হ্যালো প্রিয় লোকালগাইড বন্ধুগন আশা করি সবাই খুব ভালো আছেন। সম্প্রতি গুগল আমাকে মেইল করে জানিয়ে দিলো গুগল ম্যাপ্সে আমার যোগ করা ছবি গুলোর কত ভিউ হয়েছে কতজন মানুষ তা দেখেছে। মেইল পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত তাই ভাবলাম খুশীর মুহুর্ত গুলি আপনাদের সাথে শেয়ার করি।
সত্যি বলতে ছোট ছোট এই অর্জন গুলি মানুষকে উপক্রিত করে এমন কন্ট্রিবিউশান গুলি আমাকে খুব আনন্দ দেয়। যেহেতু এটি একটি ভলান্টিয়ার কার্যক্রম তাই স্বাভাবিক ভাবেই কোন প্রাপ্তির আশা নেই। তবে এটা সত্য যে কোন প্রাপ্তিই তার কাজকে অনেকাংশে উৎসাহিত করে থাকে।
আমি মোহাম্মদ বাংলাদেশের রাজধানী ঢাকার অদুরে এক গ্রামে বসবাস। গুগল ম্যাপে কন্ট্রিবিউশান এর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তবুও চেষ্টা করি নিজের জায়গা থেকে কোয়ালিটি কন্ট্রিবিউশান করার।
#Bdlg #localguidesbd #bangladeshlcalguide #googlemapscontribution #localguideconnect #letsguide