Meet with new local guide on 228 meetup of bdlg

বাংলাদেশ লোকাল গাইড এর ২২৮ তম মিটাপ হয়ে গেলো রাজধানী ঢাকা এর পাশের জেলা গাজীপুর এর মৌরানে

নতুন প্লাস পুরাতন লোকাল গাইডদের সাথে খুভ ভাল সময় পাস করেছি।

আজকের মিটাপের মুল ছিলো লোকাল গাইদের সাথে রিলেশন বিল্ডাপের জন্য মিটাপ করা, যারা উপস্থিত ছিলেন তাদের কয়েক জন ম্যাপে কন্ট্রিবিউশান করেন কিন্তু মিটাপে আসেন নাই আগে।

কয়েকজন ছিলেন তারা নিয়মিত মিটাপে থাকেন আবার সকল কন্ট্রিবিউশান করেন। তবে কয়েকজন পেলাম তারা অনেক আগে থেকে ম্যাপে কন্ট্রিবিউশান করেন, কানেক্টে পোস্ট লিখেন কিন্তু কোন মিটাপে ছিলেন না, আজই তাদের ১ম মিটাপ ছিলো।

আমার বরাবর নতুনদের সাথে পরিচিত হতে ভাল লাগে।

মিটাপ শুরুর কিছুক্ষন এর মধ্যে আমি উপস্থিত হই এবং মিটাপ হোস্ট আমাদের জন্য বার্গার অর্ডার করেন

আমরা একটি ওপেন রেস্টুরেন্টে বসেছিলাম আজকের মিটাপের জন্য, এখানে কিছু বিষয় নিয়ে আমি নিজে আলোচনা করেছি

  • কেন এই মিটাপ
  • আমাদের কমিউনিটির কাজ কি
  • কোয়ালিটি কন্ট্রিবিউট কিভাবে করবো
  • বড় মিটাপে কিভাবে অংশগ্রহণ এর সুজুগ তৈরি করবো
  • কানেক্ট পোস্ট এর কোন কেটাগড়িতে কিভাবে লিখবো

এর পর কিছু পশ্ন উত্তর পর্ব চলে এবং সবার সাথে কথা হয়ে কে কি করছেন কোথায় থাকছেন ইত্যাদি বিষয়ে।

এর পর আবার কফি, এটা একটি লোকাল ফর্মুলায় তৈরি মুখরোচক কফি ফলে এটা কফি নাকি চা এটা বুজতে আমার কিছু সময় লেগে যায়, কারন কফিতে ছিলো বেশি দুধ এবং বাদাম এর গুড়া

এবভাবে আমাদের ২ ঘন্টা সময় কেটে যায়, এর পর সন্ধ্যা হলে আমরা মিটাপ সমাপ্ত করি গ্রুপ ফটোসেশান এর মাধ্যমে

56 Likes
  • @Mazharul_BDLG আপনার প্রানবন্ত আলোচনায় আমরা অনুপ্রাণিত।*
4 Likes

অনেক কিছু জানলাম আজকের মিটআপ থেকে ।

3 Likes

@Mazharul_BDLG ভাই, আপনাদের এতো সুন্দর আয়োজন দেখে অনেক ভালো লাগলো।

2 Likes

সুন্দর আয়োজন ছিলো :hugs: @Mazharul_BDLG

2 Likes

@TajkiyaNijami ধন্যবাদ আপনাকে

@alaminkarno ইনশাআল্লাহ আবার দেখা হবে

@MonirHB ধন্যবাদ আপনাকে

@AH_Zakir জি আপনার থেকেও অনুপ্রেরণা পাই অনেক

2 Likes

চমৎকার আয়োজন।

1 Like

@Mazharul_BDLG ভাই,

খুব চমৎকার মিটাপ ছিলো এটি, আমি খুবই আনন্দিত যে এ মিটাপে আমি থাকতে পারেছিলাম।

নতুন ও অভিজ্ঞদের অভিজ্ঞতা শেয়ারিং, কোয়ালিটি গাইডিং সম্পর্কে আলোচনায় নতুন কিছু শিখতে পেরেছি।

2 Likes

@Md_Zobayerul_Islam ধন্যবাদ আপনাকে

@AlidMahmud জি ইনশাআল্লাহ এভাবে করে আমরা এগিয়ে যাব আরো সামনে

1 Like