সুরের মূর্ছনায় হারিয়ে যায় না এমন মানুষ পৃথিবীতে খুবই কম। আমরা মন ভালো থাকলে গান শুনি, মন খারাপ থাকলে গান শুনি। জন্মদিনে গান বাজানো হয় এবং কিছু সৎকারেও মিউজিক বাজানো হয়। তাই মিউজিক আমাদের জীবনের এক অবিছেদ্দ অংশ।
আমার মিউজিকের প্রতি টান এসেছে আমার মায়ের থেকে। আমার মাক প্রচুর গান শুনত। অভ্যাসটা সেখান থেকেই। আস্তে আস্তে বড় হতে থাকলাম আর বিভিন্ন ধরনের মিউজিকের সাথে পরিচিত হতে থাকলাম।
শিরোনামহীন। একটি ব্যান্ডের নাম। যারা গত ৮ই সেপ্টেম্বর তাদের ২৫ বছর পূর্তি কনসার্ট করেছে। সেই শৈশব থেকে এদের গান শুনে আসছি। কতশত রাত কাটিয়ে দিয়েছি জাহাজী, তুমি চেয়ে আছ চাই, ইচ্ছে ঘুড়ি শুনে। বলা যায় এই ব্যান্ডের সাথেই বেড়ে উঠেছি। আমি এবং কয়েকজন লোকাল গাইড মিলে এই ২৫ বছর পূর্তি কনসার্ট উপভোগ করলাম।
এই মিউজিক্যাল শোতে অংশ নিয়েছে দেশের বরেণ্য কিছু শিল্পী যারদের নিজেদের আলাদা ব্যান্ড আছে। কিন্তু এই দিনে সবাই একই মঞ্চে শিরোনামহীনের গান গাইলো। এযেন এক মহা মিলন মেলা। অনুষ্ঠানে দুইভাগে প্রায় ৪ হাজার অডিয়েন্স ছিল। ছিল লাইটিং শো, ফ্ল্যাশ মোব।
মিউজিক্যাল শো এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পৃথিবীর অন্যতম সংস্কৃতি সমৃদ্ধ দেশ ভারতের “সিম্ফনী অর্কেস্ট্রা” । তাদের অংশগ্রহণ এই শো এর জন্যে আলাদা একটি মাত্রা যোগ করেছে।
মোট ১২ গানে শেষ হয় কনসার্ট। এবং সারপ্রাইজ হিসেবে শেষে সবাই মিলে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে।
টিকেট মূল্য- $12
সময়- 5 Hours