আপনি কি জানেন যে প্রতি ১৪ দিনে একটি ভাষা হারিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে?
প্রতিদিন লাখো লোক বেছে নিচ্ছে একটি ভিন্ন ভাষা যোগাযোগের মাধ্যম হিসাবে। একজন ইংরেজি ভাষাভাষী কথা বলছেন স্প্যানিশ ভাষায়, একজন বাংলা ভাষাভাষী কথা বলছে জার্মান ভাষায়, একজন আরবি ভাষাভাষী বেছে নিচ্ছেন ইংরেজি। এমনি করে ছড়িয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে একটি ভাষা অন্য ভাষার সাথে। UNESCO আশংকা করছে, সঠিক এবং জোড়ালো পদক্ষেপ না নিলে বর্তমান পৃথিবীর প্রায় ছয় হাজারেরও বেশি ভাষার প্রায় অর্ধেক হারিয়ে যাবে এই শতাব্দীর শেষে। একজন লোকাল গাইড হিসাবে আমরা পারি আমাদের ভাষাকে জীবিত রাখতে।
একটা ভাষা কিভাবে হারিয়ে যায় জানেন? ভাষা মরে যায় (dies) বা হারিয়ে যায় যখন সেই ভাষার সর্বশেষ ভাষাভাষীও মারা যায়। একজন দ্বিভাষিক (bilingual) যখন নিজের ভাষা ছাড়া অন্য ভাষার উপর দখল বাড়িয়ে দেয় এবং এক পর্যায়ে নিজের ভাষায় কথা বলা বন্ধ করে তখন তার মূল ভাষা হারাতে থাকে। এভাবেই আমরা নিজের অজান্তেই হারিয়ে ফেলছি আমাদের আদি ভাষা।
বাংলা ভাষার আদি ভাষা সংস্কৃত এখন মৃত। আক্কাডিয়ান (Akkadian), হিব্রূ (Hebrew), আরামিক (Aramic) এবং আরও অনেক প্রাচীন (ancient) ভাষা ইতিমধ্যে হারিয়ে গেছে। আমরা যদি এখনই কোনো পদক্ষেপ না নেই তাহলে একদিন হয়তো বাংলা ভাষাও হারিয়ে যাবে।
একবার ভেবে দেখুন, যে ভাষায় আমরা কথা বলি, গান গাই, ভালোবাসি, ঝগড়া করি, স্বপ্ন বুনি, মায়ের মুখে শোনা সেই ভাষা যদি আমাদের পরবর্তী প্রজন্মরা শুনতে না পায়, বলতে না পারে, তাহলে কতই না মর্মান্তিক হবে সেই দিন।
কিভাবে আমরা আমাদের ভাষাকে রক্ষা করতে পারি?
অনেকগুলো উপায় আছে। তবে প্রথম এবং প্রধান উপায় হবে আমাদের প্রজন্ম থেকে শুরু করে পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করা নিজের ভাষায় কথা বলার জন্য লেখার জন্য। তারা শেখাবে তাদের পরবর্তী প্রজন্মদের। এভাবে ভাষার ব্যবহার এবং এর গুরুত্ব বাঁচিয়ে রাখতে পারবে আমাদের ভাষাকে। একজন লোকাল গাইড হিসাবে আমাদের ক্ষুদ্র পদক্ষেপ হতে পারে গুগল ম্যাপ-এ বাংলা পর্যালোচনা (review) লেখার মাধ্যমে। আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের ভাষাকে বিশ্বময়, যা আমাদের পরবর্তী প্রজন্মকে বুঝতে শেখাবে ভাষার গুরুত্ব।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এইটি এমন একটি দিন যেদিন আমরা হারিয়েছিলাম আমাদের ভাইদের, যাঁরা প্রাণ দিয়েছিলো বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। ৫২ সালের সেই আত্মত্যাগকে সম্মান জানিয়ে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি জানিয়েছে। প্রতিবছর এইদিনটি উদযাপিত হয় বিশ্বব্যাপী। এবছর এই দিনের প্রতিপাদ্য হচ্ছে indigenous languages as a factor in development, peace and reconciliation (উন্নয়ন, শান্তি এবং সমন্বয়-এর গুণক হিসাবে আদিবাসী ভাষা). বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বরাবরের মতোই @MahabubMunna এর আইডিয়া-তে অনুপ্রাণিত হয়ে সবাইকে অনুরোধ করছি,আসুন এই দিনে ভাষা রক্ষার প্রথম পদক্ষেপ হিসাবে আমরা নিজের ভাষায় রিভিউ লেখা শুরু করি। বাংলা ভাষাকে হারিয়ে যাবার হাত থেকে রক্ষা করার জন্য আজ থেকেই শুরু হোক আমাদের প্রচেষ্টা। আসুন আমরা সবাই মিলে একসাথে গাই,
মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।