প্রিয় লোকাল গাইড বন্ধুগন ,
আসসালামু আলাইকুম,
আশা করি সকলে ভালো আছেন এবং ঈদের উৎযাপনের প্রস্তুতি নিচ্ছেন , আপনারা জানেন যে ,Bangladesh Local Guides পবিত্র রমজান মাসে চ্যারিটি কার্যক্রম এবং পাশাপাশি ম্যাপ এডিট কার্যক্রম পরিচালনা করে থাকে। চ্যারিটি কার্যক্রমটি 2015 সাল থেকে চলমান রয়েছে ।
বিগত বছরগুলোতে আমরা পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ, ইফতার বিতরণ এবং করোনাকালীন সময়ে পথশিশু এবং হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছিলাম।
গত বছর আমরা হুইলচেয়ার বিতরণ করেছিলাম।
এবার আমরা যে কার্যক্রমটি হাতে নিয়েছি সেটি হচ্ছে অনেক গুলো অসহায় পরিবারের মাঝে ঈদের স্পেশাল খাবার সামগ্রি বিতরণ করার।
ঈদ প্রত্যেকটি পরিবারে বয়ে নিয়ে আসুক অনাবিল প্রশান্তি এই শুভ কামনায় বাংলাদেশ লোকাল গাইডের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
Location : Homna Govt. High School, Homna Cumilla, Bangladesh.
Time: 04:00Pm -05:30PM
Date: April 21 ,2023
Activities: Eid Special Food Distribution , and map editing Homna Bazar.
