Lalakhal - A beauty of nature


মেঘালয় পর্বত শ্রেনীর সবচেয়ে পুর্বের অংশ জৈন্তিয়া হিলসের ঠিক নীচে পাহাড়, প্রাকৃতিক বন, চা বাগান ও নদীঘেরা একটি গ্রাম লালাখাল, সিলেট জেলার জৈন্তিয়াপুর উপজেলায়। জৈন্তিয়া হিলসের ভারতীয় অংশ থেকে মাইন্ডু ( Myntdu) নদী লালাখালের সীমান্তের কাছেই সারী নদী নামে প্রবেশ করেছে এবং ভাটির দিকে সারীঘাট পেরিয়ে গোয়াইন নদীর সাথে মিশেছে। লালাখাল থেকে সারীঘাট পর্যন্ত নদীর বারো কিমি পানির রঙ পান্না সবুজ- পুরো শীতকাল এবং অন্যান্য সময় বৃষ্টি না হলে এই রঙ থাকে। মুলতঃ জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারনেই এই নদীর পানির রঙ এরকম দেখায়।

কিভাবে যাবেনঃ
সিলেট জাফলং মহাসড়কে শহর থেকে প্রায় ৪২ কিমি দূরে সারীঘাট। সারীঘাট থেকে সাধারনতঃ নৌকা নিয়ে পর্যটকরা লালাখাল যান। স্থানীয় ইঞ্জিনচালিত নৌকায় একঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগে সারী নদীর উৎসমুখ পর্যন্ত যেতে। নদীর পানির পান্না সবুজ রঙ আর দুইপাশের পাহাড় সারির ছায়া- পর্যটকদের মুগ্ধ করে। উৎসমুখের কাছাকাছিই রয়েছে লালাখাল চা বাগান।
সরাসরি গাড়ী নিয়ে ও লালাখাল যাওয়া যায়। সারী ব্রীজ় পেরিয়ে একটু সামনেই রাস্তার মাঝখানে একটি পুরনো স্থাপনা।এটি ছিলো জৈন্তিয়া রাজ্যের রাজকুমারী ইরাবতীর নামে একটি পান্থশালা। এর পাশ দিয়ে হাতের ডানের রাস্তায় ঢুকে সাত কিমি গেলেই লালাখাল। লালাখাল এ রিভার কুইন রেস্টুরেন্ট এর সামনে থেকে ও নৌকা নিয়ে জিরোপয়েন্ট ঘুরে আসা যায়।
সিলেট শহর থেকে লালাখাল পর্যন্ত ৬-৮ জন বহনকারী মাইক্রো ভাড়া হতে পারে ৩৫০০ - ৪০০০ টাকার মধ্যে। ৯-১২ জন বহনকারী মাইক্রো ভাড়া হতে পারে ৪৫০০ - ৫,৫০০ টাকার মধ্যে। শুক্রবার হলে আরেকটু বেশী ও হতে পারে।
আবার কদমতলী বাস টার্মিনাল থেকে বাসেও যেতে পারবেন জনপ্রতি ৩০-৪০ টাকা বাস ভাড়া সারীঘাট ব্রীজের ওপার নামবেন তারপর টমটম বা সিএনজি নিয়ে সরাসরি লালাখাল যেতে পারবেন।

42 Likes

Hi @SabbirShawon

Nice report and pictures.

Regards from Slovakia.

Karol

1 Like

thanks @KarolT

4 Likes

beautiful photos, thanks for sharing with us @SabbirShawon

1 Like

thanks @AbdullahAM

4 Likes

@SabbirShawon I see the beauty of nature in Lalakhal. I like your detailed content and beautiful photos. Wish I visit your country some days. Thank you for sharing your experience with us.

3 Likes

thanks @Ant_Bad_Yogi . And always welcome to my country. Our Country have lots of tourist places.

5 Likes

আমার খুব পছন্দের একটা জায়গা। সিলেটে গেলেই আবার যাবো আশা করি। ওখান থেকে ফিরতে ইচ্ছে করে না আর। কিসের যেন একটা টান আছে!

অসংখ্য ধন্যবাদ @SabbirShawon আপনাকে। আপনি চাইলে আমার ছবিগুলোও দেখে আসতে পারেন। ভালো লাগবে আশা করি।

https://www.localguidesconnect.com/t5/Share-Your-Photos-and/quot-Lalakhal-quot-the-best-place-to-enjoy-the-blue-water/td-p/934776

3 Likes

HI @SabbirShawon

I enjoyed reading your post and loved the photos especially your photo of the Lalakhal Boat Station.

1 Like

ধন্যবাদ আপনাকেও এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য আবার আসলে আমাদের কে বলতে ভুলবেন না যেনো। @LyricMitra

4 Likes

Thanks @AdamGT

5 Likes

@SabbirShawon ভাই বলতে তো চাই। কিন্তু দেখা যায় আমিই পরবাসীর মতো আসি। নিজের বাসায় যাওয়ারও সুযোগ মেলে না। এই দৌড় ঝাপের মাঝেই একবার সুযোগ করে দেখা করে নিবো ইনশাআল্লাহ!

3 Likes