Local Guides 101 meetup Banner Design by Bishnu Modhu
প্রিয় বাংলা ভাষাভাষী লোকাল গাইড সদস্য বৃন্দ
আমরা যারা লোকাল গাইড কার্যক্রমের সাথে জড়িত অনেকেই অনেক কিছু সঠিকভাবে কন্ট্রিবিউশন করতে পারছি না , গুগল ম্যাপের একটি নোটিফিকেশনের মাধ্যমে ছবি আপলোড করেছিলাম তারপরে হয়তোবা লোকাল গাইড কার্যক্রম শুরু হয় ।
অনেকের এবং নানা রকম ভুল ভ্রান্তি থেকে যায় , ভুল করা কোন দোষের কিছু নয় । আমাদের দৈনন্দিন কন্ট্রিবিউশনের সময় যে ভুলগুলো হয় সেগুলো শুধরে দেয়ার জন্য বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ থেকে আবারও আয়োজন করা হয়েছে Local Gudes 101 V:2 ।
Virtual Meetup টিতে আলোচনা করা হবে বাংলা ভাষায় লোকাল গাইডের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে যাতে আপনারা আরো সুন্দর ও হেল্পফুল রিভিউ লিখতে পারে। স্থানীয় ম্যাপ এডিটিং এ শক্তিশালী ভূমিকা রাখতে পারেন ।
ধন্যবাদ @MahabubMunna মিটাপ এর আয়োজন করার জন্য। আমি এখন পর্যন্ত কোনো মিটাপে জয়েন হতে পারিনি ইনশাআল্লাহ এবার আমি মিটাপে জয়েন হবো।মিটাপ সফল হোক দোয়া রইলো।
Yayyyy…finally I hope I will be able to join you. I am guessing 9 PM is Bangladesh time, that means its 9 AM for me. I will be at work, but I will manage some time off to join you. Insha’Allah. All the best for the meetup @MahabubMunna . Hope to see you in exactly 12 hours.