Local guides Course 101
বাংলাদেশ লোকাল গাইডস আয়োজন করতে যাচ্ছে তাদের ১০১ তম মিট আপ আগামী ২৬ সে মার্চ বিকেল ৩ টায় ধানমণ্ডি সোবহান বাগে ।
এবারের মিট আপ টি সম্পূর্ণ ভিন্ন ধর্মী অনেকটা কোর্স 101 এর মত ।
এখানে আমরা হাতে কলমে শেখাব কিভাবে মিসিং লোকেশন যুক্ত করতে হয় , ভাল রিভিউ লিখা , ছবি গুগল ম্যাপ যুক্ত করা এবং কানেক্ট এ পোস্ট দেয় নিয়মাবলী , মিট আপ আয়োজনের টিপস গুলো ।
সীট সংখ্যা সীমিত – ৩০ জন অংশগ্রহণ করতে পারবেন । ৫০ ভাগ পুরাতন লোকাল গাইড এবং ৫০% নতুন দের জন্য বরাদ্ধ ।
খরচ: যেহেতু গুগল থেকে কোন ফান্ড নেই এবার ও হিজ হিজ হুজ হুজ প্রথা ১৫০ টাকা জন প্রতি , বিকেলের নাস্তা ও আনুসাঙ্গিক খরচ
উপস্থিত যারা হবেন তাদের কে যা সাথে আনতে হবে তা আমন্ত্রিত দের ইমেইলে জানিয়ে দেয়া হবে ২৩ তারিখ
কোন অবস্থাতেই কনফার্মেশন মেইল বাতিত কাউকে মিট আপ ভেনুতে প্রবেশের অনুমতি দেয়া হবে না ।