Caption: View of kaptai lake. Photo @GaziSalauddinbd .
দিনে দিনে স্বপ্নটা বড় হচ্ছে,
বিশাল ঐ পাহাড়ের ঢালে
একটা ঘর বাঁধার খুব ইচ্ছে।
(সংগৃহীত)
আজ আমি আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। আমি কখন ও পাহাড়ে যাই নি। গত শুক্রবার ও শনিবার দুই দিন আমি বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অবস্থান করি।
বাংলাদেশ লোকাল গাইড এর ২১০ তম মিটআপ এ জয়েন্ট করি।
পাহাড় সৃষ্টির এক অপরূপ সৌন্দর্য। আমি যত পাহাড়ের গভীরের দিকে যাই, আমি তত বিস্মিত হয়ে যাই। এক একটি পাহাড় শত শত ফুট,কোনো কোনোটি হাজার ফুট উঁচু।
পাহাড়ের উপর থেকে নিচের দিকে দৃশ্যগুলো খুবই সুন্দর দেখা যায়।
রাঙামাটি বাংলাদেশর একটি পাহাড়ি এলাকা। এই জেলার রাস্তাগুলো পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে গেছে।
আমি রাঙামাটি শহর এ কাপ্তাই হ্রদের কাছে বারকী নামক স্থানে অবস্থান করি। এই খানে পাহাড় গুলো অনেক উঁচু।
পাহাড় এর উঁচু স্থান থেকে কাপ্তাই হ্রদের দৃশ্য আমি ক্যামেরাবন্দি করি।
এছাড়া, আমি কাপ্তাই হ্রদের কাছ থেকে সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করি।
আপনারা যারা, ভ্রমণ অভিজ্ঞতা নিতে চান। আমি মনে করি পাহাড়ী এলাকা ভ্রমণ করুন।
যাতায়াতঃ
ঢাকা থেকে রাঙামাটি বাসে ভাড়া =৳৭০০/–=৳১০০০/ হাজার টাকা .
রাঙামাটি শহরে রিজার্ভ CNG পাওয়া যায়। আপনি চাইলে সারাদিন এর জন্য ভাড়া নিতে পারবেন।
হোটেল বা রিসোর্ট ভাড়াঃ
এই শহরে অনেক হোটেল ও রিসোর্ট পাওয়া যায়। বিশেষ করে অগ্রিম বুকিং করে রাখলে সবচেয়ে ভালো। হোটেল রিসোর্ট গুলো =৫০০৳ থেকে ৪০০০/৫০০০৳ হাজার টাকাতে থাকা যায়।
সারা বছর পর্যটকরা এখানে ঘুরতে আসো। বিশেষ করে রিসোর্ট গুলোতে সুযোগ সুবিধা বেশি।
বিঃদ্রঃ আসুন আমরা সময় সুযোগ করে পাহাড়ে ঘুরে আসি।
#letsguide #bdlg #meetup210
#localguideconncet #meetup.