A group of local guides from different districts of Bangladesh participating in the 10th anniversary,
অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ লোকাল গাইড এর দশম বর্ষপূর্তি র ২৩০তম মেগা মিটাপ। মিটাপের অভিজ্ঞতা প্রাপ্তি উপলব্ধি নিয়ে এ পর্যন্ত অনেক পোস্ট হয়েছে কিন্তু আমি ভিন্ন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি।
এবারের মিটাপ টি আয়োজিত হয় রাজধানী ঢাকায় স্বাভাবিকভাবেই স্থানীয় এবং আশেপাশের প্রচুর লোকাল গাইডগন অংশগ্রহণ করেছে। কিন্তু আমি লক্ষ করেছি এমন কিছু লোকাল গাইড অংশগ্রহণ করেছে যারা কিনা প্রায় ৩০০ কিলো পথ অতিক্রম করে এমনকি ৪০০ কিলো পথ অতিক্রম করেও এসেছে শুধু মাত্র মিটাপে অংশগ্রহণ করার জন্য। আপনি জেনে আরোও অবাক হবেন সারারাত জার্নি করে সারাদিনে মিটাপ শেষ করে ওইদিনই আবার নিজ গন্তব্যের পথে ফিরে গেছে। এদের দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছি আমরা প্রায় বলি নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো ই হচ্ছে লোকাল গাইড কিন্তু নিজের খেয়ে প্রায় ৪০০ কিলো পথ পাড়ি দিয়ে এসে বনের মহিষ তাড়ানোর দের দলে যোগ দেয় এমন রাখাল আপনি কমই পাবেন। শুধু এই মিটাপেই নয় ইতিপূর্বে বহু মিটাপেই তারা অংশগ্রহণ করেছে।
অসম্ভব অদম্য সেই লোকাল গাইড দের প্রতি রইলো শ্রদ্ধা সম্মান ভালোবাসা
আরোও ধন্যবাদ জানাই বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির একঝাঁক নিবেদিত প্রাণ ফাউন্ডার/ মডারেটর স্বেচ্ছাসেবক গন কে যারা কিনা নিজের মেধা শ্রম আন্তরিকতা দিয়ে সারাদেশের লোকাল গাইডগন কে এক সুতোয় গেথে রেখেছেন।
আরোও ধন্যবাদ জানাই ২৩০ তম বর্ষপূর্তি মিটাপের হোস্ট কানেক্ট মডারেটর @SoniaK আপুকে। আপু অত্যন্ত বিনয়ী এবং সদা হাসিখুশি একজন।
২৩০ তম মিটাপের রিক্যাপ পড়তে পারেন এই লিংকে
১০ ম বর্ষপূর্তি র মেগা মিটাপ নিয়ে লেখা আমার এই পোস্ট টি দেখে আসতে পারেন লিংকে গিয়ে https://www.localguidesconnect.com/t5/General-Discussion/With-a-bunch-of-lovely-local-guides/td-p/3718039#M1429036
১০ বছর পুর্তি মেগা মিটাপ নিয়ে @SanjayBDLG দাদা করা চমৎকার পোস্ট টা দেখে আসতে পারেন এই লিংকে https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Veterans-Experience-Discussed-at-the-BDLG-s-230th-Mega-Meetup/td-p/3719121
#localguidesbd #10yearsofbdlg #localguidesconnect #localguides #230meetup #BDLG