সুপ্রিয় বন্ধুগণ,
আশা করছি, আপনারা সবাই নিজ নিজ অবস্থানে ভাল আছেন এবং সুস্থভাবে জীবনযাপন করছেন।
আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাতাই হাকর নামক স্থান সম্পর্কে।মাতাই হাকরটি বিশাল একটি জায়গা নিয়ে অবস্থিত এবং যার একটা অংশ আলুটিলা নাম পরিচিত। এটি খাগড়াছড়ির অন্যতম একটি পর্যটনকেন্দ্র।
মাতাই হাকর মূলত একটা পাহাড় এবং এটি খাগড়াছড়ি জেলা সদর থেকে ৮ কি.মি. পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। মাতাই হাকর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ হাজার ফুট উঁচু। এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত। পার্বত্য খাগড়াছড়ি শহরের প্রবেশপথ হচ্ছে মাতাই হাকর। মাতাই হাকর থেকে সম্পূর্ণ খাগড়াছড়ি শহরের দৃশ্য দেখা যায়। খাগড়াছড়ি শহরে প্রবেশের সময় মাতাই হাকরটি পরে |
মাতাই হাকরে যে পর্যটন কেন্দ্র অবস্থিত “আলুটিলা” সেটি খাগড়াছড়ি জেলার মধ্যে অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ভ্ৰমপিপাসুদের কাছে।
মাতাই হাকরে অবস্থিত আলুটিলা পর্যটনকেন্দ্র
মাতাই হাকরের ত্রিপুরী /ত্রিপুরা পরিবারের ঘরের দৃশ্য