A screenshot of the first welcome post in Connect by Mara chomesky PC: TraciC
আমি পূর্বে লিখা Series গুলোতে যথাক্রমে বর্ণনা করেছি Review, Community, Community moderator , Meetup নিয়ে এবার আমি লিখব Local Guides Connect নিয়ে ।
চলুন ছবি আর লেখা পড়ে জেনে নেই ক্যামন ছিল আগের local guides connect site এর ডিজাইন
Local Guides Program যখন Google Plus থেকে সরে Local Guides Connect Forum এ আসলে এখানে আমার কাছে মনে হল আরো সুসজ্জিত ভাবে কার্যক্রম তুলে ধরে এবং যোগাযোগ আরো সহজ হয় । আগ্রহী এবং অভিজ্ঞ লোকাল গাইডদের পদচারনায় মুখর হয় এই সাইট ।
যদিও ইহা এখন ও মোবাইল দিয়ে খুব ভালো ভাবে ব্যাবহার করা যায় না তার উপর এশিয়া অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ ভারতে বেশ সময় লাগে সাইট লোড হতে ।
Local Guides archive Series
- Local Guides archive Series 1 : [ Review ]
- Local Guides archive Series 2 : [ Community Official & Unofficial ]
- Local Guides archive Series 3 : [ Community Moderator and Hangout ]
- Local Guides archive Series 4 : Meetup[Apply-Publish-Feedback ]
- Local Guides archive Series 5 : Connect 1.0 & 2.0
- Local Guides archive Series 6: Exclusive Badge
আমার লেখা Local Guides Connect Tutorial
- কানেক্ট থেকে জানি কানেক্টের ব্যাবহার Local Guides Connect A -Z
- Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি
চলুন দেখি লেখা আর ছবিতে ক্যামন ছিল আগের কানেক্ট ফোরাম
A beta taster Invitation email
Local Guides Connect প্রথমে সকলের জন্য উন্মুক্ত ছিল না 74 লোকাল গাইড প্রথম ধাপে বেটা টেস্টিং এর সুযোগ পায় আমি তাদের মাঝে সৌভাগ্যবান একজন ।
Local Guides Connect Beta Badge [ 2016-2018 ]
প্রথম দিকে বেটা ব্যাজ দেখতে উপরের ছবির মত ছিল যদিও পড়ে ডিজাইনে পরিবর্তন করা হয়েছে ।
Local Guides Connect beta badge [ 2018 - present ]
Connect 1.0 Fetures [ 2016-2018 ]
Invitation email for all join Connect forum
July 15 তারিখে সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই ফোরাম তখন newslatter Email এ এমন একটি ছবি যুক্ত করে দেয়া হয়েছিল
Local Guides Connect Site এর প্রথম User Interface ছিল এই রকম সুরুতেই থাকত Fetured post আর ডানে Announcment / Old Fetured post
Badge আর Join Date সহ আমার প্রথম প্রোফাইল
কোন পোস্ট লিখার জন্য সাইটে উপরে ছিল Start A Discussion এ ক্লিক করে লিখা যেত সেখান থেকে Category সিলেক্ট করে পোস্ট করা যেত ।
Start A discusson এ ক্লিক করলে ঠিক এই রকম একটি পেইজ আসত
পূর্বে যে সকল ক্যাটাগরিতে পোস্ট করা যেত তার একটি স্ক্রিন শর্ট
Top Kudos Authors এ আমি 2016 সালে ১ম ছিলাম না পড়ে সাইট থেকে তুলে দেয়া হয়েছে
2018 সালের শুরুর দিকে Kudos পাওয়ার দিক থেকে আমি ছিলাম 8th
প্রথমে Trending বলে কিছু ছিল না কোন পোস্ট টিম এর ভাল লাগলে Fetured করে পিন পোস্ট করে রাখত যা ছিল আমার কাছে পরম পাওয়া
Connect 2.0 [ Septembar 2018 - Present ]
Home page View বর্তমানে এরকম দেখায় যেখানে অনেক Post Category বাদ দেয়া হয়েছে
Announcement নামে সাইটেই শুরুতে Local Guides টিম এর সকল ঘোষণা দেখানো হয়
Trending নামে একটি অপশন যুক্ত হয়েছে যেখানে সব চেয়ে বেশি Kusod পাওয়া প্রথম 4 টি পোস্ট নির্দিষ্ট সময়ের জন্য এখানে প্রদর্শন করা হয়
Post লিখার জন্য যে পপ আপ আসে তার বর্তমান User interface
Profile page User interface
2020 সালে আশা নতুন আপডেট এর নোটিফিকেসন