আকাশের সাদা মেঘের পাল তুলে বিদায় নিচ্ছে শরৎকাল, দূরে ঐ নদীর ধারে কাশ ফুলের মেলা দেখে হয়তো কেটে যাচ্ছে অনেকের সন্ধ্যাবেলা। সন্ধ্যা হতেই শুনি ঢাকের আওয়াজ। তখন আর বুঝতে বাকি থাকেনা পূজা চলে এসেছে।
শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা। সনাতন ধর্মালম্বীরা সারা বছর অপেক্ষা করে এই ধর্মীয় উৎসবটি পালন করার জন্য। এবছর বাংলাদেশে প্রায় ৩১ হাজার ৫’শ পূজা মন্ডপে পুজো অনুষ্ঠিত হবে। তাই শুরু হয়ে গেছে পাড়ার পাড়ায় পূজোর প্যান্ডেল তৈরির কাজ। চলছে প্রতিযোগিতা, কে কার থেকে কত সুন্দর করে তৈরি করতে পারে পূজোর প্যান্ডেল! ষষ্ঠী থেকে নবমী সবাই ঘুরে বেড়ায় এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে দেবী দর্শন করতে।
প্রতি বছরের ন্যায় এবারও ‘বাংলাদেশ লোকাল গাইডস’ একটি ক্ষুদ্র সহায়তা করার চেষ্টা করবে আপনাদের পূজা মণ্ডপগুলো ঘুরে দেখার জন্য সাহায্য করতে। ‘বাংলাদেশ লোকাল গাইড’ চেষ্টা করবে লোকাল গাইড ভলান্টিয়ারদের মাধ্যমে দেশের সকল জায়গার সুন্দর সুন্দর মন্দির গুলোকে ‘Custom Map’ এ যুক্ত করতে। যাতে সকলের সুবিধা হয় ঘুরে ফিরে দেখতে তার আশেপাশের পূজা মণ্ডপগুলোকে।
আপনিও চাইলে এই পোষ্টের কমেন্টে জিপিএস লোকেশন/মন্দিরের ম্যাপ লোকেশন আর মন্ডপের নাম লিখে দিতে পারেন। ‘বাংলাদেশ লোকাল গাইডস’ চেষ্টা করবে সেগুলো যুক্ত করতে ‘Custom Map’ এ।
ধন্যবাদ দাদা এমন একটি কার্যক্রম শুরু করার জন্য। আশাকরি বাংলাদেশের যারা আছেন তারা সারা দিবেন এবং সবাইকে সুন্দর একটি কাস্টমার উপহার দেয়া সম্ভব হবে আমাদের সকলের পক্ষ থেকে @Designer_Biswajit
দাদা, এই মহৎ উদ্যোগটি গ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
দাদা, কাস্টম ম্যাপে দুর্গাপূজার মন্ডপসমূহের লোকেশন অন্তর্ক্তভুকারীদের যদি এই পরামর্শটা দিতেন যে, ম্যাপে ইতোমধ্যে অন্তর্ভুক্ত "দুর্গা পূজামন্ডপ/মন্দির নামীয় স্থায়ী মন্দিরে সাধারণত নিয়মিতভাবে প্রতিবছরই পূজা অনুষ্ঠিত হয়। তাহলে সকলেই তা কাস্টম ম্যাপে অন্তর্ভুক্ত করতে পারতেন।
সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সকল কাজই সফল হতে বাধ্য। আমরা বাংলাদেশ লোকাল গাইড এর সকল সদস্যরা মিলে এই উদ্যোগকেউ সফল করব আশাকরি। আমাকে সকল ধরনের সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাদেরকেও
সত্যই ভাই, এমন একটা উদ্যোগ নিতে পেরে আসলেই ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য! আশা করি আপনার নিকটস্থ পূজা মন্দির গুলোর লোকেশন আমাদের সাথে শেয়ার করবেন।