I lost sight of the green hills and the lake.

Caption: View of kaptai lake. Photo @GaziSalauddinbd .

দিনে দিনে স্বপ্নটা বড় হচ্ছে,

বিশাল ঐ পাহাড়ের ঢালে

একটা ঘর বাঁধার খুব ইচ্ছে।

(সংগৃহীত)

আজ আমি আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। আমি কখন ও পাহাড়ে যাই নি। গত শুক্রবার ও শনিবার দুই দিন আমি বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অবস্থান করি।

বাংলাদেশ লোকাল গাইড এর ২১০ তম মিটআপ এ জয়েন্ট করি।

পাহাড় সৃষ্টির এক অপরূপ সৌন্দর্য। আমি যত পাহাড়ের গভীরের দিকে যাই, আমি তত বিস্মিত হয়ে যাই। এক একটি পাহাড় শত শত ফুট,কোনো কোনোটি হাজার ফুট উঁচু।

পাহাড়ের উপর থেকে নিচের দিকে দৃশ্যগুলো খুবই সুন্দর দেখা যায়।

রাঙামাটি বাংলাদেশর একটি পাহাড়ি এলাকা। এই জেলার রাস্তাগুলো পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে গেছে।

আমি রাঙামাটি শহর এ কাপ্তাই হ্রদের কাছে বারকী নামক স্থানে অবস্থান করি। এই খানে পাহাড় গুলো অনেক উঁচু।

পাহাড় এর উঁচু স্থান থেকে কাপ্তাই হ্রদের দৃশ্য আমি ক্যামেরাবন্দি করি।

এছাড়া, আমি কাপ্তাই হ্রদের কাছ থেকে সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করি।

আপনারা যারা, ভ্রমণ অভিজ্ঞতা নিতে চান। আমি মনে করি পাহাড়ী এলাকা ভ্রমণ করুন।

যাতায়াতঃ

ঢাকা থেকে রাঙামাটি বাসে ভাড়া =৳৭০০/–=৳১০০০/ হাজার টাকা .

রাঙামাটি শহরে রিজার্ভ CNG পাওয়া যায়। আপনি চাইলে সারাদিন এর জন্য ভাড়া নিতে পারবেন।

হোটেল বা রিসোর্ট ভাড়াঃ

এই শহরে অনেক হোটেল ও রিসোর্ট পাওয়া যায়। বিশেষ করে অগ্রিম বুকিং করে রাখলে সবচেয়ে ভালো। হোটেল রিসোর্ট গুলো =৫০০৳ থেকে ৪০০০/৫০০০৳ হাজার টাকাতে থাকা যায়।

সারা বছর পর্যটকরা এখানে ঘুরতে আসো। বিশেষ করে রিসোর্ট গুলোতে সুযোগ সুবিধা বেশি।

বিঃদ্রঃ আসুন আমরা সময় সুযোগ করে পাহাড়ে ঘুরে আসি।

#letsguide #bdlg #meetup210

#localguideconncet #meetup.

31 Likes

ছবি সিলেকশন সুন্দর হইছে । ধন্যবাদ পোস্ট করার জন্য @GaziSalauddinbd

9 Likes

@GaziSalauddinbd দাদা অনেক সুন্দর তথ্য দিয়েছেন :heart: :heart:

6 Likes

অনেক গুছানো পোস্ট ভাই :heart: @GaziSalauddinbd

6 Likes

@GaziSalauddinbd Nice caption and thanks for the post…

6 Likes

ছবি, লেখা উভয়ই সুন্দর হইছে ভাই।

7 Likes

পাহাড় আমার খুবই ভালো লাগে। আবারো যাব কোন এক সময়। সুন্দর ছবি @GaziSalauddinbd ভাই

4 Likes

এরপর কি ঢাকায় কোনো মিটআপ হবে?

2 Likes

রাস্তার ছবিটা বেশি সুন্দর লাগতেছে :heart_eyes:

1 Like

আপনাকে অনেক ধন্যবাদ @MahabubMunna আমার পোষ্ট টি দেখার জন্য।

Beautiful pictures @GaziSalauddinbd

thank you for sharing with us

1 Like

ধন্যবাদ দাদা @Jogodish . আমার প্রথম দেখা পাহাড় ও কাপ্তাই হ্রদ। আমি আরো কিছু দিন থাকতে পারলে আরো উপভোগ করতে পারতাম পাহাড় এর সৌন্দর্য।

অনেক অনেক ধন্যবাদ @MohammadPalash ভাই

@SanjayBDLG দাদা আপনাদের।

1 Like

হ্যালো,

@rashedul-alam ভাই, পাহাড় এর সৌন্দর্য আমাকে আবার যাওয়ার জন্য বলছে। চলুন আমরা আবার যাই।

Hello @GaziSalauddinbd ,

this is very amazing! :blush: :national_park: :sparkles:

All your photos are very beautiful! :star_struck: :national_park:

Thank you very much for writing your great Local Guides Connect-post with your beautiful photos! :star_struck: :star2:

I wish you a great day! :blush:

Many warm greetings to you from Hamburg, Germany! :grinning: :star2: :de:

1 Like

The pictures are looking wonderful in your post @GaziSalauddinbd

You have beautifully captured the pictures.You have done very well mentioning the bus fare and hotel fare.