Local Guides Community নিয়ে আমি যে সিরিজ লিখছি তার প্রথম টি ছিল Review নিয়ে লেখা
Local Guides archive Series
- Local Guides archive Series 1 : [ Review ]
- Local Guides archive Series 2 : [ Community Official & Unofficial ]
- Local Guides archive Series 3 : [ Community Moderator and Hangout ]
- Local Guides archive Series 4 : Meetup[Apply-Publish-Feedback ]
- Local Guides archive Series 5 : Connect 1.0 & 2.0
- Local Guides archive Series 6: Exclusive Badge
এছাড়া অনেক আগের লেখা ২ টি পোস্ট আছে চাইলে দেখে আসতে পারেন
Review লেখার পর যে ব্যাপার টা মাথায় আসে আসলে এই যে কাজ করি কোথায় আলোচনা হয় । অবশ্যই এই আলোচনার জন্য কোন স্থান আছে যা ছিল Google Plus Community সেকশনে Level 3 + হলে ই Email কিংবা @TraciC ইনভাইট দিত যুক্ত হতে ।
2015 সাল পর্যন্ত Official Community যতটুকু মনে পড়ে 17 টি পড়ে তা 23 টি হয় এবং 1st Unofficial Community হিসেবে যুক্ত হয় Bangladesh Local Guides .
আমাদের কে যুক্ত করার জন্য Traci ছাড়াও শ্রদ্ধার সাথে স্মরণ করি Corrie Davidson . Christina collada , Tara monsfield , Ketie Glass সহ আরো অনেক প্রাক্তন গুগল অফিসারদের ।
Google Plus বন্ধ হবার পূর্বে বাংলাদেশ লোকাল গাইডের Google Plus গ্রুপের একটি স্ক্রিন শর্ট
Official & Unofficial Community Map
My maps link: Google Local Guides: Official & Unofficial Communities
My Maps এর একটি স্ক্রিন শর্ট এ দেখা যাচ্ছে Official Community অবস্থান এবং নাম গুলো
Local Guides প্রকাশিত তৎকালীন Unoffical Community List এ বাংলাদেশ লোকাল গাইড এর নাম এবং ম্যাপ অবস্থান সাথে কমিউনিটি Google Plus link
Google Plus বন্ধ হবার আগ পর্যন্ত এর ব্যাবহার ছিল প্রচুর সেখানে অনেক দেশের লোকাল গাইড গন Community খুলে আমন্ত্রন তির তার একটি স্ক্রিন শর্ট নিচে দেয়া হল
Email Update এ Bangladesh Local Guides করেছে তা নিয়ে নিউজ লেটারের একটি অংশ
Bangladesh Welcomes Local Guides শিরোনামে দেয়া হয়েছিল News letter Email
Google Plus Community section এর একটি স্ক্রিন শর্ট যেখানে দেখা যাচ্ছে Community Join Invitation Pending অবস্থায় রয়েছে এবং নিচে ২/৩ টি কমিউনিটির নাম দেখা যাচ্ছে ।
Community Challange
তখন পর পর 2015 এবং 2016 সালে আয়োজন করা হয়েছিল Community Challange যেখানে 2015 সালে বাংলাদেশ সেরা 10 এ ছিল ।
Community Challange Accept করার পর একটি ইমেইল স্ক্রিন শর্ট
Local Guides Community challenge top 10 chart
1st week এ বাংলাদেশের অবস্থান ছিল নবম স্থানে যা পড়ে ৬ষ্ঠ থানে যায়
Community Challange win Officail Pary in 2015
Community Moderator
তখন কোন কমিউনিটি খোলা হলে 50 জনের অধিক মেম্বার হলে Unofficial Community হিসেবে আত্ত প্রকাশের জন্য আবেদন করতে হত । আবেদন গ্রহণ করলে কমিউনিটি মডারেটর ট্রেইনিং দেয়া হত । এই বিষয়ে বিস্তারিত লিখব পরের পড়বে তবে ২/৩ টা ছবি শেয়ার করি এখানে
Community Moderator Training এর জন্য Hangout এর একটি আমন্ত্রন এর স্ক্রিনশরট
Community Moderator Badge
Community Moderator Gift after complete Training Session
My next episode about " Community Moderator "