Home made chicken Fry

ছোট বেলা থেকে চিকেন ফ্রাই খেতে আমি পছন্দ করি। আজকে বাসায় প্রথম নিজে ট্রাই করেছি এটা বানানোর জন্য তাই কেমন হলো জানাবেন, প্লিজ।

উপকরণ সমূহ :
একটা মাঝারি সাইজের মুরগী,
১চা চামচ করে আদা, রসুন, জিরা বাটা;
এলাচ ও গরম মসলার গুড়ো ১চা চামচ, সয়া সস আধ কাপ এবং লবণ পরিমান মত।

রান্নার প্রণালী:
প্রথমে মাঝারি সাইজের মুরগী ছোট ছোট করে টুকরো করে ভাল ভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এসব মসলার মিশ্রন এক সাথে দিয়ে মাংসের সাথে অনেকক্ষন ধরে মাখাতে হবে যাতে করে সব মসলা মাংসের সাথে মিশে যায়।
আরপর এটি ফ্রিজে ২ ঘন্টা রেখে দিতে হবে,


কড়ায়ে তেল দিয়ে গরম করতে হবে এবং প্রক্রিয়াজাতকৃত মাংস গুলো ফ্রিজ থেকে বের করে গরম তেলে দেবার আগে ময়দা দিয়ে আলতো করে মাখিয়ে নিতে হবে।এরপর মুরগির মাংসের টুকরো গুলো একটা একটা করে গরম তেল ভাজতে হবে, তার পর হাল্কা লালচে হলে কড়ায় থেকে নামিয়ে ফেলতে হবে।
যারা তেল কম খায় তারা খাওয়ার আগে টিসুর উপর চিকেন ফ্রাই গুলো রেখে দিলে অতিরিক্ত তেল টিস্যুতে শুষে নিবে।
কিন্তু পরিবেশন করার পূর্বে শসা কেটে তা দিয়ে সাজিয়ে নিলে খুব সুন্দর দেখা যায়।

45 Likes

@Ayeshashimu আপু দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। খুব ভালো লিখেছেন,বাসায়় ট্রাই করবো।

6 Likes

@Ayeshashimu it’s my all time favorite food item and thanks for sharing this.

5 Likes

It looks so yammy. Nice post. Had I eaten those! Thanks @Ayeshashimu for sharing with us.

5 Likes

দেখেতো খাওয়ার লোভ সামলাতে পারছিনা, এই সাত সকালে এসব কি দেখাইলেন।

@Ayeshashimu যাই হোক, ভালো হয়েছে, বাসায় ট্রাই করবো, ধন্যবাদ…

8 Likes

@Ayeshashimu Apu I must say you are a great cook .looks delicious :yum: .

4 Likes

দেখেই অনেক সুস্বাদু মনে হয় :heart_eyes: @Ayeshashimu

4 Likes

খুব ভালো লাগলো সকাল সকাল, এতো মজাদার একটি পোষ্ট দেখে। আপনার এই পোষ্ট পড়ে যে কেউ খুব সহজে রেসিপিটি তৈরি করেত পারবে। ধন্যবাদ @Ayeshashimu এতো সুন্দর পোষ্ট দেওয়ার জন্য।

3 Likes

@Ayeshashimu

Wow, your chicken fry looks very delicious. Thanks for sharing this recipe. I will must try it in my kitchen. Then share with you that picture. Cheers~

4 Likes

লেখা সুন্দর হয়েছে। খাবারের রং বলে দিচ্ছে স্বাদও ভালো হয়েছে। ধন্যবাদ

4 Likes

Wow আপু রেসিপিটা অনেক পছন্দ হয়েছে! রান্না করে ফেলবো একদিন :yum:

4 Likes

hello chef, just asking. Is it possible to use extra virgin oil instead of soya bean oil?.

Btw looking delicious. @Ayeshashimu @

5 Likes

@maisha_maliha ধন্যবাদ আপু :purple_heart: :purple_heart: :purple_heart:

1 Like

চাচা এই প্রথম বানাইছি তাও সয়া সস দিয়ে, ধন্যবাদ :green_heart: :blue_heart: :bangladesh:

1 Like

ধন্যবাদ ভাইয়া @MonirulBd

2 Likes

@KapilDD জ্বী

ধন্যবাদ

2 Likes

ধন্যবাদ ভাইয়া @ShahriarAzadEvan

2 Likes

খেতে ভালো লাগছে @ShovanPaul

1 Like

বহু দিন পর আপনার কমেন্ট দেখে খুশি হলাম, @GaziSalauddinbd

ধন্যবাদ ভাই

2 Likes

একমাত্র আপনি জে সুন্দর করে বুজিয়ে বলতে ও লিখতে পারেন, আপনার থেকে অনুপ্রেরণা পেয়ে শুরু করছি রান্না,সসর জুস মনে আছে, সেই টা দেখে ট্রাই করতেছি সব কিছু, ধন্যবাদ দাদা @Designer_Biswajit

2 Likes