Inspiring Ramadan Eid Special Food Distribution -2023

প্রিয় লোকাল গাইড বন্ধুগন ,

আসসালামু আলাইকুম,

আশা করি সকলে ভালো আছেন এবং ঈদের উৎযাপনের প্রস্তুতি নিচ্ছেন , আপনারা জানেন যে ,Bangladesh Local Guides পবিত্র রমজান মাসে চ্যারিটি কার্যক্রম এবং পাশাপাশি ম্যাপ এডিট কার্যক্রম পরিচালনা করে থাকে। চ্যারিটি কার্যক্রমটি 2015 সাল থেকে চলমান রয়েছে ।

বিগত বছরগুলোতে আমরা পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ, ইফতার বিতরণ এবং করোনাকালীন সময়ে পথশিশু এবং হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছিলাম।

গত বছর আমরা হুইলচেয়ার বিতরণ করেছিলাম।

এবার আমরা যে কার্যক্রমটি হাতে নিয়েছি সেটি হচ্ছে অনেক গুলো অসহায় পরিবারের মাঝে ঈদের স্পেশাল খাবার সামগ্রি বিতরণ করার।

ঈদ প্রত্যেকটি পরিবারে বয়ে নিয়ে আসুক অনাবিল প্রশান্তি এই শুভ কামনায় বাংলাদেশ লোকাল গাইডের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Location : Homna Govt. High School, Homna Cumilla, Bangladesh.

Time: 04:00Pm -05:30PM

Date: April 21 ,2023

Activities: Eid Special Food Distribution , and map editing Homna Bazar.

26 Likes

@MahbubIslam ভাই সুন্দর ও সময় উপযোগী আয়োজনের জন্য আন্তরিক মোবারক । সুন্দর ও সফল ভাবে মিটআপ শেষ হোক এই দোয়া করি।

2 Likes

@MahbubIslam Wishing for a nice meet up.

2 Likes

Your provided content was very much inspiring and motivational. looking forward for this type of content in future. By the way need some guidance about google map location edit. My mobile no is: 08801916590538. Hope to get reply from you soon.