বাংলাদেশ লোকাল গাইড এর ২২৮ তম মিটাপ হয়ে গেলো রাজধানী ঢাকা এর পাশের জেলা গাজীপুর এর মৌরানে
নতুন প্লাস পুরাতন লোকাল গাইডদের সাথে খুভ ভাল সময় পাস করেছি।
আজকের মিটাপের মুল ছিলো লোকাল গাইদের সাথে রিলেশন বিল্ডাপের জন্য মিটাপ করা, যারা উপস্থিত ছিলেন তাদের কয়েক জন ম্যাপে কন্ট্রিবিউশান করেন কিন্তু মিটাপে আসেন নাই আগে।
কয়েকজন ছিলেন তারা নিয়মিত মিটাপে থাকেন আবার সকল কন্ট্রিবিউশান করেন। তবে কয়েকজন পেলাম তারা অনেক আগে থেকে ম্যাপে কন্ট্রিবিউশান করেন, কানেক্টে পোস্ট লিখেন কিন্তু কোন মিটাপে ছিলেন না, আজই তাদের ১ম মিটাপ ছিলো।
আমার বরাবর নতুনদের সাথে পরিচিত হতে ভাল লাগে।
মিটাপ শুরুর কিছুক্ষন এর মধ্যে আমি উপস্থিত হই এবং মিটাপ হোস্ট আমাদের জন্য বার্গার অর্ডার করেন
আমরা একটি ওপেন রেস্টুরেন্টে বসেছিলাম আজকের মিটাপের জন্য, এখানে কিছু বিষয় নিয়ে আমি নিজে আলোচনা করেছি
- কেন এই মিটাপ
- আমাদের কমিউনিটির কাজ কি
- কোয়ালিটি কন্ট্রিবিউট কিভাবে করবো
- বড় মিটাপে কিভাবে অংশগ্রহণ এর সুজুগ তৈরি করবো
- কানেক্ট পোস্ট এর কোন কেটাগড়িতে কিভাবে লিখবো
এর পর কিছু পশ্ন উত্তর পর্ব চলে এবং সবার সাথে কথা হয়ে কে কি করছেন কোথায় থাকছেন ইত্যাদি বিষয়ে।
এর পর আবার কফি, এটা একটি লোকাল ফর্মুলায় তৈরি মুখরোচক কফি ফলে এটা কফি নাকি চা এটা বুজতে আমার কিছু সময় লেগে যায়, কারন কফিতে ছিলো বেশি দুধ এবং বাদাম এর গুড়া
এবভাবে আমাদের ২ ঘন্টা সময় কেটে যায়, এর পর সন্ধ্যা হলে আমরা মিটাপ সমাপ্ত করি গ্রুপ ফটোসেশান এর মাধ্যমে