"Green scene in makkah in recent rains"[Trip to saudi part-3]

আস সালামুওয়ালাইকুম সবাইকে" আমার সৌদি আরব সফর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে এবার তুলে ধরার চেষ্টা করবো মরুর বুকে সবুজের বিছানা নিয়ে। অবিশ্বাস্য হলেও সত্য যে সৌদি আরবের উঁচু কালচে পাহাড় আর ধু ধু মরুভূমি মাত্র সামান্য কিছুদিনের ভারী বর্ষনে সবুজ শ্যামলে পরিণত হচ্ছে। বৃষ্টির পর সবুজে ছেয়ে গেছে মক্কার অধিকাংশ পাহাড়। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আশেপাশের পাহাড়গুলো সব সময়ই ছিল শুষ্ক। এখানে থাকা পাহাড়গুলোর দিকে তাকালে মনে হতো পাহাড়গুলো রোদে পুড়ে চৌচির হয়ে গেছে। কিন্তু সেই মক্কা নগরীর আশেপাশের পাহাড়গুলো যেন এক চারণভূমিতে পরিণত হয়েছে।

Caption: সবুজে ছেয়ে গেছে মরুর বুক এবং সুউচ্চ পাহাড়।

এই বিষয় টা নিয়ে সোস্যাল মিডিয়াতে মুটামুটি বেশ আলোড়ন হয়েছে তাই আমি চেষ্টা করেছি যতটুকু পারি নিজ চোখে অবলোকন করতে। সেই সাথে স্থানীয় দের সাথেও আলাপ করেছি যে এটা কি এমন ছিলো বা মাঝে মাঝে কি এমন সবুজ দেখা যায়। নাকি টানা বর্ষনের ফলে এমন পরিস্থিতি হয়েছে। সবাই এক বাক্য সাক্ষ্য দিয়েছে যে টানা বর্ষনের ফলেই ধু ধু মরুভূমি চারনভুমিতে পরিনত হয়েছে।

অনেকেই মত দিচ্ছেন মরুর বুকে মক্কায় এ দৃশ্য বিরল তাই এ নিয়ে পরিবেশবাদী এবং বিজ্ঞানী গন ও ব্যাপক চিন্তিত এবং আতঙ্কিত। কারন এতে করে পরিবেশ ব্যাপক ভারসম্যহীন হয়ে যাবে।

Caption: একটি হাইওয়ে রাস্তার পাশের দৃশ্য।

আমি চেষ্টা করেছি আমার কৌতুহল থেকে আলোড়িত বিষয়টি কতটকু সত্যি বা এর ব্যাপকতা কতটুকু যদিও খুব গহীনে যাওয়া সম্ভব হয়নি কিন্তু যা তথ্য পেয়েছি এবং নিজ চোখে দেখেছি তা শতভাগ সত্যি।

Caption: গাড়ি থেকে প্রথম দৃশ্য টি দেখে গাড়ি থেকেই ছবি তুলেছি।

মরুন বুকে চারনভুমি নিয়ে মিডিয়ায় প্রকাশিত তথ্য নিম্নে দেয়া হলো :arrow_lower_left:

২০২১ সালের শেষ দিকেও বৃষ্টিপাত হয়েছিল। কিন্ত ২০২২ সালের শেষ দিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা অন্য বছরের তুলনায় বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়াভিত্তিক সংবাদমাধ্যম আরাবিয়াওয়েদার।

আরাবিয়াওয়েদার আরও জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় একটু উষ্ণ। এই উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাতের কারণে পাহাড় ছেদ করে বেরিয়ে এসেছে সবুজ গাছপালা।

মরু অঞ্চলের এমন পরিবর্তনকে ঐতিহাসিক বলছেন বিশ্লেষকরা। স্থানীয়রাও বেশ উপভোগ করছেন সবুজ মরভূমি। খবর রিসার্চ গেট ও ওয়েদার ডটকমের।

Caption: একসময়ের শুষ্ক চৌচির পাহার এখন সবুজ পাহার।

পথে যেতে যেতে এমন অসংখ্য দৃশ্যর সাক্ষী হয়েছি। হয়তো এর ব্যাপকতা বাড়বে নয়তো কমবে কিন্তু প্রকৃতি আমাদের কে যে সিগন্যাল দিয়ে গেলো তা নিয়ে আমাদের এখনই ভাবা উচিত। বিশেষ করে জলবায়ুর পরিবর্তন এর ক্ষতি এ থেকে উত্তোরনের উপায়। আমাদের পরবর্তী প্রজন্ম কে সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে চাইলে এখনি আমাদের সজাগ হতে হবে অন্যথায় এর মাশুল আমাদের কেই দিতে হবে।

caption: সবুজ মরুভূমির আরেকটি ছবি।

caption : যা মক্কাবাসী কল্পনা ও করেনি তাই এখন দেখা যাচ্ছে।

caption: শুষ্ক পাহাড়ের বুকে লতাগুল্ম।

সর্বোপরি আমি চেষ্টা করেছি আমার সফরে যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা প্রিয় লোকাল গাইড দের সাথে ভাগ করে নেয়ার। কিছু সুবিদার্থে কিছু তথ্য গুগল থেকে সংগ্রহ করেছি এবং তা উল্ল্যেখ করেছি। যদিও এই পোস্ট টা local stories category তে দেয়া উচিৎ ছিলো তবে আমি যেহেতু ভ্রমনে ছিলাম তাই Travel category তেই দিলাম।

কষ্ট করে পুরো পোস্ট দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।

#BDLG #Bangladeshlocalguides #localguideconnect #letsguide

35 Likes

Thank for sharing great Stories @MohammadPalash

4 Likes

@MohammadPalash মরুর বুকে সবুজের গালিচা সত্যিই সুন্দর লাগেছে ছবি গুলি আর লেখাতো আরও সুন্দর হয়েছে। লেখা ও ছবির জন্য ধন্যবাদ

2 Likes

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই

2 Likes

Subhanallah! আল্লাহ চাইলে সবি সম্ভব। আল্লাহ সবাইকে হেফাজত করুন! :heart: @MohammadPalash

2 Likes

হ্যা অবশ্যই সম্ভব আপু @TajkiyaNijami

1 Like

পরিবেশের ভারসাম্য নস্ট হবে কিনা জানিনা, তবে দেখতে দারুণ লাগছে @MohammadPalash ভাই।

1 Like

ভারসাম্য হীন হবার ঝুকি আছে আর রাসুল সাঃ হাদীস তো আছে। @NasimJ