Green Factory Visit & Renewable Energy Source Meetup

বিশ্ব পরিবেশ যখন প্রতিনিয়তই
উন্নত বিশ্ব দ্বারা ক্রমাগত দূষিত হচ্ছে তখন গার্মেন্টস শিল্পের ক্রেতারা চাইছে আমাদের মতো তৃতীয় বিশ্বের কারখানাগুলো পরিবেশবান্ধব গ্রীন ফ্যাক্টরি হিসেবে গড়ে উঠুক। পরিবেশে খারাপ প্রভাব বন্ধ হোক এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখুক।

ছবিঃ ছাদ বাগান রেমি হোল্ডিংস

আর এরই ধারাবাহিকতায় ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের United States Green Building Council (USGBC) নামক একটি সর্বজনগ্রীহিত প্রতিষ্ঠান কোন স্থাপনা বা ভবনের পরিবেশগত কার্যকারিতা মূল্যায়ন করতে LEED বা Leadership in energy and Environmental Design নামক একটি সার্টিফিকেশন পদ্ধতি তৈরি করে। স্থাপনা গুলোকে আরও পরিবেশবান্ধব করে তোলা এবং ভবনের নকশার ক্ষেত্রে টেকসই চিন্তাভাবনার প্রসারের লক্ষেই এই LEED Certification

ছবিঃ টেক্সটাইলল্যাব ব্লগ

পরিবেশবান্ধব স্থাপনার শর্ত পরিপালন বিবেচনায় মোট চারটি ক্যাটাগরিতে সনদ প্রদান করে USGBC আর তা হলোঃ

। সার্টিফাইডঃ ৪০-৪৯ পয়েন্ট
। সিলভারঃ ৫০-৫৯ পয়েন্ট
। গোল্ডঃ ৬০-৬৯ পয়েন্ট
। প্লাটিনামঃ ৮০+ পয়েন্ট।
মোট ১১০ পয়েন্টকে সাতটি ক্যাটাগরিতে বিভক্ত করে এই সার্টিফিকেশন দেওয়া হয়।

১. জমির ভৌগোলিক অবস্থানেঃ ২৬ পয়েন্ট

ছবিঃ ইপিজেড হতে রেমি হোল্ডিস

[রেমি হোল্ডিং](http://Remi%20Holdings Limited R-5, 23°40’52. 90°31’01.7"E, Freedom Fighter Masbha Udin Sabu Rd, Dhaka 01871-001800 https://maps.app.goo.gl/yE377RfPzVbiQ1Gz6) নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একেবারে সন্নিকটে অবস্থিত।

২. পানি সাশ্রয়ঃ ১০ পয়েন্ট

পোশাক কারখানাটিত বৃষ্টির পানি ধরে রেখে সেই পানি ব্যবহার করার ব্যবস্থা করা হয়, আর অতিরিক্ত পানিকে পরিশোধ করে ভূগর্ভে পাঠিয়ে দেয়া হয়।

ছবিঃ ড্রাইং সেকশন

পোশাক কারখানাটিত ব্যবহৃত পানিকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (WTP) এর মাধ্যমে পুনরায় ড্রাইং সেকশনে ব্যবহৃত হয়।

৩. প্রাকৃতিক শক্তির ব্যবহারঃ ৩৫ পয়েন্ট

ছবিঃ স্কাইলাইট

কারখানাটিতে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিকের জন্য শ্রমবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবহার করা হয় স্কাইলাইট, যেখান দিয়ে তাপহীন সূর্যলোক প্রবেশ করে কারখানাতে।

সবুজ ছোঁয়া এই কারখানাটিতে জ্বালানি সাশ্রয়ে ব্যবহার করা হয় সোলার প্যানেল।

৪. পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীঃ ১৪ পয়েন্ট

ছবিঃ স্টিল স্টাকচারের বিল্ডিং

কারখানাটি থেকে যেন কম কার্বন নিঃসরণ হয়, এ জন্য পুনরুৎপাদনের মাধ্যমে তৈরি হওয়া ইট, সিমেন্ট ও ইস্পাত ব্যবহৃত হয়েছে। কারখানার পুরু বিল্ডিংটি স্টিল স্টাকচারে তৈরি।

৫. অভ্যন্তরীণ পরিবেশগত অবস্থাঃ ১৫ পয়েন্ট

ছবিঃ অগ্নি নির্বাপক যন্ত্র ও ব্যবস্থা

ছবিঃ হেলিকপ্টার ফ্যান

ছবিঃ প্রাথমিক চিকিৎসার বক্স

পোশাক কারখানাটরি অভ্যন্তরীণ পরিবেশ শ্রমবান্ধব। যেখানে ভেন্টিলেশনের জন্য হেলিকপ্টার ফ্যান, ইমারজেন্সি এক্সিট, নামাজের স্থান, ফায়ার ডোর, অগ্নি নির্বাপক যন্ত্র। পরিবেশবান্ধব কারখানা হিসেবে এটি বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে রেকর্ড করেছে। বিশ্বের পোশাক কারখানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে বিটপি গ্রুপের এই কারখানাটি ২০১৬ সালে।

৬. অতি সাম্প্রতিক উদ্ভাবিত যন্ত্রের ব্যবহারঃ ৬ পয়েন্ট

ছবিঃ জুট বয়লার

ছবিঃ থার্মোঅয়েল বয়লার হিটার

ছবিঃ সার্ভো মোটর কন্ট্রোলার

প্রচলিত স্ট্রিম বয়লারের পরিবর্তে স্থাপন করা হয়েছে থার্মোঅয়েল বয়লার হিটার, প্রয়োজনীয় তাপ উৎপাদনে ব্যবহৃত হয় অত্যাধুনিক প্রযুক্তির জুট বয়লার।জ্বালানো হয় এলইডি লাইট, প্রতিটি সেলাই মেশিন চালানো হয় তুলনামূলক অর্ধেক বিদ্যুৎ খরচের সার্ভো মোটরে।

