কাপ্তাই হ্রদ
বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গার গুলোর মধ্যে একটা হলো কাপ্তাই হ্রদ । এইটা আমার দ্বিতীয় বার যাওয়া। প্রথম আমি এতো ভালো ভাবে ঘুরাঘুরি করি নাই। সময়ের সল্পতার কারনে।
কিন্তু এই বার
বাংলাদেশ লোকাল গাইড এর ২১০ তম মিটআপ এ আমি জয়েন্ট করি। দুই দিন আমি বাংলাদেশের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য তম জায়গাতে ছিলাম,তা হলো রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে।
আমাকে এতো সুন্দর অপরুপ সবুজ ঘেরা পাহাড়ের সাথে লেকের সৌন্দর্য দেখার সুযোগ হয়েছে।
আমার দৃষ্টিতে কাপ্তাই হ্রদ ও ২১০ তম মিটআপঃ
১.
ফটোসেশান / ফটোগ্রাফি করার জন্য বেস্ট লোকেশন।
২.
রিসোর্টে ছিল তাবুর অভিজ্ঞতা যা আমার জন্য প্রথম।
৩.
আমি লিচু গাছ অনেক দেখেছি কিন্তু লিচু সহ এতো গাছ জীবনে প্রথম। বিশেষ করে আমাদের তাঁবু গুলো ছিলো লিচু বাগান এর মাঝে।
লিচু গাছ
যতদূর যাবো শুধু একপাশে সবুজ ও অন্য পাশে লেক।
#bdlg #letsguide
#210meetup
#connectlive
#localguide
#kaptai
60 Likes
সিম্পলের মধ্যে গর্জিয়াস বর্ননা আপু সুন্দর হয়েছে @Ayeshashimu
7 Likes
গাছ থেকে লিচু পেরে খাওয়া, দারুন ছিল।
7 Likes
আমিও ২বার গিয়েছি আপনার মত,
সব চাইতে বেশি বিস্মিত হয়েছি লিচু মাটিতে এইভাবে পরে থাকতে দেখে আর এতো এতো লিচু গাছ তো এই প্রথম দেখলাম।
5 Likes
@Ayeshashimu ছবিসহ সুন্দর লেখার জন্য ধন্যবাদ আপা
4 Likes
@Ayeshashimu লিচু বাগানে রাত যাপন আক নতুন অভিজ্ঞতা।
3 Likes
অনেক সুন্দর লিখেছেন আপু @Ayeshashimu
ছবিগুলাও অনেক সুন্দর হয়েছে।
4 Likes
অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন @Ayeshashimu আপু, রিসেটে তাঁবুর অভিজ্ঞতাটা আমারও প্রথম ছিল অনেক ভালো লেগেছে।
6 Likes
@Papel_Mahammud @Jogodish ধন্যবাদ ভাইয়ারা পাশে থাকার জন্য 
2 Likes
Nice post with details. Thanks, @Ayeshashimu for your post.
2 Likes
Hello @Ayeshashimu thank you so much for sharing this with us.Kaptai lake is very beautiful.I have never seen so many litchi in the trees together.
2 Likes
@Tandrima2 thanks
@MehadeHasan thank for comment…
2 Likes
wow! Meetup miss sathe licu miss duitar jonnoi mon kharap lagce but nothing to did. Thank you for sharing!!! @Ayeshashimu
4 Likes
@Ayeshashimu
Such an amazing post. Rangamati at a glance 
3 Likes