Gulshan Lake Park - গুলশান লেক পার্ক ঘুরাঘুরি ও ছবি তোলা
ঢাকা শহরের মাঝে যতগুলো পার্ক রয়েছে গুলশান লেক পার্ক তার মধ্যে অন্যতম, গুলসান সোসাইটি কর্তৃক পরিচালিত পার্কে, নানা সময়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ফেস্টিভাল উদযাপন করে থাকে পার্কে প্রবেশ একদম ফ্রি,এ এলাকার ও এলাকার বাইরের অনেক জনসাধারণই আসে হাঁটতে, ব্যায়াম করা ও ভিজিট করতে আসে, নগরের কোলাহল থেকে একটু অবসাদ নিতে, ভিতরে রয়েছে সুন্দর একটি লেক ব্রিজ, বসার জায়গা, সব মিলিয়ে অসাধারণ, সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন গুলশান লেক পার্ক থেকে।
Gulshan Lake Park
RC25+HWG, রোড নং63, Dhaka 1212
Maps Link - https://goo.gl/maps/P8VM1Cdm6xpBJ1bH6