৭. এলাকাভিত্তিক প্রাধ্যান্যতাঃ ৪ পয়েন্ট

ছবিঃ আদমজী ইপিজেডের গেট

বাংলাদেশের ৬ষ্ঠ বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা রেমি হোল্ডিংস অবস্থিত। যা আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (আদমজী ইপিজেড বা নারায়ণগঞ্জ ইপিজেড নামেও পরিচিত)। এটি রাজধানী ঢাকার সন্নিকটবর্তী নারায়ণগঞ্জ শহরের অদূরে সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত।

ছবিঃ প্লাটিনাম সনদ (মোঃ সাইফুল ভূইয়া)

USGBC তথ্যমতে LEED সনদের জন্য সবগুলো শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্টের মধ্যে রেমি হোল্ডিংস অর্জন করেছে ৯৭ পয়েন্ট।

ছবিঃ বৈদ্যুতিক সাব স্টেশন

ছবিঃ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

ছবিঃ তৈরিকৃত কাপড়েরসংগ্রহশালা

ছবিঃ মেজবানিতে দুপুরের খাবার

আলহামদুলিল্লাহ, অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক ধন্যবাদ সিরাজুল আজাদ ভাইয়ের প্রতি। খুুব আন্তরিকতা ও অতিথেয়তার সাথে Bangladesh Local Guides এর ১৪৮ তম Renewable Energy Source Meet Up (গ্রীণ ফ্যাক্টরি ভিজিট) সম্পন্ন করতে সাহায্য করার জন্য।

113 Likes

অনেক সুন্দর একটি পোস্ট @ImranHossain_BDLGs দাদা। সত্যি আপনাদের ভিজিট অসাধারণ ছিল , আপনার লেখনী পুরো বিষয়টি ও জায়গাটির গুরুত্ব যথাযথ ভাবে বোঝাতে পেরেছে। শেষে খাওয়াদাওয়ার মাধ্যমে একদম মধুরেণ সমাপয়েৎ।
আরো পোস্টের অপেক্ষায় থাকলাম দাদা। ভালো থাকবেন।

5 Likes

আপনার অনুপ্রেরণা আছে বলেই লেখা হয়। ধন্যবাদ @PritishB ভাই।

6 Likes

@ImranHossain_BDLGs সুন্দর, গোছানো ও তথ্যভিত্তক একটি উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ।

3 Likes

খুব ভাল @ImranHossain_BDLGs ভাই ভালবাসা অভিরাম :heart: :heart: :heart:

3 Likes

Well done. You have completed all the aspects of the meet-up. Congratulations

3 Likes

Very nice and informative post @ImranHossain_BDLGs .

2 Likes

অনেক অনেক সুন্দর একটি পোস্ট যা দেখলে কিছু শেখা যায়। এরকম প্রতিটি কল-কারখানা যদি প্রাকৃতিক শক্তির দ্বারা পরিচালিত হয় তাহলে হয়তো দেশের আয়ের উৎস আরো বেড়ে যেতো।সবারই এগুলো দেখা এবং জানা উচিৎ।

3 Likes

Reading the articles, it seemed to me that I was in the middle of Green Factory. Thank you for the beautiful presentation.

3 Likes

সুন্দর ছবি আর গোছানো বর্ণনার সমন্বয়ে খুব সুন্দর পোস্ট হয়েছে @ImranHossain_BDLGs ভাই। মিটাপের ভেনু এবং থিমটিও অনেক চমৎকার ছিল। সুন্দর তথ্যবহুল পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। ্ভালো থাকবেন।

3 Likes

@ImranHossain_BDLGs ভাই মাসাল্লাহ আপনি ত আগে পড়ে অনেক স্টাডি করেছেন । অনেক ডিটেইলস এ লিখেছেন এক বার পরলেই সবার বুঝা হয়ে যাবে আসলে আমরা কি দেখেছি

1 Like

আলহামদুলিল্লাহ @MahabubMunna ভাই, আপনাদের মতো অভিজ্ঞদের সাথে থাকলে ভালো কিছু করার দায়িত্ববোধ এমনিতেই চলে আসে ।

3 Likes

ভাই @engrNasir আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে অংশ গ্রহণ করতে পেরে আমি নিজেও খুব আনন্দদিত।

2 Likes

@AzijulhakimS ধন্যবাদ ভাই :revolving_hearts: , অনুপ্রেরণা দিয়ে পাশে আছেন৷

1 Like

Thank you @SanjayBDLG Bhai.

1 Like

Thank you @ShahriarAzadEvan Bahi.

2 Likes

ধন্যবাদ ভাই @KhanSayfullah

আলহামদুলিল্লাহ আপনি জেনে খুশি হবেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক পরিবেশবান্ধব (গ্রিন ফ্যাক্টরি) পোশাক কারখানা রয়েছে৷ সংখ্যার হিসেবে, এ রকম ৬৭টি পোশাক কারখানা রয়েছে বাংলাদেশে৷

2 Likes

Thank you very much @sharafat_karim @ brother, you have realized the information in such a beautiful way.

1 Like

অনেক অনেক ধন্যবাদ @MukulR ভাই। আপনাদের মহব্বত ও অনুপ্রেরণায় সম্ভব হয় সুন্দর কিছু করা। আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো।

2 Likes

Well writing @ImranHossain_BDLGs with lots of information about a Green Factory. I hope all of you passed a great day and gathered a huge experience from this meet up .

Thanks for share with us. Wait for your next writing.

Love from Old Dhaka ( Gandaria)

2 Likes