আস সালামুওয়ালাইকুম " সবাইকে পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা।
আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ লোকাল গাইড পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি মিটআপ সফলভাবে সম্পন্ন করেছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ লোকাল গাইডের ২৩৩ তম মিটআপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ।
শহরের গন্ডি পেরিয়ে উপজেলা লেভেলেও ম্যাপস কন্টিবিশন নিয়ে সচেতনতা তৈরি করার উদ্দ্যেশ্যই গফরগাঁওকে নিবাচন করা হয়েছে।
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির প্রতিটি মিটআপ এর উদ্দ্যেশ্যই হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি চর্চা এবং নতুন এবং পুরনো লোকাল গাইডদের নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে লোকাল গাইডিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। আশা করি এবারের মিটাপ ও পুর্বের মিটাপের মতই ফলপ্রসূ হবে ইন শা আল্লাহ।
Meetup Date 8 April/2024
Time 5:00 pm to 7:00 pm
Meetup location Beside Brahmaputra Nod, Gafargaon
Host Nasim M Joy
Google maps
https://maps.app.goo.gl/JrmUA1bWR7uBAjSA8
মিটআপ এর উপস্থিতি সবার আগ্রহ প্রকাশের মধ্যে দিয়ে জানিয়ে দেয়া হবে তবে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই একদিন আগেই কনফার্ম করবেন।
#Bdlg #Localguide #Localguidebd #Meetup232 #Localguid