আমি Local Guides Connect এ মহান বন্ধু ব্যাজ অর্জন করেছি। অন্যের পোস্ট এ ১০০০ লাইক দেয়ার কারণে আমাকে এই ব্যাজ দেয়া হয়েছে। এই ব্যাজ পেয়ে আমি খুবই আনন্দিত। এটি আমাকে আগামী দিনে আরো ভালো কাজ করতে উৎসাহ দিবে।
আমাকে এই ব্যাজ দেয়ার কারণে Local Guides Connect টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি।