Meet-Up Record !!! 186 Attendees are listening to me

সাফল্য পেতে হলে সবার আগে যে জিনিসটা করতে হয় সেটা হলো নিজেকে চ্যালেঞ্জ করতে হয়। এবং নিজের সাথে চ্যালেঞ্জ করে নিজেকে অতিক্রম করতে হয়।কেউ যদি সেটা করতে পারে তাহলে তার সাফল্য নিশ্চিত।

হ্যালো ওয়ার্ল্ড আমি রাফসানজানি রানা বাংলাদেশ লোকাল গাইড থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা আমাকে একটু জানাও যে গুগল কানেক্ট লাইভ বাদে সবচেয়ে বেশি এটেন্ডি দিয়ে কোন মিটআপ হয়েছে কিনা। গত ২৯ নভেম্বর বাংলাদেশ লোকাল গাইড তাদের ১২৩ তম মিটআপ সম্পন্ন করল। যেখানে মোট এটেন্ডি সংখ্যা ছিল ১৮৬ জন। এর আগে বাংলাদেশ লোকাল গাইড তাদের ১০০তম মিটআপে এটেন্ডির সংখ্যা ছিল ১২১ জন এবং সেটাই ছিল রেকর্ডসংখ্যক। এবার নিজেদের রেকর্ড ভেঙে বাংলাদেশ লোকাল গাইড নতুন রেকর্ড গড়লো।

আপনারা ইতিমধ্যেই ১২৩তম মিটআপে কি হয়েছে সব কিছু জেনে ফেলেছেন। অলরেডি ২ টা ট্রেন্ডিং পোস্ট চলছে।

২০১৯ এর কানেক্ট লাইভ এক্সপেরিয়েন্স শেয়ার মিত আপে সারা দেশ থেকে ১৮৬ জন যোগ দেন এবং বাংলাদেশ থেকে নতুন কানেক্ট মডারেটর হওয়া @SumaiyaZafrin ও আমাদের সাথে যোগ দেন।

ইভেন্টের প্রোগ্রাম হোস্ট ছিলাম আমি। তাই মিটআপের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা আমার চোখের সামনে হয়েছে। খুব কাছ থেকে আমি অর্জন করতে পেরেছি ২০১৯ এ কি কি নতুন ইনফর্মেশন আসলো এবং আমরা যারা কানেক্ট লাইভে ছিলাম না তারা সামনের এক বছর কিভাবে কাজ করব সেটা সম্পর্কে আমাদের পুরো ধারণা দেন @MahabubMunna । আমি রিক্যাপ পোস্ট লিখতে চাচ্ছি না কারণ আপনারা অলরেডি সবকিছু জেনে ফেলেছেন সবকিছু দেখে ফেলেছেন আমি শুধু এইটুকু বলতে চাই একটা কমিউনিটির কি পরিমান শক্তি থাকলে সারা বাংলাদেশ থেকে ১৮৬ জনকে নিয়ে একটা সাফল্যমন্ডিত মিটআপ করা যায়। আমার জানামতে গুগলের পরে সবচেয়ে বেশি এটেন্ডি নিয়ে এটাই ছিল সবচেয়ে বড় মিটআপ । এর চেয়েও বড় যদি কোন মিট আপ হয়ে থাকে প্লিজ আমাদের জানান। আমরা সেই এক্সপেরিয়ান্স জানতে চাই।

বাংলাদেশ লোকাল গাইড এমন একটা প্লাটফর্ম, এমন একটা পরিবার যেখানে সবাই এসে নতুন ভাবে নিজেকে আবিষ্কার করতে পারে ।বিভিন্ন ভলান্টিয়ারিং কাজ হয় এখানে। কাউকে রক্ত দেওয়া কারো জন্য রক্ত খুঁজে দেওয়া সহ অনেক ধরনের জনসেবামূলক কাজ এখানে হয়ে থাকে। বাংলাদেশ লোকাল গাইড এর শক্তি এখানেই এবং এই শক্তির জন্যই এত বড় একটি মিট আপ সাফল্যের সাথে করতে পেরেছি। সামনের বছর আরো অনেক অনেক চমক রয়েছে তাই পুরো পৃথিবীকে বলতে চাই তোমাদের সাথে আমরাও আছি ।

এই মিটআপের পেছনে কিছু সাহসী মানুষকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। প্রথমত @SShuvo যিনি কিনা মিটআপ হোস্ট

হয়ে কি কি কাজ করা লাগে তার দৃষ্টান্ত দেখিয়েছেন । @Arafat_Zakir @SunMoon @LyricMitra @anazizullah #shovan #sourav @RomanSyed #Sattar bhai #Bishnu #aysha_shimu আপনাদের অক্লান্ত পরিশ্রমেই হয়েছে সবকিছু ।

