Local Guides archive Series 2 : [ Community Official & Unofficial ]

Local Guides Community নিয়ে আমি যে সিরিজ লিখছি তার প্রথম টি ছিল Review নিয়ে লেখা

Local Guides archive Series

এছাড়া অনেক আগের লেখা ২ টি পোস্ট আছে চাইলে দেখে আসতে পারেন

Review লেখার পর যে ব্যাপার টা মাথায় আসে আসলে এই যে কাজ করি কোথায় আলোচনা হয় । অবশ্যই এই আলোচনার জন্য কোন স্থান আছে যা ছিল Google Plus Community সেকশনে Level 3 + হলে ই Email কিংবা @TraciC ইনভাইট দিত যুক্ত হতে ।

2015 সাল পর্যন্ত Official Community যতটুকু মনে পড়ে 17 টি পড়ে তা 23 টি হয় এবং 1st Unofficial Community হিসেবে যুক্ত হয় Bangladesh Local Guides .

আমাদের কে যুক্ত করার জন্য Traci ছাড়াও শ্রদ্ধার সাথে স্মরণ করি Corrie Davidson . Christina collada , Tara monsfield , Ketie Glass সহ আরো অনেক প্রাক্তন গুগল অফিসারদের ।

Google Plus বন্ধ হবার পূর্বে বাংলাদেশ লোকাল গাইডের Google Plus গ্রুপের একটি স্ক্রিন শর্ট

Official & Unofficial Community Map

My maps link: Google Local Guides: Official & Unofficial Communities

My Maps এর একটি স্ক্রিন শর্ট এ দেখা যাচ্ছে Official Community অবস্থান এবং নাম গুলো

Local Guides প্রকাশিত তৎকালীন Unoffical Community List এ বাংলাদেশ লোকাল গাইড এর নাম এবং ম্যাপ অবস্থান সাথে কমিউনিটি Google Plus link

Google Plus বন্ধ হবার আগ পর্যন্ত এর ব্যাবহার ছিল প্রচুর সেখানে অনেক দেশের লোকাল গাইড গন Community খুলে আমন্ত্রন তির তার একটি স্ক্রিন শর্ট নিচে দেয়া হল

Email Update এ Bangladesh Local Guides করেছে তা নিয়ে নিউজ লেটারের একটি অংশ

Bangladesh Welcomes Local Guides শিরোনামে দেয়া হয়েছিল News letter Email

Google Plus Community section এর একটি স্ক্রিন শর্ট যেখানে দেখা যাচ্ছে Community Join Invitation Pending অবস্থায় রয়েছে এবং নিচে ২/৩ টি কমিউনিটির নাম দেখা যাচ্ছে ।

Community Challange

তখন পর পর 2015 এবং 2016 সালে আয়োজন করা হয়েছিল Community Challange যেখানে 2015 সালে বাংলাদেশ সেরা 10 এ ছিল ।

Community Challange Accept করার পর একটি ইমেইল স্ক্রিন শর্ট

Local Guides Community challenge top 10 chart

1st week এ বাংলাদেশের অবস্থান ছিল নবম স্থানে যা পড়ে ৬ষ্ঠ থানে যায়

Community Challange win Officail Pary in 2015

Community Moderator

তখন কোন কমিউনিটি খোলা হলে 50 জনের অধিক মেম্বার হলে Unofficial Community হিসেবে আত্ত প্রকাশের জন্য আবেদন করতে হত । আবেদন গ্রহণ করলে কমিউনিটি মডারেটর ট্রেইনিং দেয়া হত । এই বিষয়ে বিস্তারিত লিখব পরের পড়বে তবে ২/৩ টা ছবি শেয়ার করি এখানে

Community Moderator Training এর জন্য Hangout এর একটি আমন্ত্রন এর স্ক্রিনশরট

Community Moderator Badge

Community Moderator Gift after complete Training Session

My next episode about " Community Moderator "

63 Likes

বাহ অনেক অজানা তথ্য জানতে পারলাম। আপনার এই পোস্ট ছাড়া হয়তো অজানাই থেকে যেত। আগামী পর্বে নিশ্চয়ই আরো অনেক কিছু জানতে পারবো।

এত কিছু সংগ্রহ করে রাখাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। কমিউনিটির এতদুর পর্যন্ত আসার পিছনে গল্পটা আমরা নতুন যারা অনেকেই জানি না যার জন্য হয়তো সেভাবে মূল্যায়নও করি না।

@MahabubMunna অসাধারণ এই পোষ্টের মাধ্যমে অজানা সব তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

6 Likes

@DeniGu maybe you like this :slightly_smiling_face:

9 Likes

History is very important of anything. It’s the source of creativity and power. We must know and preserve the original history of local guide community for the long run in future. Thanks a lot for sharing @MahabubMunna

5 Likes

@MahabubMunna

Really glad to for sharing lots of information and given us opportunity to update ourselves on local guide community.

6 Likes

@MahabubMunna সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। এই কমিউনিটিতে আপনার অবদান সবসময় গুরুত্বপূর্ণ। ম্যাপ মেকার, গুগল প্লাস এগুলো এখন শুধুই অতীত।

2 Likes

@SunMoon @SirajulAzad @TrulyBappy @AbdusSattar আপনাদের কে ধন্যবাদ মূল্যবান অনুভুতি ও মত প্রকাশ করার জন্য

4 Likes

Wow, @MahabubMunna ! You kept so many screenshots! This is super cool!

4 Likes

:slightly_smiling_face: :heart: Thanks a lot for your comment @TraciC . I decided right about local guide program total six archive post already done two and four more post on the way.

4 Likes

I absolutely love this, @MahabubMunna ! Seeing how the Bangladesh community was formed and how the Local Guides program has changed over the years is super exciting. I wonder what else you have in store for us. :blush:

By the way, I noticed that your email address is visible in one of the screenshots. Can you please blur it out? You know we respect everyone’s privacy here. Thank you!

3 Likes

@DeniGu Thanks for taking a look at the post and Inform me a problem in there. It seemed to me subconsciously that I was quickly correcting that screenshot.

3 Likes

@MahabubMunna অনেক কিছু জানতে পারলাম ভাই। ধব্যবাদ পোস্টটির জন্য।

2 Likes

অনেক ভালো লাগলো পোস্টটা পড়ে।