On 29th November we Bangladesh Local Guides arranged an ‘Experience Sharing Meet-Up’ at United International University, Dhaka, Bangladesh. 186 Local Guides from All over Bangladesh join this meet-up. Now I share some photos which taken from the Air.
@SShuvo আমরা কয় জন যে তুলছিলাম ওইটা কই । ধন্যবাদ এত সুন্দর একটা জিনিষের বাবস্থা করার জন্য । তবে চিন্তা করলেই ভাল লাগে অনেক কিছু ই আছে যা আমাদের এদিকে শুরু হয় তার পর অনেকে কপি করে
@SShuvo wow !!!
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, চমৎকার কিছু ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।
দারুণ সব ছবি!
ধন্যবাদ @SShuvo ভাই❤
ছবি গুলো সবাইকে দেখানোর জন্য।
কোর টিমের ছবিটাতে আমি সহ বেশ কয়েকজন মিসিং, আমরা তখন খাবার বিতরণে চলে গেছিলাম খুব সম্ভবত।
@anazizullah ভাই,
কোর টিমের ছবিতে আমিও নাই। আসেন আমরা কষ্ট ভাগাভাগি করে নেই।
অসাধারণ ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য।
@SShuvo ছবিগুলো আসলেই অনেক সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী মিটাপে ১২৩তম মিটাপের দারুন একটা ভিডিও সেশন দেখা যাবে। আর অনেকেই অভিযোগ করছে তারা ছবিতে মিসিং। এদের এই অভিযোগের ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করা উচিত মিসিঙ্গের সঠিক কারণ খুঁজে বের করার জন্য ???
@AbdusSattar ভাই, আমিও আপনাদের দলে।
@SShuvo অসাধারণ সব ছবি! ভাবতেই ভাল লাগে আমিও ছিলাম সেখানে।
@MahabubMunna বাহ! আমরা তাহলে বিখ্যাত হয়ে গেছি। মানুষ আমাদের অনুকরণ করছে আজকাল। ভাবতেই কেমন ভাল লাগছে।
অনেক ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টের জন্য @AbdusSattar
আমারেও দেখি দেখা যায়! B2
@SShuvo thanks for sharing the nice pictures.
@SShuvo ছবিগুলো খুবই অসাধারণ হয়েছে। বেশ কয়েকটা ছবিতে আমি রয়েছি। ধন্যবাদ শেয়ার করার জন্য।
@SShuvo ধন্যবাদ ভাইয়া কানেক্ট আমাদের ১২৩ তম মিট আপ নিয়ে লেখার জন্য । অনেক সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ।
@AbdusSattar bhai & @LyricMitra apu আসেন আমরা অভাগারা আন্দোলনের ডাক দেই!
আগামী ঈদের পরে হরতাল! হরতাল! হরতাল!! হা হা
ভাই আপনারে দেখছি @Tanvir_Hasan
আপনার চোখ এক্কারে ১০০/১০০ @SShuvo
জ্বী @anazizullah ভাই চলেন। আগামী ইদের পরে আন্দোলন শুরু হবে। (কোন ইদ সেটা জানিয়ে দেব)
wow thats awesome brother @SShuvo
Thanks, brother for your comment @SabbirShawon
আমরা আমাদের দায়িত্ব অবহেলা করে এইটা করেছি
সমস্যা নাই প্লান আছে ব্যাপক একটা সবাইকে নিয়ে। @anazizullah