মোট এটেন্ডি- ১৮৬

সময় - ৪ ঘণ্টা

খরচ - $2.5

171 Likes

@RafsanRana চাচা কথা যেমন লেখা ও তেমন প্রান চঞ্চল, আর সময়, খরচ সব দিয়েছেন, ভিন্ন রকম হইছে কথার

জাদুকর :heart_eyes: :heart_eyes: :heart_eyes: :heart_eyes:

23 Likes

@RafsanRana ভাই, খরচের হিসাবটা ডলারে দিয়ে আমাদের এই লোকাল মিটাপটাকে পুরা একটা ইন্টারন্যাশনাল লুক দিয়ে দিয়েছেন! Very impressive. বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার পোষ্টে উল্লেখিত ডলারকে টাকায় কনভার্ট করে দেখলাম আমরা যা দিয়েছিলাম তাই আসছে টাকায়। কিন্ত এই মিটাপের মধ্যমে আপনাদের কাছ থেকে আমরা এটেন্ডিরা যা পেয়েছি তা ডলার, টাকা, রুপি, ইউরো কোন কিছু দিয়েই পরিমাপ করা যাবে না। শুধু এটেন্ডি বললে ভুল হবে। এই ফোরামের কল্যাণে দেশি বিদেশী অনেকেই এই মিটাপ সম্পর্কে জানতে পেরেছে, বুঝতে পেরেছ এর ব্যাপকতা। আপনারা আপনাদের সর্বচ্চোটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। কোথাও কোন কিছু ঘাটতি রাখেন নাই। এই কারনেই এই মিটাপটা এতো বেশি আলোড়ন তুলতে পেরেছে। আমার মনে হয় গুগল অফিসেও এই মিটাপের সাফলতা আর ব্যাপকতা নিয়ে কথা হচ্ছে। এই সব কিছুই হচ্ছে কোর টিমের আন্তরিক চেষ্টার ফল। আশা করি আগামী মিটাপ এর চেয়ে জোড়ালো এবং জমকালো হবে। আমার বিশ্বাস সেটা শুধু এই টিম দ্বারাই সম্ভব।

লেখা, ছবি, উপস্থাপনা সবকিছুই অনেক অনেক সুন্দর হয়েছে। এক কথায় ফাটাফাটি। সবাই মনে রাখবে আপনাকে আগামী মিটাপের আগ পর্যন্ত। সুন্দর পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী মিটাপ পর্যন্ত সুস্থ থাকুন এই কামনা রইল।

20 Likes

অনেক ধন্যবাদ @RafsanRana এত চমৎকার লিখেছেন, আপনার উপস্থাপনার মতোই আপনার লেখা পড়ে মুগ্ধ হয়েছি। কানেক্ট লাইভ এর পরে সবচেয়ে বড় সফল মিট-আপ আয়োজনে, আয়োজক টিমের সাথে থাকতে পেরে আমি ধন্য। আপনার লিখায় কিছু চমক, একটু ভিন্নতা খুঁজে পাই তাই পোষ্টের অপেক্ষায় থাকি,

এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার খুব ভালো লেগেছে। পরের পোষ্টের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।

27 Likes

ভালো বলেছেন @RafsanRana ভাইয়া

অনুপ্রেরণা পাই আপনাদের থেকে।

হয়ত একদিন ই দেখেছি আপনাকে সেদিন।

কিন্তু এখন মনে হচ্ছে কত পরিচিত আপনি!!

সত্যি বলতে কি এটাই মনে হয় লোকাল গাইড ফোরামের সার্থকতা।কোনোদিন দেখা হয়নি।কথা হয়নি,হুট করে একদিন দু চার মিনিট কথা বলেই এত আপন ভাবা যেতে পারে কাউকে তা কিভাবে সম্ভব আমার বোধগম্য হচ্ছেনা।।

তবে সত্যি সত্যি ভিতর থেকে অদ্ভুত একটা টান আসছে।শ্রদ্ধাবোধ বাড়ছে শুধু।আর সাথে ভালোবাসা।

দোয়া করবেন ভাইজান।যেনও আপনাদের হাত ধরে এগিয়ে যেতে পারি কানেক্ট ফোরামে। :heart_eyes: :heart_eyes:

16 Likes

আপনার উপস্থাপনা সুন্দর ছিলো, @RafsanRana

14 Likes

ভাগ্যবান এই মিটাপে অংশগ্রহণ করতে পেরে। বাই দা রাস্তা, সবাই আপ্নাকে চাচা বলে কেন? @RafsanRana @

10 Likes

@RafsanRana অসাধারণ উপস্থাপনা আর কথার জাদু দিয়ে পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত রাখার পুরো কৃতিত্বই আপনার। মঞ্চে দাঁড়িয়ে এত সাবলীলভাবে কিভাবে বলেন সেটাই ভাবি সব সময়। আহা! আপনার মত কিছুটাও যদি পারতাম

