MUSIC, CELEBRATION & COLLABORATION OF TWO NATION

সুরের মূর্ছনায় হারিয়ে যায় না এমন মানুষ পৃথিবীতে খুবই কম। আমরা মন ভালো থাকলে গান শুনি, মন খারাপ থাকলে গান শুনি। জন্মদিনে গান বাজানো হয় এবং কিছু সৎকারেও মিউজিক বাজানো হয়। তাই মিউজিক আমাদের জীবনের এক অবিছেদ্দ অংশ।

আমার মিউজিকের প্রতি টান এসেছে আমার মায়ের থেকে। আমার মাক প্রচুর গান শুনত। অভ্যাসটা সেখান থেকেই। আস্তে আস্তে বড় হতে থাকলাম আর বিভিন্ন ধরনের মিউজিকের সাথে পরিচিত হতে থাকলাম।

শিরোনামহীন। একটি ব্যান্ডের নাম। যারা গত ৮ই সেপ্টেম্বর তাদের ২৫ বছর পূর্তি কনসার্ট করেছে। সেই শৈশব থেকে এদের গান শুনে আসছি। কতশত রাত কাটিয়ে দিয়েছি জাহাজী, তুমি চেয়ে আছ চাই, ইচ্ছে ঘুড়ি শুনে। বলা যায় এই ব্যান্ডের সাথেই বেড়ে উঠেছি। আমি এবং কয়েকজন লোকাল গাইড মিলে এই ২৫ বছর পূর্তি কনসার্ট উপভোগ করলাম।

এই মিউজিক্যাল শোতে অংশ নিয়েছে দেশের বরেণ্য কিছু শিল্পী যারদের নিজেদের আলাদা ব্যান্ড আছে। কিন্তু এই দিনে সবাই একই মঞ্চে শিরোনামহীনের গান গাইলো। এযেন এক মহা মিলন মেলা। অনুষ্ঠানে দুইভাগে প্রায় ৪ হাজার অডিয়েন্স ছিল। ছিল লাইটিং শো, ফ্ল্যাশ মোব।

মিউজিক্যাল শো এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পৃথিবীর অন্যতম সংস্কৃতি সমৃদ্ধ দেশ ভারতের “সিম্ফনী অর্কেস্ট্রা” । তাদের অংশগ্রহণ এই শো এর জন্যে আলাদা একটি মাত্রা যোগ করেছে।

মোট ১২ গানে শেষ হয় কনসার্ট। এবং সারপ্রাইজ হিসেবে শেষে সবাই মিলে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে।

টিকেট মূল্য- $12

সময়- 5 Hours

17 Likes

@RafsanRana

শুরুতেই আপনাকে ধন্যবাদ দিতে চাই, শিরোনামহীনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্ট নিয়ে লেখার জন্য। কারণ, শিরোনামহীন আমার পছন্দের ব্যান্ডগুলোর মধ্যে একটি।

ফটোগ্রাফার হিসেবে আপনি বেশ ভালো, সেটার প্রমাণ আরও একবার দিলেন। শেষের লাল সবুজ ছবিটা জাস্ট ওয়াও :heart_eyes:

5 Likes

@RafsanRana অসাধারণ লিখেছেন, ধন্যবাদ :heart: :heart:

4 Likes

This one of my best live concert ever i seen. Thanks Dada for those lovely words. @Designer_Biswajit

4 Likes

Thank you so much. @jakiripsc

3 Likes

সুন্দর লেখা ও ছবির জন্য ধন্যবাদ।আরও লেখার অপেক্ষায় থাকলাম

3 Likes

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ইন শা আল্লাহ চলবে

1 Like

অনেক সুন্দর একটি পোষ্ট, আপনাকে স্বাগতম কানেক্ট এ আবার ফিরে আসার জন্য।

@RafsanRana

3 Likes

@RafsanRana wow. amazing

3 Likes

ফিরে আসার ইচ্ছা তো সবসময়ই থাকে। কিন্তু পারিপার্শিক বিবেচনায় সেটা সব সময় হয়ে উঠে না, ইন শা আল্লাহ আপনাদের সাপোর্ট পেলে থাকবো সব সময়। @GaziSalauddinbd

3 Likes