Greyfriars Bobby’s tombstone in front of Greyfriars Kirk in Greyfriars Kirkyard Picture:Mahabub Hasan
Greyfriars Bobby - গ্রেফ্রিয়ার্স ববি মূলত Skye Terrier / Dandie Dinmont Terrier প্রজাতির স্কটিশ স্থানীয় কুকুর যা বর্তমানে পৃথিবীতে বহুল জনপ্রিয় একটি কুকুরের জাত । John Gray [ জন গ্রে ] নামে এক ভদ্রলোক স্কটল্যান্ড এর রাজধানী এরিনবার্গ এসেছিলেন উন্নত জীবনের আশায় এবং তিনি এডপ করেন একটি স্থানীয় কুকুর যার নাম দেন ববি [Bobby ] ।
জন গ্রে উন্নত জীবনের আশায় এডিনবার্গ আসলেও তেমন ভালো কাজ না পেয়ে পরবর্তীতে স্থানীয় পুলিশ বাহিনীর নৈশ প্রহরীতে যোগ দেন , এবং রাতে চলাচলে সহায়তা করার জন্য তিনি এই কুকুরকে সাথে নিয়ে ঘুরে বেড়াতেন ।
I am Mahabub Hasan standing in front of Greyfriars Bobby’s statue which is located opposite Greyfriars Bobby’s Bar in front of Greyfriars Kirkyard.
জন গ্রে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং তাকে Greyfriars Kirk / গ্রেফ্রিয়ার্স কার্ক [ চার্চ ] এর সামনে সমাধি করা হয় তবে তার সমাধির পাশেই বসে থাকতো Greyfriars Bobby - গ্রেফ্রিয়ার্স ববি ।
এই কুকুরটি যা এক দুই দিন নয় ১৪ বছর অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত এই কবরস্থানে তার মনিবের পাশে ছিল । যা পৃথিবীতে এক অন্যতম আলোড়নকারী ইতিহাস ও উদাহরণ সৃষ্টি করেছে ।
Tourists visit Greyfriars Bobby’s grave in front of Greyfriars Kirk
Greyfriars Bobby’s grave maps location: Greyfriars Bobby’s grave
Entry Fee: Free
ববি মৃত্যুর আগ পর্যন্ত কবরের পাশে থাকতো এবং স্থানটি ছেড়ে না যাওয়ায় সকলে মিলে তার জন্য একটি থাকার ব্যবস্থা করে কবরের অদূরে । তবে নগরবাসী তাকে যত্ন নিত এবং মাঝে মাঝে তার মনিবের প্রিয় রেস্টুরেন্ট Gryphiers Place নিয়ে যেত খাওয়া শেষ হলে দ্রুত আবার তার মনিবের কবরের কাছে চলে যেত ।
1867 সালে এডিনবার্গে কুকুরের উৎপাত বৃদ্ধি পেলে তখন গৃহপালিত কুকুরের নিবন্ধন শুরু হয় যেহেতু ববির কোন অভিভাবক ছিল না । তাই এডিনবার্গের মেয়র, স্যার উইলিয়াম চেম্বারস নিজ উদ্যোগে নিবন্ধন করেন এবং তা সিটি কাউন্সিলের সম্পত্তি হিসেবে ঘোষণা করেন ।
A shelter house built for Bobby by the townspeople of Edinburgh at the time
Greyfriars Bobby - গ্রেফ্রিয়ার্স ববি 14 january 1872 মৃত্যুবরণ করলে তার মনিবের কবর থেকে কিছু দূরে কবরস্থ করা হয় এবং বিশ্বব্যাপী তার জন্য পরিচিতি লাভ করে । অ্যাডিনবার্গ শহরে কেউ ঘুরতে আসলে এই জায়গাটি ঘুরে যেতে কেউ ভুলে না এবং তার স্ট্যাচু এর সাথে একটি ছবি তুলতে দেখা যায় সবাইকে ।
1891 সালে The Dog Aid Society of Scoatland ববির সমাজের পাশে একটি স্মৃতিফলক স্থাপন করে যাতে লেখা রয়েছে “ “Greyfriars Bobby
Died - 14th January 1872
Aged 16 Years
let his loyalty and devotion be a lesson to us all
Erected By The Dog Aid Society of Scotland “
“গ্রেফায়ার্স ববি - 14 ই জানুয়ারী 1872 - 16 বছর বয়সী মারা গেলেন - তাঁর আনুগত্য এবং নিষ্ঠা আমাদের সবার জন্য একটি শিক্ষা হতে দিন”।
(আপনার আনুগত্য এবং নিষ্ঠা আমাদের সবার জন্য উদাহরণ হতে পারে)
এই সত্য ঘটনা অবলম্বনে 1861 সালে বিখ্যাত পরিচালক Don Chaffey একটি ছবি তৈরি করেন যার নাম ছিল Greyfriars Bobby , এছাড়া 2005 সালে আরো একটি ছবি তৈরি হয় পরিচালক John Henderson এর অধীনে যার নাম ছিল “The Adventures of Greyfriars Bobby”
Statue of Greyfriars Bobby located opposite Greyfriars Bobby’s Bar in front of Greyfriars Kirkyard Picture:Mahabub Hasan
#scotland #edinburgh #greyfriarsbobby #greyfriarsbobbykirk #edinburghcity #withmahabub
এডিনবার্গের দর্শনীয় স্থানগুলো : গ্রেফ্রিয়ার্স ববি
Greyfriars Bobby: Exploring Edinburgh with Mahabub
Writer : Mahabub Hasan
Mahabub Hasan is a software engineer from Bangladesh but loves to travel and his hobbies include photography and community activities, as well as writing on social media about the places he travels in his spare time. He updates the information of the visited places on Google Maps and writes about his experience in the Local Connect forum