খাগড়াছড়ির মায়ুং কপাল (Mayung Kopal)

সুপ্রিয় বন্ধুগণ,

আশা করছি, আপনারা সবাই নিজ নিজ অবস্থানে ভাল আছেন এবং সুস্থভাবে জীবনযাপন করছেন।

আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার পেরাছরা ইউনিয়নের মায়ুং কপাল নামক স্থান সম্পর্কে।

মায়ুং কপালের বর্তমানের দৃশ্য

এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০৮ ফুট উচ্চতা একটি আকর্ষণীয় ভ্রমণ স্থান। এই মায়ুং কপাল পাহাড়টি মূলত খাগড়াছড়ির পেরাছড়া ইউনিয়নের মায়ুং কপাল পাড়ায় অবস্থিত। এই পাহাড়টি মূলত ত্রিপুরা অধ্যুষিত এলাকা। এই পাহাড়ের উপরে উঠতে হলে ৩০০ টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এই পাহাড়ের উপরে অনেক পাহাড়িদের গ্রাম থাকার কারণে খাড়া পথ দিয়ে যাতায়াতে সমস্যা হওয়ার কারণে ২০১৫ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই পাহাড়ের সিঁড়িটি নির্মাণ করে|

মায়ুং কপালের অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার উপজেলা সদরের পেরাছরা ইউনিয়নের “মায়ুং কপাল বা হাতি মুড়া” গ্রামে। স্বর্গের সিঁড়িটি চিত্র-বৈচিত্রে ঘেরা ২৬৯৯.৫৬ বর্গ কিলোমিটার আয়তনের খাগড়াছড়ি জেলার অনিন্দ্য সুন্দর মন জুড়ানো একটি ভ্রমণ কেন্দ্র।

মায়ুং কপালের আগের দৃশ্য

মায়ুং কপাল পাহাড় থেকে দৃশ্য

12 Likes

The second pic shows that anything is possible when you want to achieve something. This is creativity at its best. Is the steps in the first 1st picture an improvement of the 2nd one? @JackobChak

yes… first one is the development of the 2nd one

এই স্থানটি দেখতে খুবই সুন্দর। এখানে রাত্রিযাপন এবং খাওয়া কি কোন ব্যবস্থা আছে।

ধন্যবাদ

@JackobChak

1 Like

আপাতত এইখানে রাত্রিযাপন এবং খাওয়া ব্যবস্থা আছে নেই | আপনি খাগড়াছড়ি শহরের কোনো হোটেলে অবস্থান করে এইখানে দিনের আলো থাকতে থাকতে ঘুরে যেতে পারেন