লিসবন শহরের মার্কেশ পোম্বালের এডোয়ার্দো ৭ম পার্কে বড়দিন উপলক্ষে মেলা শুরু হয়েছে। ফেরিস হুইল, বরফের রিং, ক্যারোসেল, সান্তা ক্লজ হাউস, ত্রাম্পলিন্স, ক্রিসমাস ট্রি এবং বাচ্চাদের জন্য আরও অনেক আকর্শনীয় বিনোদন রয়েছে। ১০,০০০ বর্গ মিটারেরও বেশী খোলা স্পেসে প্রতিবারের ন্যায় এই মেলা বসেছে।
শুধু মাত্র কভিড ভ্যাকসিনের ডিজিটাল সনদপত্র উপস্থাপনের মাধ্যমে বিনা মুল্যে এই মেলায় প্রবেশ করা যাবে। মেলার ভিতরে স্যানিট্যারীর ব্যবস্থাও রয়েছে। লিসবনে বসবাসরত পরিবার ইচ্ছে করলে এই মেলা পরিদর্শন করে আসতে পারেন। জানুয়ারীর ২ তারিখ পর্যন্ত এই মেলা খোলা থাকবে।