বাংলাদেশ লোকাল গাইডস এর ১০০তম মিটআপ এ আমার অনেক লোকাল গাইডস এর সাথে পরিচয় হয়। আর তার মধ্যে কয়েকজন মেয়ে লোকাল গাইডস আপুদের সাথেও পরিচয় হয়।
যদিও মেয়ে লোকাল গাইডস এর সংখ্যা কম, তবে আমি আশা করি এই লোকাল গাইডস আপু দের মাধ্যমে আরো অনেক আপুরা লোকাল গাইডস হবেন, গুগল ম্যাপে সুন্দর ভাবে কন্ট্রিবিউট করবেন।
তিনি খুবই মজার মানুষ, হাসতে খুবই পছন্দ করেন। আপু লেভেল ৫এর লোকাল গাইডস।
Lyric Mitra আপু,
এই আপু একটু গম্ভির ভাবের, সবসময় একটু ভাবে থাকেন মনে হয় কি নিয়ে যেন চিন্তা করতেছে।
আপু লেভের ৭এর লোকাল গাইডস।
এই আপুর অনেক গুণ। যা এখানে বলে শেষ করা যাবে না। আপু লেভেল ৭এর লোকাল গাইডস।
তাহরিমা আপু।
এই আপু এমন এক কলেজে পরতো যেই কলেজের ফেসবুক পেইজের এডমিন আমি। কিন্তু পরিচয় নাই, এই মিটআপে এসে পরিচয় হলো। আপু লেভেল ৭এর লোকাল গাইডস।
(বিরিয়ানির ট্রিট টা তারাতরি পরিশোধ কইরেন আপু)
তবে মজার ব্যাপার হলো, তুলি আপু ও তাহরিমা আপু আপন দুই বোন, আর তারা দুই জনেই লোকাল গাইডস।
সোনিয়া আপু,
কানেক্ট লাইভের মডারেটর সোনিয়া আপুকে ২০১৬সালে গুগল ডেভেলপমেন্ট গ্রুপের একটা পোগ্রামে দেখেছিলাম। কিন্তু কথা বলার সুযোগ হয় নাই।
বর্তমানে আপু বিদেশে অবস্থানের কারনে এর পরে আর কখনো সামনে থেকে দেখার সুযোগ হয় নাই। ইচ্ছা আছে সামনের কোন মিটআপে বাংলাদেশে আসলে দেখা করার।