প্রিয় লোকাল গাইড সদস্য বৃন্দ
প্রতি বছরের মত এবারও “Bangladesh Local Guides “ থেকে আয়োজন করা হচ্ছে Road Mapper কন্ট্রিবিউটরদের নিয়ে একটি স্পেশাল Meetup । তবে এবারের আয়োজন Online ভিত্তিক নয় হবে Lab Based একটি মিট আপ ।
বাংলাদেশের রাজধানীর ঢাকায় অবস্থিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আয়োজন করা হয়েছে , ল্যাবে আসন সংখ্যা সীমিত যার ফলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে মিট আপে অংশগ্রহণ ইচ্ছুক তাদেরকে যেতে হবে ।
যারা ইতিমধ্যে Road Mapper access পেয়েছেন তাদের মধ্য থেকে বাছাই করে নেয়া হবে । রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাংলাদেশ লোকাল গাইড ফেসবুক গ্রুপে দেয়া রয়েছে ।
Meetup Name : Improve Google Maps road using Road Mapper Tools
BDLG Meetup No: 220
Date: Nov 17,2023
Location: AIUB Institute of Continuing Education ,
Plot 58/B, Road 21, Block B Kemal Ataturk Ave, Dhaka 1213
Time : 04:00 PM -06:30 PM
আশা করি নতুন এবং পুরান রোড মাপারদের অংশগ্রহণে একটি সুন্দর ও সাকসেসফুল মেকআপ সম্পন্ন করতে পারবো
মোঃ পারভেজ কাউছার
বাংলাদেশ লোকাল গাইডস
বিগত বছরের Road Mapper মিট আপ আয়োজনগুলো
1: Recap : Let"s Add 500 Road add @ Road mapper Platform [ Add 889.30KM ]
2:Recap: Let"s Add 500km road in Bangladesh [1339.5 KM add in meetup ]