Kolkata Travel Diary - স্মৃতির পাতায় কলকাতা

আমি ২০১৬ সালের এপ্রিল মাসে ইন্ডিয়া ভ্রমণের জন্যে যাই। সেখানে মোট ১২দিন আমি কলকাতা , দিল্লী , জয়পুর , আগ্রা ও আজমীর শরীফ ঘুরে দেখি। এই ভ্রমণের মাঝে আমার প্রথম শহর ছিল কলকাতা শহর। ইন্ডিয়ার কলকাতায় দাঁড়িয়ে কেউ বলতে পারবে না যে সে অন্য কোন দেশে আছে মনে হবে নিজের দেশে আছে।

কিভাবে গেলাম : আমি কুমিল্লা থেকে বাসে ঢাকা এরপর ঢাকা থেকে রাত ১১টার বাসা করে যশোর জেলার বেনাপোল বর্ডার এরপর বর্ডার ক্রস করে আবার বাসে করে কলকাতার প্রাণ কেন্দ্রে যাই।

কি কি খেয়েছি : দুপুর আর রাতে বিরিয়ানি , ভাত , মাছ , মুরগীর মাংস , মুসলিম হোটেলে গরুর মাংস ও পাবেন। সকালে রুটি অথবা পরটা , ডাল , ভাজি , মাংস।

ঘুরার জন্য যা যা আছে : ১. ভিক্টরিয়া মেমোরিয়াল ২. সায়েন্স সিটি ৩. জোড়া সাকু ঠাকুর বাড়ি ৪. হাওড়া ব্রিজ ৫. বেলুড় মঠ ইত্যাদি। (দেখার মত অনেক কিছু আছে আমি অল্প করে দিলাম যদি কম সময় থাকে তবে এইগুলা না দেখলেই নয়)

খরচ : ভিসা ফি - ৬০০, ট্রাভেল ট্যাক্স - ৫০০ , বর্ডার ক্রস - ১০০-২০০ , প্রতিদিন হোটেল ভাড়া - ৫০০-১৫০০ , খাবার প্রতিদিন - ৫০০-৭০০ টাকা।

ধন্যবাদ

46 Likes

খুব সুন্দর গল্প সাজিয়েছেন @kasarefin অসংখ্যয ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

*বাসায় থাকবেন, ভালো থাকবেন

সবাইকে ভাল রাখবেন*

আবারো ধন্যবাদ

1 Like

@OmarBD Bro Thank you :slightly_smiling_face: আমার এলাকা আজ অনেক দিন ধরে লোক ডাউন।
দোয়া করবেন ভাই
আপনি ও সাবধানে থাকবেন

1 Like

হ্যালো @kasarefin ভাই, আমি এই “আনন্দের শহর” (The City of Joy) কলকাতায় অনেক বার ঘুরে বেরিয়েছি । ধন্যবাদ আপনাকে এই পোস্টটি শেয়ার করার জন্য ।

সময় হলে আমার পোস্টটি পড়তে পারেন - My 7th Trip in West Bengal, India

1 Like

@ShahMdSultan অনেক সুন্দর ছবি ভাই :slightly_smiling_face: ধন্যবাদ

1 Like