Local Flower Bangladesh

বাংলাদেশ বর্তমানে বর্ষাকাল চলছে। আর এই সময় বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। তারই মধ্যে আমি আজকে কিছু ফুল এর ছবি সংগ্রহ করেছি।

রঙ্গন ফুল: রঙ্গন বাংলাদেশের একটি খুবই সুপরিচিত ফুল। যা বাংলাদেশের সর্বত্রই দেখা যায়। এই ফুলের বৈজ্ঞানিক নাম- Lxora Coccinea

  1. জবা ফুলঃ এটি বাংলাদেশের কবি সুপরিচিত একটি ফুল গ্রামগঞ্জে প্রতিটি বাড়িতে এই ফুল দেখা যায়।এই ফুলের অনেক কালার হয়ে থাকে। যেমন ,লাল, সাদা,কালো,হালকা লাল, গাড়ো লাল।এই ফুলের ইংরেজি নাম: Hibiscus- rosa sinensis

  1. কলাবতী ফুলঃ এটি বাংলাদেশের সর্ব তো দেখা যায়। খাল বিল নদী নালা এবং ছেলের পাসে এই ফুল দেখা যায়। এই ফুলের কয়েক রকমের কালার হয়ে থাকে এর ফুল বাগানের সৌন্দর্য বাড়ায়।এর ইংরেজি নাম : Connaindica.

এই সব ফুল আমাদের দেশে সব বাগানে দেখা যায়।

Thanks

Md.Gazi Salauddin

Bangladesh Local Guides

46 Likes

Thank you for sharing your post @GaziSalauddinbd ; Are these your favorite flowers? Do you have a garden in your house?

Posts with more content and good photos have a good chance to attract more attention. In 14 helpful tips for using Connect topic you’ll find some great tips.

1 Like

@VasT আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য।

4 Likes

flower in front of my office @GaziSalauddinbd

3 Likes