Meet With Some Female Local Guides in 100th Meet-up Of Bangladesh Local Guides

বাংলাদেশ লোকাল গাইডস এর ১০০তম মিটআপ এ আমার অনেক লোকাল গাইডস এর সাথে পরিচয় হয়। আর তার মধ্যে কয়েকজন মেয়ে লোকাল গাইডস আপুদের সাথেও পরিচয় হয়।
যদিও মেয়ে লোকাল গাইডস এর সংখ্যা কম, তবে আমি আশা করি এই লোকাল গাইডস আপু দের মাধ্যমে আরো অনেক আপুরা লোকাল গাইডস হবেন, গুগল ম্যাপে সুন্দর ভাবে কন্ট্রিবিউট করবেন।

আয়েশ ইসলাম আপু,
তিনি খুবই মজার মানুষ, হাসতে খুবই পছন্দ করেন। আপু লেভেল ৫এর লোকাল গাইডস।

Lyric Mitra আপু,
এই আপু একটু গম্ভির ভাবের, সবসময় একটু ভাবে থাকেন মনে হয় কি নিয়ে যেন চিন্তা করতেছে।
আপু লেভের ৭এর লোকাল গাইডস।

তুলি আপু,
এই আপুর অনেক গুণ। যা এখানে বলে শেষ করা যাবে না। আপু লেভেল ৭এর লোকাল গাইডস।

তাহরিমা আপু।
এই আপু এমন এক কলেজে পরতো যেই কলেজের ফেসবুক পেইজের এডমিন আমি। কিন্তু পরিচয় নাই, এই মিটআপে এসে পরিচয় হলো। আপু লেভেল ৭এর লোকাল গাইডস।
(বিরিয়ানির ট্রিট টা তারাতরি পরিশোধ কইরেন আপু)

তবে মজার ব্যাপার হলো, তুলি আপু ও তাহরিমা আপু আপন দুই বোন, আর তারা দুই জনেই লোকাল গাইডস।

সোনিয়া আপু,
কানেক্ট লাইভের মডারেটর সোনিয়া আপুকে ২০১৬সালে গুগল ডেভেলপমেন্ট গ্রুপের একটা পোগ্রামে দেখেছিলাম। কিন্তু কথা বলার সুযোগ হয় নাই।
বর্তমানে আপু বিদেশে অবস্থানের কারনে এর পরে আর কখনো সামনে থেকে দেখার সুযোগ হয় নাই। ইচ্ছা আছে সামনের কোন মিটআপে বাংলাদেশে আসলে দেখা করার।

@SoniaK @LyricMitra @Tahrima

27 Likes

@SunMoon ভাল! আশা করি আরো মেয়ে লোকাল গাইডসদের পরিচয় হবে :smiley:

3 Likes

বাহ্ চমৎকার পোস্ট। জি ইনসাআল্লাহ খাওয়াব।

6 Likes

@SaifIS ভাই, আপনার গার্লফ্রেন্ড বান্ধবি দের এড করেন

2 Likes

@SunMoon আমার গার্লফ্রেন্ডবৃন্দকে উৎসাহিত করা হচ্ছে। কাজ হলে এড করে দিব :smiley:

1 Like

বাহ সব দেখি আপু… আর বেশি কিছু বললে চাকরি থাকপেনা… :smiley: