Map Editing Meetup Daserhat Bazar in Lakshmipur.

হাই,

লোকাল গাইড বন্ধুরা,সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন।

আজ আমি, আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো।

বিষয় টি হলোঃ Map Editing.

গত মাসের মত এই মাসের শেষ দিন আমি একটি মিট আপ এর আয়োজন করতে যাচ্চি।

বিষয় টি হলোঃ Map Editing meetup.

ম্যাপের উন্নতি করার জন্য। এই বার আমি আমার পাশের এলাকার একটি বড় বাজার এ মিটআপ এর স্থান নির্ধারণ করছি। লক্ষ্মীপুর জেলার, সদর থানায়, দাসের হাট বাজার আয়োজন করা হয়েছে। আমি চাই নতুন নতুন স্থান গুলো ম্যাপের মধ্যে সংযুক্ত করতে,এবং ভুল ইনফরমেশন গুলো সংশোধন করে সঠিক ইনফরমেশন ম্যাপে যুক্ত করতে।

মিট আপের কার্যক্রম সমূহঃ

1.Map Editing

2. place add

3. Reviews

**4.**Google maps & Localguides Connectlive সম্পর্কে আলোচনা।

মিট আপের স্থান ও সময়ঃ

Date :31- March -2022.

Time: 03:30 pm - 05:30 pm

Location: Daserhat Bazar.Lakshmipur, Bangladesh.

Location : Daser Hat
https://maps.app.goo.gl/Bx15gbwEmLc543AU9

11 Likes

That’s a good idea. Our county maximum people give wrong info in google map.

1 Like

Thanks,

@AnupHowlader

for this I want everyone to edit the correct information on the map…