আমরা প্রতিদিনই কোনো না কোনো যায়গায় যাতায়াত করি।
হতে পারে ভ্রমনের জন্য,বা কেনাকাটা,অথবা ব্যক্তিগত প্রয়োজনে।
লোকাল গাইড হিসেবে তখন আমাদের কিছু করনীয় থাকে মানুষের সাহায্যের জন্যে।
তবে প্রথমে আপনাকে কানেক্টের নিয়ম জানা জরুরী।
নিয়মাবলি জানার লিংক না
পেলে জানাতে পারেন।
ধারাবাহিকভাবে আমি নতুনদের জন্য লোকাল গাইড হিসেবে একটি রিভিউ এর অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে লিখবো।
পর্ব ১: একটি মুদি দোকানের রিভিউ।
Go to map>search a place or click your certain place>rate and review
১.একটি রিভিউ ও রেটিং লেখাঃ
আপনার রিভিউ প্রচুর মানুষকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে।সুতরাং আপনার রিভিউয়ে অন্তর্ভুক্ত থাকা উচিৎ–
*একটি উপযুক্ত রেটিং–
মনে রাখবেন রেটিং আপনার রুচি অনুযায়ী হলে হবে না।আপনার রেটিং দেয়ার সময় নিজের চিন্তা বৈশ্বিকভাবে ব্যবহার করতে হবে।
নিজের পরিচিত কোনো যায়গা বলে আপনি অনুপযোক্ত রেটিং/রিভিউ দিয়ে নৈতিক অবক্ষয় ঘটাবেন না।
২.আপনার মন্তব্য জুড়াঃ
আপনি যখন রিভিউ দেবেন তখন কী কী বিষয় যুক্ত করবেন?
*সেটা মুদি দোকান হয় তাহলে আপনি…
•ঐ দোকানে পাওয়া যায় এমন পণ্যের তালিকা দিতে পারেন।
•দোকানের মালিকের আন্তরিকতা বর্ণনা করতে পারেন।
•দোকানের পণ্য মূল্যের পরিধি লিখতে পারেন।
•দোকানের সাজসজ্জা ব্যবস্থা উল্লেখ করতে পারেন।
•মূল্য পরিশোধের পদ্ধতি জানাতে পারেন।
•শিশুদের নিয়ে গেলে কেনাকাটার সমস্যা হবে কী না লিখতে পারেন।
•কিছু ছবি যুক্ত করতে পারেন।
•অন্য কোনো ব্যবসা এর আশেপাশে আছে কী না জানাতে পারেন।
•ম্যাপে ঐ মুদি দোকানটি না থাকলে যুক্ত করে দিতে পারেন।
•পূর্বে যুক্ত করা থাকলে সম্পাদনার প্রয়োজন হলে সেটা করতে পারেন।
•কোন অধিক পরিচিত প্রতিষ্ঠানের পাশে হলে পরিচিত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারেন।
•৩৬০° ফটো আপডেট করা না থাকলে বা আগের ছবির সাথে এখনকার পরিবেশের পার্থক্য থাকলে নতুন ছবি দিতে পারেন।
“মনে রাখবেন,আপনার রিভিউ লক্ষ মানুষকে সাহায্য করে”