Being a Google Local Guides in the USA & Bangla meetup এর তথ্য শেয়ার করেছে Google Local Guides এর অফিশিয়াল পেইজ থেকে
maps.google.com/localguides/meetup/ এই সাইটে গেলে এমন দেখা যেত Meetup সেকশন তা 2020 সাল থেকে আর নেই
Local Guides archive Series
- Local Guides archive Series 1 : [ Review ]
- Local Guides archive Series 2 : [ Community Official & Unofficial ]
- Local Guides archive Series 3 : [ Community Moderator and Hangout ]
- Local Guides archive Series 4 : Meetup[Apply-Publish-Feedback ]
- Local Guides archive Series 5 : Connect 1.0 & 2.0
- Local Guides archive Series 6: Exclusive Badge
আমি পূর্বের সিরিজগুলোতে যথাক্রমে বর্ণনা করেছি Review, Community, Community moderator নিয়ে এবার আমি লিখব Meetup নিয়ে ।
কমিউনিটির মূলমন্ত্র হচ্ছে রিভিউ লেখা আর এগুলো শেখানোর জন্য প্রয়োজন কমিউনিটি, সেই কমিউনিটি পরিচালনা করার জন্য প্রয়োজন মডারেটর আর সেই কমিউনিটিকে আরো প্রাণ উজ্বল করে রাখার জন্য দরকার Meetup . এতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায় এবং জ্ঞানের আদান-প্রদান ঘটে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরো ভালো কিছু করা সম্ভব হয়।
Year : 2014-2015
একটি ডেস্কটপ স্ক্রিন শর্ট যেখানে মাসিক ক্যালেন্ডারে বাংলাদেশ লোকাল গাইডের একটি মাসিক আনঅফিসিয়াল মিট আপের সারসংক্ষেপ দেখা যাচ্ছে
কমিউনিটির শুরুর দিকে Meetup apply করতে হতো Email কিংবা Google plus গ্রুপের মাধ্যমে এবং তা পরবর্তীতে Google plus এর Events এ দেখা যেত পাশাপাশি লোকাল গাইড এর শেয়ার করা একটি ক্যালেন্ডারে যুক্ত করা হতো Approve হলে।
Year : 2016-2017
একটি গুগল কালেন্ডারের ছবি যেখানে অনেক গুলো মিট আপের তারিখ ও তালিকা রয়েছে
2017 সালের দিকে https://maps.google.com/localguides/event/meet-up এই ঠিকানায় গেলে approve করা মিট আপ গুলো দেখা যেত পাশাপাশি ফর্ম ছিল যেখান থেকে apply করা যেত উপরে তার ই একটি স্ক্রিন শর্ট যুক্ত করা হল ।
Googler @TraciC তৎকালীন সময় Google Plus এ শেয়ার করেছেন আমাদের মিট আপ সংক্রান্ত একটি পোস্ট
এছাড়া কেউ কোনো ভিন্নধর্মী কিংবা গঠনমূলক মিট-আপ আয়োজন করলে সেটি শেয়ার করা হতো অফিশিয়াল পেজ থেকে।
আমরাই প্রথম আয়োজন করি 2016 সালে Virtual Meetup series যার একটি স্ক্রিন শর্ট যুক্ত করা হল
Year : 2017-2020
October 21, 2020 এর আগ পর্যন্ত চালু ছিল এই সাইত যেখানে Meetup আবেদন এবং আগে পাশে কোথায় হচ্ছে দেখা যেত
Year : 2020 - present
সর্বশেষ বর্তমানে কানেক্ট ফোরামে মিট আপ আবেদন করা যায় তার একটি স্ক্রিন শর্ট
বর্তমানে মিট আপ approve হলে পড়ে যে রকম দেখা যায়
Approve হলে এখন এমন ম্যাসেজ আসে Local Guides Connect এর Meetups সেকশনে
চলুন দেখি আগের কিছু ছবি
2015-16 সালের দিকে মিট আপ আয়োজন করলে এই রকম ইমেইল করে নির্দেশনা দেয়া হত ।
Bangladesh Local Guides এর 50th meetup শেষ হওয়ার পর জানতে চাওয়া কিছু তথ্য যার উপর ভিত্তি করে Googler Jesi একটি কানেক্ট পোস্ট করেছিল
পূর্বের কানেক্ট ভার্শনে শুধু মাত্র Fetured অপশন ছিল সেখানে ফিচারড হওয়া আমার একটি পোস্ট
2020 সালে meetup Host আমন্ত্রিত দের ৩ টি Announcement দিতে পারত নানা রকম আপডেট
Meetup promotion সংক্রান্ত একটি মাসিক নিউজলেটার ইমেইল
Accesibility নিয়ে মিট আপ করার জন্য উৎসাহ প্রদান করে একটি নিউজ লেটার ইমেইল
Meetup Submit করলে Host এই ধরনের একটি Auto-generated email পেত
Meetup Submit করলে Host এই ধরনের একটি Auto-generated email পেত
Meetup Approve হলে Host এই রকম একটি email পেত
Meetup শুরু হবার এক দিন আগে টিপস সহ এই ধরনের Email দিত
Meetup সম্পন্ন হলে এই রকম একটি ইমেইল করে Host থেকে Feedback নেয়া হত