লাল মাটির উপর সবুজ ভালবাসার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আলোকবর্তিকাটির নাম “কুমিল্লা বিশ্ববিদ্যালয়”। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে ১০ কিমি পশ্চিমে সালমানপুর কোটবাড়িতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি। এটি বাংলাদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। যা ৫০ একর জমির উপর প্রতিষ্ঠিত। এটি বিশ্ববিদ্যালয় গ্রান্টস কমিশন দ্বারা অনুমোদিত। বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে ৭ টি বিভাগ দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ১৯ টি বিভাগ আছে। বিভাগগুলো হলো, গণিত, পদার্থবিদ্যা, পরিসংখ্যান, রসায়ন, ফার্মেসী, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোক প্রশাসন, নৃ-বিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রত্নতত্ত্ব, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম (এআইএস), মার্কেটিং, অর্থ ও ব্যাংকিং, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), আইন।
গত ২৯ মার্চ ২০১৯, শুক্রবার, বিকেল ৩ টায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছি একটি #PhotoWalk । এখানে নতুন-পুরনো লোকাল গাইডের নিয়ে কিভাবে গুগল ম্যাপে লোকাল গাইড হিসেবে ম্যাপে কাজ করতে হয় তার উপর আলোচনা করা হয়েছে। পুরনো দের কাছ থেকে নতুনদের মাঝে ম্যাপ এর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল।
@LyricMitra Dear Apu, It was not a meet up. I just tried to make a photo walk. Hope very soon I’ll host a meetup in Cumilla. Than I’ll invite all of you. Thanks for reading and commenting on my post. It’s really inspiring me. Proud to be a Local Guide.
@MahabubMunna আপনার কাছ থেকে সত্যি ভাই অনেক প্রেরণা পাই। বাংলাদেশ লোকাল গাইড আমাকে পথ চলার শক্তি দেয়। ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করবো না। একজন লোকাল গাইড হিসেবে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরতে পারলে নিজের অনেক শান্তি লাগে। ভালবাসার বাংলাদেশ, ভালবাসি বাংলাদেশ। আমিও সাথে আছি আপনাদের। শুভ কামনা আমার জন্য, শুভ কামনা আপনার জন্য, শুভ কামনা বাংলাদেশ লোকাল গাইডস এর জন্য।
@SaifIS It was not a meet up brother. I just tried to gather Cumilla local Guides. Hope soon There will be a meet up. Than I’ll invite all of you. Thank you for your comment. It’s really inspiring me lot.