আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ১৯৫২ সালের এই দিনে পাকিস্তানের আর্মিদের হাতে প্রান হারায় শহীদ সালাম , জব্বার , বরকত সহ আরও অনেকে । ইউনেস্কো ১৯৯৯ সালে জাতি সংঘের সাধারন সম্মেলনে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ।
আমরা চাই না আমাদের এই এত ত্যাগের বিনিময়ে হারিয়ে যাক , এই ইন্টারনেট জুগে চলুন না আমরা সমৃদ্ধ করি আমার মাতৃভাষাকে । লোকাল গাইড কানেক্ট বাংলায় করি আমাদের দেশ , ঐতিহ্য আর সংস্কৃতি পোস্ট আর মাপ্স এ নিজ ভাষায় লিখি রিভিউ । তাহলে ই সকলে জানবে দেখবে বুঝবে সন্মান জানাবে আমাদের এই প্রানের বাংলা ভাষাকে । প্রতি ১৪ দিনে হারিয়ে যাচ্ছে একটি ভাষা আমরা চাই না এত মূল্য দিয়ে অর্জন করা আমাদের এই প্রিয় ভাষাটিকে ।
International Mother Language Day (IMLD) is a worldwide annual observance held on 21 February to promote awareness of linguisticand cultural diversity and promote multilingualism. First announced by UNESCO on 17 November 1999, it was formally recognized by the United Nations General Assembly in a resolution establishing 2008 as the International Year of Languages.The idea to celebrate International Mother Language Day was the initiative of Bangladesh. In Bangladesh the 21 February is the anniversary of the day when Bangladeshis fought for recognition for the Bangla language.
To know more about International Mother language Day from Wiki International Mother language day
English content copy from WIKI
let’s Write in connect our mother language ,As many as half of the world’s 7,000 languages are expected to be extinct by the end of this century; it is estimated that one language dies out every 14 days.
আজ আমি শেয়ার করব আমার কিছু ছবি ও পোস্ট বাংলায় লিখা । আপনারা ও কমেন্ট দিন আপনাদের লিখা বাংলা রিভিউ আর পোস্ট গুলোর লিঙ্ক
বাংলা কানেক্ট পোস্ট :
- Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি
- কানেক্ট থেকে জানি কানেক্টের ব্যাবহার Local Guides Connect A -Z
- বাংলায় জানি লোকাল গাইড কানেক্টের খুঁটি নাটি
বাংলায় রিভিউ :