আলহামদুলিল্লাহ আজকে আমি একজন লোকাল গাইড হিসেবে ৫ বছর যাবত ভালোবাসার গুগল লোকাল গাইডের সাথে সম্পৃক্ত ।
আমার কাছে গুগল লোকাল গাইড প্লাটফর্ম টি একটি ভালো লাগা এবং ভালোবাসার জায়গা ।
বিভিন্ন সময়ে কাজের স্বীকৃতি বা অনান্য অবদানের জন্য যখন এ রকম ইমেইল পাই সত্যিই মনটা আনন্দে ভরে যায় ।
এ ধরনের স্বীকৃতি মন কে উৎফুল্ল করে ।
যতো দিন এ দেহে প্রান আছে ইচ্ছে আছে ভালোবাসার গুগল লোকাল গাইডের সাথে থাকার ।
সবার কাছে দোয়া চাই ।
Mahbub Islam
Guiding Star-2022