Meet up the banner of Bangladesh Local Guides where time and date are mentioned, besides a picture where a Bangladesh Local Guide Community sticker is in one’s hand on a lotus leaf. Banner Design: Bishnu Modhu
প্রিয় বাংলাদেশী লোকাল গাইড সদস্য বৃন্দ
আশাকরি সকলে ভাল আছেন , আপনারা জানেন যে বাংলাদেশ লোকাল গাইড প্রতি বছর সামাজিক কাজে আগ্রহী করতে প্রতি বছর বৃক্ষ রোপণ ও বৃক্ষ মেলা পরিদর্শনের মিট আপ আয়োজন করে থাকে । বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় সরকারী ভাবে বৃক্ষ মেলা আয়োজন করেছে যা পূর্বে জুলাই মাসে করা হত । বিগত বছর গুলোর মত এ বছরও আমরা জাতীয় বৃক্ষ মেলায় একটি মিট আপ আয়োজন করতে যাচ্ছি যার বিস্তারিত নিম্নে দেয়া হল :
Meetup Name: Meetup @ National Tree Fair '23
BDLG Meetup No: 211
Date: Jun 23,2023
Time: 04:00 PM - 06:30 PM
Location: Agargaon [ Former trade fair ground ]
উক্ত মিট আপ সকলের জন্য উন্মুক্ত , যারা শুক্রবার ফ্রি থাকেন চলে আসতে পারেন বিস্তারিত বাংলাদেশ লোকাল গাইড ফেসবুক গ্রুপে লিখা আছে ।
মিট আপে কি কি হবে
-
বৃক্ষ মেলা পরিদর্শন ও নিজেদের মত গাছ কেনা
-
Maps সংক্রান্ত আপডেট গুলো নিয়ে আলোচনা
এক নজরে বিগত বছরের মিট আপ গুলো
2022: i. Recap: BDLG 188th Meetup @ Tree Fair
ii.[Recap]Tree plantation and get together with BDLG
2021: i. Recape : Save The Trees Save The Earth , BDLG Tree Plantation Meetup @Homna
ii.(RECAP) Tree plantation and get together with BDLG
2020: Covid lockdown issue that year we can’t organize tree plantation related any meetup