Ashulia Model Town, Dattapara, Ashulia,Savar Upazila, Dhaka, Bangladesh
March 26, 2019 @ 15:00 (+06)
প্রিয় লোকাল গাইডস, আমাদের পরবর্তী মিট-আপ ‘Local Guides Course 101’ এই মিট-আপ টি অন্যসব মিট-আপ এর থেকে আলাদা তাই সকলের জ্ঞাতার্থে মিট-আপ এর বিস্তারিত নিন্মে তুলে ধরা হল- এই মিট-আপ এ আমরা যে বিষয় গুলো হাতে কলমে শিখাবো- - মিসিং লোকেশন যুক্ত করা - সুন্দর করে গুছিয়ে রিভিও লিখা - ম্যাপ এ ছবি যুক্ত করা ও বেসিক মোবাইল পিকচার এডিটিং - লোকাল গাইডস কানেক্টে পোস্ট দেওয়ার নিয়মাবলি ও - সুন্দর করে গোছানো মিট-আপ আয়োজনের পদ্ধতি সমূহ যেহেতু আমরা একটি ইউনিভার্সিটির একটি ল্যাব ইউজ করার পারমিশন পেয়েছি, তাই আমাদের এবারের মিট-আপ এর আসন সংখ্যা সীমিত। এ মিট-আপটিতে ৩০ জনকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে যেহেতু হাতে কলমে শেখানো হবে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুনদের অগ্রাধিকার দেওয়ার। তবে পুরাতনদের হতাশ হবার কিছু নেই, তাদের জন্য কিছু সংখ্যক সিটের ব্যবস্থা তো থাকবেই। যেহেতু আমাদের কোনো ফান্ড গুগোল দেয়না সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিতে মিট-আপ গুলো করে থাকি (হিজ হিজ হুজ হুজ) সে পদ্ধতিতেই এ মিট-আপটিও হবে। খরচ: ১৫০ টাকা (বিকালের নাস্তা ও মিট-আপ আয়োজনের আনুসাঙ্গিক খরচ সহ) আগামী ২৩ তারিখ কনফারমেশন মেইলের মাধ্যমে যারা সিলেক্টেড হবেন তাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যে জিনিষ গুলো সাথে আনতে হবে তা মেইলে দেওয়া থাকবে। বিদ্রঃ কনফারমেশন মেইল ব্যতীত অন্য কাউকে মিট-আপ ভেনুতে প্রবেশের অনুমতি দেয়া সম্ভব হবেনা।
@JanVanHaver In there people are not much familiar with podcast. And Bangladesh local guides always focus on Bangladeshi people. hope next time. Thanks
@SaifIS ভাই, হোস্ট ক্রিয়েট করার সময় Daffodil International University, Bangladesh সিলেক্ট করেছিলাম, ওরা ঐটা অটো নিয়ে নিছে। এখন যদি এডিট করি ২ দিন লাগবে approve হতে। তাই আপাতত কিছু করার নাই, এভাবেই চালাতে হবে
আমি মেইলটা পেয়ে নিজেকে অনেক গর্ববোধ করেছিলাম।কিন্তু আমার র্দূভাগ্য যে গত 4 মার্চ আমার মা মারা যায় মায়ের মৃত্যু আমার বড় আপা সইতে না পেরে হার্ট অ্যাটাক করে সেও 30 মিনিটের মধ্যে মারা যায়।তাই আগামীকাল আমরা ভাই বোন একত্রিত হয়ে কবর জিয়ারত করব।তাই আমি এটেন্ড করতে পারব না দয়া করে আমার স্হলে নতুন অন্য কাউকে নেন যাতে উপকার হয়।