প্রিয় লোকাল গাইডস,
আশা করছি, সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। গত মাসে আমি পঞ্চগড় জেলার বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, আর আজকে এ জেলার সুন্দর মসজিদ মির্জাপুর শাহী জামে মসজিদ সম্পর্কে জানবো।
বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো আমাদের জাতীয় ঐতিহ্যের ধারক ও বাহক। নানান ঐতিহ্যের মধ্যে বিশেষ করে বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলোর স্থাপত্য শৈলী, হৃদয়কাড়া নান্দনিক কারুকাজ এবং ঐতিহাসিক পটভূমি আমাদের ঐতিহ্য ও সমৃদ্ধি পরিচায়ক। সেই ঐতিহ্যকে হৃদয়ে লালন করে আজকে আমরা জানতে চলেছি পঞ্চগড় জেলার ‘মির্জাপুর শাহী জামে মসজিদ’ সম্পর্কে।
বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত ‘মির্জাপুর শাহী জামে মসজিদ’। মসজিদের শিলালিপি থেকে গবেষকরা ধারণা করেন মসজিদটি ১৬৫৬ সালে নির্মাণ করা হয়েছে।
মসজিদটির দৈর্ঘ্য ৪০ ফুট, প্রস্থ ২৫ ফুট এবং এক সারিতে ০৩টি গম্বুজ আছে। প্রতিটি গম্বুজের কোনায় রয়েছে একটি করে মিনার। মসজিদটির সামনের দেয়ালে রয়েছে অপূর্ব চিত্রাঙ্কন যা একটি অপরটি থেকে সম্পূর্ণ আলাদা। ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য রয়েছে। এ থেকে ধারণা করা হয় ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত মসজিদের সমসাময়িক সময়ে এই মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়।
Maps Link: https://goo.gl/maps/d8a7nRQce2z3Jsfx7
ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।