হাই বন্ধুরা,
গত মাসের মত, এই মাসের আয়োজন করবো Map Editing meetup.
এই মিটআপ টি লক্ষ্মীপুর জেলার, সদর থানায়, পূর্ব অঞ্চলের বসুর হাট বাজারে আয়োজন করা হয়েছে।
বাজার এলাকায় ম্যাপ এর অনেক উন্নতি হয়ে থাকে।
বসুরহাট বাজারে অনেক দোকান, ব্যাংক, বীমা অফিস, শপিংমল, ঔষধ এর দোকান, মুদি দোকান, দাখিল মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ আছে।
এই সব প্রতিষ্ঠান এর ইনফরমেশন অনেক ভুল দেওয়া আছে।
আমি ও আমার টিম আমরা সঠিক তথ্য দিয়ে ম্যাপ এর উন্নতি করবো।
আলোচনার বিষয়ঃ
1.গুগল ম্যাপ কি বা কাজ কি।
- নতুন স্থান ম্যাপে যুক্ত করা।
3.ভূল জায়গা সংশোধন করা।
4.গুগল ম্যাপে ছবি যুক্ত করা।
Meetup name: Map Editing meetup Basur Hat Bazar in Lakshmipur.
Date :17–06–2022.
Time: 03:30 pm - 05:30 pm
Location: Basur hat
https://maps.app.goo.gl/esfgNzW2GCxY1w7b8
Thanks
Md.Gazi Salauddin