আধুনিক ভূতত্ত্বের জনক James Hutton এর নামে প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠানে ভ্রমণ!!!!

আবাসিক প্রশিক্ষণের অংশ হিসেবে স্কটল্যান্ডের এবারডিনে অবস্থিত James Hutton Institute এ যাওয়ার সুযোগ হয়েছিলো কিছুদিন আগে। প্রায় সাড়ে তিনশোর বেশি বিজ্ঞানী আর গবেষক নিয়ে আধুনিক ভূতত্ত্বের জনক James Hutton নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি স্কটল্যান্ড তথা সমগ্র ইউরোপে মাটি, প্রাকৃতিক সম্পদ, টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা অন্যতম প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান। Cell and Molecular Sciences, Environmental and Biochemical Sciences, Ecological Sciences, Information and Computational Sciences, Social, Economic and Geographical Sciences – মূলত এই ৫ টা বিভাগের অধীনে জেমস হাটন তাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করে।

ইন্সটিটিউট এর মাটি সংরক্ষণাগারে স্কটল্যান্ডের প্রায় ১৩ হাজার স্থান থেকে সংগ্রহ করা ৪৩ হাজারের মত শুকনো মাটির নমুনা রয়েছে, যার মধ্যে ১৯৩৪ সালের নমুনা ও আছে। মজার বিষয় হচ্ছে মাটি, পানি, খাবার সহ অন্যান্য পরিবেশগত উপাদানের বিশ্লেষণের মাধ্যমে জেমস হাটন এখন স্কটল্যান্ডে চোর-ডাকাত ধরা সহ বিভিন্ন পরিবেশগত ফৌজদারি এবং দেওয়ানি মামলাতে সরাসরি সাহায্য করে থাকে এবং আইন শৃঙ্খলা এবং প্রতিরক্ষা বাহিনীকে নিয়মিত পরামর্শ প্রদান করে থাকে। মজার বিষয় হচ্ছে এই একটা গবেষণা প্রতিষ্ঠানের অধীনে বর্তমানে ১১৬ জন পিএইচডি স্টুডেন্ট রেজিস্টার্ড আছে।

12 Likes

Very beautiful good post and also informative @sajidkarim87

Many informations I can know from your post. Thank you very much.

1 Like

Thank you very much for the appreciation!