Indefatigable local guide (Bangladesh Local guide)

A group of local guides from different districts of Bangladesh participating in the 10th anniversary,

অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ লোকাল গাইড এর দশম বর্ষপূর্তি র ২৩০তম মেগা মিটাপ। মিটাপের অভিজ্ঞতা প্রাপ্তি উপলব্ধি নিয়ে এ পর্যন্ত অনেক পোস্ট হয়েছে কিন্তু আমি ভিন্ন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি।

এবারের মিটাপ টি আয়োজিত হয় রাজধানী ঢাকায় স্বাভাবিকভাবেই স্থানীয় এবং আশেপাশের প্রচুর লোকাল গাইডগন অংশগ্রহণ করেছে। কিন্তু আমি লক্ষ করেছি এমন কিছু লোকাল গাইড অংশগ্রহণ করেছে যারা কিনা প্রায় ৩০০ কিলো পথ অতিক্রম করে এমনকি ৪০০ কিলো পথ অতিক্রম করেও এসেছে শুধু মাত্র মিটাপে অংশগ্রহণ করার জন্য। আপনি জেনে আরোও অবাক হবেন সারারাত জার্নি করে সারাদিনে মিটাপ শেষ করে ওইদিনই আবার নিজ গন্তব্যের পথে ফিরে গেছে। এদের দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছি আমরা প্রায় বলি নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো ই হচ্ছে লোকাল গাইড কিন্তু নিজের খেয়ে প্রায় ৪০০ কিলো পথ পাড়ি দিয়ে এসে বনের মহিষ তাড়ানোর দের দলে যোগ দেয় এমন রাখাল আপনি কমই পাবেন। শুধু এই মিটাপেই নয় ইতিপূর্বে বহু মিটাপেই তারা অংশগ্রহণ করেছে।

অসম্ভব অদম্য সেই লোকাল গাইড দের প্রতি রইলো শ্রদ্ধা সম্মান ভালোবাসা :heart:

আরোও ধন্যবাদ জানাই বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির একঝাঁক নিবেদিত প্রাণ ফাউন্ডার/ মডারেটর স্বেচ্ছাসেবক গন কে যারা কিনা নিজের মেধা শ্রম আন্তরিকতা দিয়ে সারাদেশের লোকাল গাইডগন কে এক সুতোয় গেথে রেখেছেন।

আরোও ধন্যবাদ জানাই ২৩০ তম বর্ষপূর্তি মিটাপের হোস্ট কানেক্ট মডারেটর @SoniaK আপুকে। আপু অত্যন্ত বিনয়ী এবং সদা হাসিখুশি একজন।

২৩০ তম মিটাপের রিক্যাপ পড়তে পারেন এই লিংকে :arrow_lower_left:

https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Recap-10-Years-of-BDLG-Celebration-Meetup/td-p/3723730

১০ ম বর্ষপূর্তি র মেগা মিটাপ নিয়ে লেখা আমার এই পোস্ট টি দেখে আসতে পারেন লিংকে গিয়ে :arrow_right: https://www.localguidesconnect.com/t5/General-Discussion/With-a-bunch-of-lovely-local-guides/td-p/3718039#M1429036

১০ বছর পুর্তি মেগা মিটাপ নিয়ে @SanjayBDLG দাদা করা চমৎকার পোস্ট টা দেখে আসতে পারেন এই লিংকে :arrow_right: https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Veterans-Experience-Discussed-at-the-BDLG-s-230th-Mega-Meetup/td-p/3719121

#localguidesbd #10yearsofbdlg #localguidesconnect #localguides #230meetup #BDLG

59 Likes

@MohammadPalash ভাই সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ

6 Likes

মিটআপ নিয়ে আপনার এমন গোছানো উপস্থাপনাটি সুন্দর হয়েছে।

5 Likes

Salute to the spirit of local guides in Bangladesh @MohammadPalash :+1: you are an inspiration.

3 Likes

Thanks for the lovely comment dear @TusharSuradkar

ধন্যবাদ ভাই ব্রাদার @Md_Zobayerul_Islam @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05

3 Likes

@MohammadPalash Thanks for your post. Thank you for mentioning my article.

3 Likes

আমি রাত ৩ টায় বের হয়েছি, তারপর ভোর ৫ টার ট্রেন ধরে মিটাপে গিয়েছিলাম, ফিরতে ফিরতে আবার রাত ১০ টা। @MohammadPalash

3 Likes

প্রায় ৩ বছর পর খুলনা থেকে ঢাকায় এসেছিলাম এই ইভেন্টে অংশ নেয়ার জন্য। যাত্রাবাড়ি-সায়দাবাদের ভয়ংকর (খুলনাবাসীর জন্য ১ ঘণ্টা+ সময়ের যানজট অনেক ভয়ংকর) যানজট ঠেলে ঢাকায় ঢুকতে ঢুকতে রাত ১১ টা বেজে গিয়েছিলো। একইভাবে ইভেন্টের পরে রাত ১২টার বাসে ঢাকা ত্যাগ করেছিলাম।

3 Likes

অসাধারণ একটা আয়োজন ছিল। বাংলাদেশ লোকাল গাইডস সকলেই সত্যিই অনেক বেশি ডেডিকেটেড। আমি নিজেও নেত্রকোণার মোহনগঞ্জ থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এতো দূর থেকে সবাইকে আসতে দেখে সত্যিই অভিভূত হয়েছি। এতো বড় একটা আয়োজনের অংশ হতে পেরে খুবই ভালো লেগেছে। সকলের জন্য অফুরন্ত ভালোবাসা। :smiling_face_with_three_hearts: :bangladesh:

3 Likes

আমার নিজের সৌভাগ্য হয়েছিল এই প্রোগ্রামে থাকার

2 Likes

@MohammadPalash A nice post. Thanks for sharing with us.

2 Likes

Wow, this is so amazing :see_no_evil:

Local Guide meet- ups

@MohammadPalash

1 Like

Thank you so much dear @Manviii

1 Like

What a wonderful post of the mega meetup! Thank you so much for the brief, yet informative post @MohammadPalash . Sorry for my late response. I was caught up with a lot of work after spending a month long holiday. Thank you for adding the links or related posts to yours. It will help me read the other posts easily.

1 Like

it’s my pleasure @SoniaK Apu Thank you so much

1 Like