ছোট বেলা হতে আমি বই পড়তে ভালবাসি. বাবা আমাকে প্রতি সপ্তাহে অফিস থেকে ফিরার পথে একটি নতুন বই নিয়ে আসতে. শিশু হাসির গল্পের বই/জোকস বই/ গোয়ান্দা বই/ভৌতিক গল্পের বই পেলে আমি অনেক খুশি হতাম. একটি বই 2 দিনে আমি পড়ে শেষ করে নতুন আরেটা বইযের বায়না ধরতাম. এভাবে চলছিলো দিনগুলো. কোন এক ছুটির দিন বিকালের কথা. বাবা আমাকে নিয়ে নিকটস্থ দক্ষিন বনশ্রী -তে হাঁটতে বের হয়েছিলো হঠাৎ দেখতে পাই, অনেক বই সাজানে একটি গাড়ী. গাড়ীতে লিখা ভ্রাম্যমান লাইব্রেরী. গাড়ীটির পার্শ্বে বহু মানুষ লাইনে দাড়িয়ে আছে. তখন আমরা জিগাসা করলাম কিসের লাইন. একজন বৃদ্ধপাঠক বল্লে এটা বই ভাড়া নেয়ার লাইন. সেই ভ্রাম্যামান লাইব্ররী পরিচালক সাথে আমরা সদস্য হবার তথ্য জানতে চাই.
তিনি বলেন, প্রথমে ভর্তি ফি 100/- টাকায় সদস্য কার্ডে দেযা হয়. প্রতিটি কার্ডে 7 দিনের জন্য 01টি বই ভাড়া বাবদ 2 টাকা নেয়া হবে. এ টাকা দিয়ে লাইব্ররী কর্তৃপক্ষ নতুন নতুন বই পাঠকদের জন্য সংগ্রহ করে থাকে.
ভ্রাম্যমান লাইব্রেরির গাড়ীর বাহির হতে দেখা যায় সাজানে বই গুলো. Mobile photography, Divice- OnePuls-T3-A300,
বিশ্বসাহিত্য কেন্দ্র “ভ্রাম্যমাণ লাইব্রেরী ”জন্মকথা:
সজীব পরিবেশ-জ্ঞান ও জীবনসংগ্রামের ভেতর দিয়ে মনুষ্যত্বে ও উন্নততর আনন্দে জেগে উঠার এক অবারিত পৃথিবী. আমাদের দেশে ভালো লাইব্রেরি ব্যবস্থা নেই বল্লে চলে. যা আছে তা আবার সাধারন মানুষের হাতের কাছে নাই। ভালো বই বাড়িতে নিয়ে পড়ার সুয়োগ পাঠকদের নাই। এ অবস্থায় চলতে থাকলে জ্ঞানের ভিত্তি কী করে মজবুত হবে? সেই আলোকে 1978 সালে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে মাত্র 15 জন সদস্য নিয়ে ভ্রাম্যমান লাইব্রেরীর যাত্রা শুরু করে। আজ তাদের 5 লক্ষের উপরে সদস্য. 07টি বিভিন্ন আকারে ভ্রাম্যমান লাইব্রেরী গাড়ী রয়েছে. 40টির ও বিভিন্ন স্থানে 5 জেলায় এ কার্য্যাক্রম পরিচালনা করে আসছে.
Hello @Mohammadalauddin vai , recently i think about this topic, and in the same time i find your post. Superb writing with details. In school , college and university time i also read many books. But in present time, its quiet tough to read a whole book .
Thanks brother, , for share this article with us .
If you have free time, you can view my Last post , I hope you like my post.
I’m afraid the future for physical books I set to expire soon. I have an entire wall with books in bookshelves. But reading books is a thing of the past in my life. I read a lot on screens though.
I saw my father read a lot of books. I learned from him how to have fun reading books. But enters the career. Now I don’t have time to read books like before. But I try to read when I have a little time. Time waits for no one.
কৃত্রিমতার যুগে বই পড়ার অভ্যাস যেন হারিয়ে যাচ্ছে। ছোটরাও বই এর চেয়ে মোবাইলে বেশি উৎসাহী। সেই অবস্থায় দাঁড়িয়ে এরকম হাজারো উদ্যোগ দরকার বই পড়ার সংস্কৃতি ও অভ্যাস বাঁচিয়ে রাখার।
আমাদের ও উচিত ছোট দের বই উপহার দেওয়া কোনো অনুষ্ঠানে। আমি কিছুটা শুরু করেছি, প্রথম দিকে বাচ্চা দের পছন্দ হত না, তবে এখন তারা অপেক্ষায় থাকে যে আমি তাদের বাড়ি গেলে কি বই নিয়ে যাবো।
এছাড়াও আমাদের কলকাতা শহরে ট্রামে করে ভ্রাম্যমাণ লাইব্রেরি হয়েছে। আপনি আসলে যাওয়া যাবে একসাথে।
I just loved the title it’s so very perfect… Indeed life is lifeless without books… Being an avid reader, I love books, and the stories that come with them… Great initiative of Mobile Library… Thank you so much for sharing this with us… I am pretty sure, it would have been an amazing experience visiting the books on wheels
@Mohammadalauddin I am not so much a book reader but the concept is brilliant. As @MortenCopenhagen said hard cover book (or books in general) will be a past thingy since everything is available on line now.