লেখার কথা আর নাইবা বলি। একটু অন্যরকম ফ্লেভার দিয়ে দারুণ লিখেছেন। লেখায় ভিন্নতা না থাকলে আসলেই একঘেয়েমি লাগে পড়তে। এইটাতেও আপনি বেশ ভালভাবেই পাশ করে গিয়েছেন হা হা হা। আপনি তো অলরাউন্ডার দেখছি।

আর কোন কোন বিষয়ে আপনার পারদর্শিতা আছে জানতে ইচ্ছে করছে।

অসংখ্য ধন্যবাদ আমাকে মেনশন করার জন্য যদিও অন্যরা যে পরিশ্রম করেছে তার সিকি ভাগও আমি করিনি। তাই একটু লজ্জাই লাগছে আমাকে মেনশন করেছেন বলে।

16 Likes

উপস্থাপনার মানুষগুলোর লেখার মধ্যে একটা অন্য রকম বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য গুণে পোস্টটিও একদিন ট্রেন্ডিং হয়ে যাবে ইনশাআল্লাহ।

সব মিলিয়ে চমৎকার লেখনি ছিল।

ধন্যবাদ রানা ভাইয়া @RafsanRana

???

30 Likes

রানা ভাই, আপনার সাথে চলে বুঝতে পেরেছিলাম, আপনি সবার থেকে আলাদা। আপনার এই পোস্টটা আবারো প্রমাণ করলো।

13 Likes

How much local guide attend the meet -up more then 186 --is there any meet -up like this over the world. Please mention us we will be glade to know .

8 Likes

@RafsanRana জোশ লিখছেন ভাই। ভালবাসা অবিরাম :heart:

12 Likes

@RafsanRana সবার লেখা থেকে আপনার লেখায় একটা আলাদা ঘ্রাণ পেলাম। বাংলাদেশ লোকাল গাইডস মানে রেকর্ডের ঝুলি। পুরো ওয়াল্ড এর মধ্যে আমরা অনেকগুলো রেকর্ডের মালিক।।

মানব লোকাল গাইড লোগো, সর্বোচ্চসংখ্যক লোকাল গাইডস নিয়ে মিটআপ, সর্বোচ্চ মিটআপ ইত্যাদি।

10 Likes

@RafsanRana

আমার প্রিয় উপস্থাপক।

কোন কিছু খুভ ভালো হলে আমি বলি কোপ হইছে তাই এখানেও বলতে ইচ্ছে করছে কোপায় দিছেন।

চমৎকার উপস্থাপনার জন্য ধন্যবাদ

9 Likes

@RafsanRana ভাই, আপনি যেমন চমৎকার ভাবে মিটাপে সঞ্চালনা করেছিলেন, ঠিক তেমনি চমৎকার ভাবে পোস্টটি লিখেছেন।অল্প কথায় তথ্যপূর্ণ ভাবে তুলে ধরেছেন বাংলাদেশ লোকাল গাইডের পরিচয়।

9 Likes

@RafsanRana ভালো গল্প গুলো এক একজনের মুখ থেকে শুনতে ভালো লাগে। তাই যতবার বলে ততবার ই শুনি ততবার ই পড়ি ততবার ই দেখি। আপনার প্রতিটা ক্ষেত্রে পদচারণা আসলেই মনমুগ্ধকর তা ক্রিকেট খেলার ফ্যান কিংবা পথ শিশুদের নিয়ে কার্যক্রম বা লোকাল গাইড এর অনুষ্ঠান সবগুলোই প্রশংসনীয়।

এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এই আমার কামনা

10 Likes

@RafsanRana চাচা আপনার উপস্থাপনা সবসময় ভালো লাগে।

6 Likes

আপনি তো ভাই অলরাউন্ডার। অসাধারণ হয়েছে :heart_eyes:

5 Likes

হ্যালো @Ayeshashimu

আমি জাদুকর হতে আসিনি। আমি এসেছে তোমাদের সাথে দেশের জন্যে কাজ করতে। তোমরা থাকলে কাজটা আর সহজ হবে।

হ্যালো @MukulR

ভাই আপনাকে দেখে খুবই অনুপ্রাণিত হলাম। আপনার কাজ সত্যিই অসাধারণ। আপনার মত একজনকে পাশে পেলে আর ভালোভাবে কাজগুলো এগিয়ে নিতে পারবো।

8 Likes

hello @AbdusSattar bhai

আপনারা এভাবে পিছনে কাজ করেন যে আমাকে সামনের কাজ গুলো করতে কোন সমস্যাই হয়না।

হ্যালো @shahadat99

অনুপ্রেরণা তো আপনারাও। আপনাদের সামনে না পেলে আর এই কথা তো মুখ দিয়ে বের হত না।

7 Likes