Homemade Kabab | ঘরের তৈরির কাবাব

ছোলা বুটের ঘরের তৈরির কাবাব

অনেক ধরণের কাবাবের মাঝে এই কাবাবটা একটু আলাদা। এই কাবাবটি ছোলা বুট দিয়ে তৈরী করা হয়। সামনে রোজায় ইফতারে প্রতি দিন খুব সহজে বানানো সম্ভব।

উপকরণ :
১। ছোলা বুট
২। ডিম
৩। পেঁয়াজ
৪। কাঁচা মরিচ
৫। পুদিনা পাতা
৬। অদা , রসুন , জিরা

প্রস্তুত প্রণালী বিস্তারিত :
প্রথমে ছোলা বুট গুলাকে ৫ থেকে ৬ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর চুলায় অল্প লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। পরিমান অনুযায়ী ১টা বা ২টা ডিম দিতে হবে। এরপর মসলা পরিমান মত দিয়ে ভাল করে মেখে নিতে হবে। সুন্দর করে বল বানিয়ে নিতে হবে। পরিমান মত তেলে ভাল করে ভেজে নিতে হবে।

ধন্যবাদ

48 Likes

রেসিপিটা খুব সহজ আর দেখে মনে হচ্ছে খেতেও খুব মজা @kasarefin । আমার মনে হয় মুড়ি দিয়ে খেলে বেশি মজা লাগবে, কী বলেন? সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।

3 Likes

@MukulR জি অনেক মজা ছিল এখন ও মুখে লেগে আছে কারণ আজ সন্ধ্যায় এইটা খেয়েছি। হ্যাঁ মুড়ির সাথে ও খেতে পারেন তবে খালি সসের সাথে অনেক মজার। ট্রাই করতে পারেন। আর জানাবেন কেমন হল।

3 Likes

হ্যালো @kasarefin ভাই, লোভনীয় খাবারের ছবিগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

1 Like

@ShahMdSultan ভাই আপনাকে স্বাগতম আর সামনে রোজায় এইটা ট্রাই করবেন। একেবারে সহজ পদ্ধতিতে বানানো যায়।

3 Likes

@kasarefin

Today I was thinking to have these Shami Kebabs and thank God I am enjoying the treat, thanks.

:tulip: :pray: :tulip:

1 Like

@rizbab28 you welcome brother & Thank you for comment. I really like this kabab. You can try it.

2 Likes

@kasarefin

Barakallaho fee !!

:wilted_flower: :pray: :wilted_flower: