হাই আমি মোহাম্মদ পলাশ পেশায় ব্যাবসায়ী নেশায় একজন ভ্রমন পিপাসু বাংলাদেশের প্রায় উল্ল্যেখযোগ্য ভ্রমন স্থান সহ বিভিন্ন জেলা ঘুরা প্রায় শেষ তবুও ফুরসত পেলে বেড়িয়ে পরি।
দেশের বাহিরে তেমন ভ্রমন হয়নি ৩/৪ টি দেশ ছাড়া তবে এ নিয়ে ভারতে আমার ৩য় বার আগমন। ইতিপূর্বে আমি মেঘালয় /শিলং /আসাম/নাগাল্যান্ডে এবং কোলকাতা ভ্রমন করেছি। এবারের ভারত ভ্রমনে আমার উদ্দ্যেশ্য দিল্লি/পাঞ্জাব/হরিয়ানা /রাজস্থানে কিছু তীর্থস্থানে ভ্রমন করা তারই পরিকল্পনায় চলে আসি দিল্লি। তবে এবার আমি একা সবসময় গ্রুপ নিয়ে ঘুরাঘুরি করলেও এবারের ট্যুর প্লান পুরোই একাই করতে হয়েছে এ ক্ষেত্রে গুগল ম্যাপ্স আমাকে বেশ সহযোগিতা করেছে।
ঢাকা থেকে মাত্র ২:৩০ মিনিটে দিল্লি আন্তর্জাতিক বিমান বন্দরে ল্যান্ড করি তারপর মেট্রোরেলে করে চলে যাই নিউ দিল্লি পাহাড়গঞ্জে।
নিউ দিল্লি এয়ারপোর্ট থেকে খুব সহজেই মেট্রোরেলে করে নিউ দিল্লি স্টেশন পৌছে যাই। বলে রাখি নিউ দিল্লি এয়ারপোর্ট আমার কাছে বেশ লেগেছে আনুষাঙ্গিক সুবিধা সহ ইমিগ্রেশন ও আমার কাছে বেশ বন্ধুসুলভ লেগেছে।
দিল্লি যেহেতু আমার প্রথম ভ্রমন তাই প্রথমদিনে আর বেশী অভিজ্ঞতা নেয়ার সুযোগ হয়নি তবে দিল্লির রাস্তাঘাট বেশ প্রশস্ত এবং পরিস্কার পরিচ্ছন্ন। আজকে আমি পাহাড়গঞ্জ থাকবো তাই মিডিয়াম মানের একটি হোটেলে উঠেছি এই এরিয়াটা বেশ ঘনবসতি এবং দেশী বিদেশী ট্যুরিস্ট দের প্রচুর সমাগম।
তবে খাবার খুজতে গিয়ে বেশ একটা সময় পার করতে হয়েছে আশেপাশে মুসলিম হোটেল খুব কমই আর দেশের বাইরে ট্রাভেল করার সময় খাবার দাবার নিয়ে একটু বেশীই সচেতন থাকি। আমি মনে করি অতিরিক্ত খেয়ে হোটেল রুমে বসে থাকার চেয়ে অল্প খেয়ে চারিদিক টা ঘুরে দেখা আমার জন্য শ্রেয়। পাহাড়গঞ্জ মেইন বাজার টা আমার কাছে মিনি থামেল মনে হয়েছে কিছুদিন পুর্বেই নেপাল ঘুরে আসি এখানে এসে থামেল এর একটা ফ্লেভার মিল পাওয়া যায় বিভিন্ন বার রেস্তোরাঁ প্রায় সারারাত ই জমজমাট আর আশেপাশে বেশ মজাদার বিভিন্ন খাবার ও পাওয়া যায়।
থামেল নিয়ে কানেক্টে আমার লিখা পড়তে পারেন↙️
https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Hello-Nepal-️Thamel-Night-Life-in-Nepal/td-p/3805054?ISCI=011102
নিউ দিল্লি রেল স্টেশনের অপজিটে পেয়ে যাই এই বিরিয়ানির দোকান সব কিছু মিলিয়ে মন্দ ছিলোনা ১৩০ রুপিতে সুস্বাদু চিকেন বিরিয়ানি খাওয়া শেষ করে বেরিয়ে পরি রাতের নিউ দিল্লি ঘুরতে। আগামীকাল যাবো বিখ্যাত আল্লাহর অলী হযরত নিজামুদ্দিন চিশতি রহঃ দরগাহ তে।
পরবর্তী লেখাগুলোতে চেষ্টা করবো ভারতের বিখ্যাত কিছু অলীদের দরগাহ তে গিয়ে আমার অভিজ্ঞতা আধ্যাত্মিক দর্শন এবং বিশেষত্ব।
পাহাড়গঞ্জ মেইন বাজার – https://maps.app.goo.gl/7XLrYPtaiLj3KENq5
কলকাতা ভ্রমন নিয়ে কানেক্টে আমার লিখা পড়তে পারেন নীচের লিংকে গিয়ে
Indian coffe house-- City of joy Kolkata [indian coffee House]Palashinendlessdestinations
এবং মেঘালয়া তে আমার ভ্রমন নিয়ে কানেক্টে লিখা পড়তে পারেন↙️
#bdlg #localguidesbd#Bangladeshlocalguides #India #delhi #Localguideconnect