাইভে যাওয়ার আগে Pre-Connect Meet Up 2019 নামে একটি মিটআপের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশে ম্যাপিং নিয়ে সমস্যা গুলো লিখে মাহবুব ভাইয়ের মাধ্যমে গুগল অফিসারদের কাছে জানানো হয়। আর সেই সমস্যাগুলো মাহবুব ভাই গুগল অফিসারদেরকে এ কানেক্ট লাইভ প্রোগ্রামে জানায়।
আর তারই প্রেক্ষিতে গত ২৯ নভেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে একটি মিটআপের আয়োজন করা হয়। সেই মিটআপের নাম রাখা হয় Connect live experience sharing meetup 2019 । যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গেস্ট সহ প্রায় ১৮৬ জন লোকাল গাইডস অংশগ্রহণ করে।। যেটি কমিউনিটির ১২৩তম মিটআপ ছিলো। এবং এই মিটআপের হোস্ট ছিলেন @SShuvo.
এই মিটআপের মূল বিষয় হচ্ছে মাহবুব ভাইয়ের কানেক্ট লাইভ এর অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করা, বাংলাদেশের ম্যাপিং এর সমস্যা গুলোর সমাধান, বেসিক ম্যাপিং ধারণা, আগামী কানেক্ট লাইভে যাওয়ার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে, একজন নতুন লোকাল গাইডস কিভাবে ম্যাপিং করবে ইত্যাদি।
মিটআপ টি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবে অনুষ্ঠিত হয়। দুপুর দুইটা থেকে লোকাল গাইড গাইডসরা আসতে থাকে। রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হলে লোকাল গাইডসরা লাইনে দাঁড়িয়ে একেক করে রেজিস্ট্রেশন করে ভেতরে ঢোকে। সবাই আসার পরে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানটি @RafsanRana ভাইয়ের উপস্থাপনার মাধ্যমে শুরু হয়।এরপরে বেসিক ম্যাপিং নিয়ে আলোচনা শুরু হয়।। মিটআপে অভিজ্ঞ লোকাল গাইডসগণ ম্যাপিং নিয়ে বিভিন্ন আইডিয়া শেয়ার করেন এবং বাংলাদেশ লোকাল গাইডস এর একজন অ্যাক্টিভ ফিমেল লোকাল গাইডস @LyricMitra আপু তার তিনটি ইচ্ছার কথা বলেন, অনুষ্ঠানে বাংলাদেশের কানেক্ট মডারেটর সুমাইয়া আপু বাংলাদেশ লোকাল গাইডস এর বিভিন্ন কার্যক্রমের কথা বলেন। তারপরে প্রশ্নোত্তর পর্বে লোকাল গাইডস দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিজ্ঞ লোকাল গাইড গান।
এরপর কানেক্ট লাইভে অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন মাহবুব ভাই। তিনি কানেক্ট লাইভে গিয়ে কি কি করলেন, কি কি দেখলেন এবং বাংলাদেশ ম্যাপিং এর সমস্যা গুলোর সমাধান, গুগল ম্যাপে কিভাবে কন্ট্রিবিউট করতে হবে, কিভাবে একজন অভিজ্ঞ লোকাল গাইড হতে হবে, এবং কিভাবে কানেক্ট লাইভে যেতে হবে সে সম্পর্কে বলেন।। আমি অনেক ইন্সপায়ার হয়েছি তাদের দেখে, তাদের কথা শুনে।।
এরপরে নাম্তার বিরতি দেয়া হয়, সেই সময় সবাই মিলে গ্রুপ ছবি তুলি।। ড্রোন দিয়ে ছবি তোলা হয়।। তারপরে সবাই নাস্তা করি।
নাস্তার পরে ২য় পর্ব শুরু হয়।।
এ পর্বে লোকাল গাইড দেরকে ম্যাপিং আগ্রহ সৃষ্টির জন্য বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে আমিও দুটি পুরস্কার পাই।। মিটআপ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি।। নতুন অনেকের সাথে পরিচয় হয়েছে। অনেক গিফট পেয়েছি। মাহাবুব ভাই আমেরিকা থেকে চকলেট এনেছিলো তাও আমি পাই।।
ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইডস কোর মেম্বার টিমকে। তাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি মিটআপ আয়োজিত হল। তবে বিশ্বজিৎ দাদাকে অনেক মিস করেছি।
এই মিটআপে এসে আমার অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি।
আর মিটআপে অনেক গিফট পেয়েছি, কি কি গিফট পেয়েছি তা আমি পরবর্তী পোস্টে শেয়ার করব।
সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই অনেক ভাল থাকবেন।
Read My Last Meetup Post…
BDLG Pre-Connect Meetup and My Experience. (BDLG 121st meetup)












