বিশ্ব পরিবেশ যখন প্রতিনিয়তই
উন্নত বিশ্ব দ্বারা ক্রমাগত দূষিত হচ্ছে তখন গার্মেন্টস শিল্পের ক্রেতারা চাইছে আমাদের মতো তৃতীয় বিশ্বের কারখানাগুলো পরিবেশবান্ধব গ্রীন ফ্যাক্টরি হিসেবে গড়ে উঠুক। পরিবেশে খারাপ প্রভাব বন্ধ হোক এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখুক।
ছবিঃ ছাদ বাগান রেমি হোল্ডিংস
আর এরই ধারাবাহিকতায় ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের United States Green Building Council (USGBC) নামক একটি সর্বজনগ্রীহিত প্রতিষ্ঠান কোন স্থাপনা বা ভবনের পরিবেশগত কার্যকারিতা মূল্যায়ন করতে LEED বা Leadership in energy and Environmental Design নামক একটি সার্টিফিকেশন পদ্ধতি তৈরি করে। স্থাপনা গুলোকে আরও পরিবেশবান্ধব করে তোলা এবং ভবনের নকশার ক্ষেত্রে টেকসই চিন্তাভাবনার প্রসারের লক্ষেই এই LEED Certification ।
ছবিঃ টেক্সটাইলল্যাব ব্লগ
পরিবেশবান্ধব স্থাপনার শর্ত পরিপালন বিবেচনায় মোট চারটি ক্যাটাগরিতে সনদ প্রদান করে USGBC আর তা হলোঃ
ক। সার্টিফাইডঃ ৪০-৪৯ পয়েন্ট
খ। সিলভারঃ ৫০-৫৯ পয়েন্ট
গ। গোল্ডঃ ৬০-৬৯ পয়েন্ট
ঘ। প্লাটিনামঃ ৮০+ পয়েন্ট।
মোট ১১০ পয়েন্টকে সাতটি ক্যাটাগরিতে বিভক্ত করে এই সার্টিফিকেশন দেওয়া হয়।
১. জমির ভৌগোলিক অবস্থানেঃ ২৬ পয়েন্ট
ছবিঃ ইপিজেড হতে রেমি হোল্ডিস
[রেমি হোল্ডিং](http://Remi%20Holdings Limited R-5, 23°40’52. 90°31’01.7"E, Freedom Fighter Masbha Udin Sabu Rd, Dhaka 01871-001800 https://maps.app.goo.gl/yE377RfPzVbiQ1Gz6) নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একেবারে সন্নিকটে অবস্থিত।
২. পানি সাশ্রয়ঃ ১০ পয়েন্ট
পোশাক কারখানাটিত বৃষ্টির পানি ধরে রেখে সেই পানি ব্যবহার করার ব্যবস্থা করা হয়, আর অতিরিক্ত পানিকে পরিশোধ করে ভূগর্ভে পাঠিয়ে দেয়া হয়।
ছবিঃ ড্রাইং সেকশনপোশাক কারখানাটিত ব্যবহৃত পানিকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (WTP) এর মাধ্যমে পুনরায় ড্রাইং সেকশনে ব্যবহৃত হয়।
৩. প্রাকৃতিক শক্তির ব্যবহারঃ ৩৫ পয়েন্ট
ছবিঃ স্কাইলাইট
কারখানাটিতে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিকের জন্য শ্রমবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবহার করা হয় স্কাইলাইট, যেখান দিয়ে তাপহীন সূর্যলোক প্রবেশ করে কারখানাতে।
সবুজ ছোঁয়া এই কারখানাটিতে জ্বালানি সাশ্রয়ে ব্যবহার করা হয় সোলার প্যানেল।
৪. পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীঃ ১৪ পয়েন্ট
ছবিঃ স্টিল স্টাকচারের বিল্ডিং
কারখানাটি থেকে যেন কম কার্বন নিঃসরণ হয়, এ জন্য পুনরুৎপাদনের মাধ্যমে তৈরি হওয়া ইট, সিমেন্ট ও ইস্পাত ব্যবহৃত হয়েছে। কারখানার পুরু বিল্ডিংটি স্টিল স্টাকচারে তৈরি।
৫. অভ্যন্তরীণ পরিবেশগত অবস্থাঃ ১৫ পয়েন্ট
ছবিঃ অগ্নি নির্বাপক যন্ত্র ও ব্যবস্থা
ছবিঃ হেলিকপ্টার ফ্যান
ছবিঃ প্রাথমিক চিকিৎসার বক্স
পোশাক কারখানাটরি অভ্যন্তরীণ পরিবেশ শ্রমবান্ধব। যেখানে ভেন্টিলেশনের জন্য হেলিকপ্টার ফ্যান, ইমারজেন্সি এক্সিট, নামাজের স্থান, ফায়ার ডোর, অগ্নি নির্বাপক যন্ত্র। পরিবেশবান্ধব কারখানা হিসেবে এটি বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে রেকর্ড করেছে। বিশ্বের পোশাক কারখানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে বিটপি গ্রুপের এই কারখানাটি ২০১৬ সালে।
৬. অতি সাম্প্রতিক উদ্ভাবিত যন্ত্রের ব্যবহারঃ ৬ পয়েন্ট
ছবিঃ জুট বয়লার
ছবিঃ থার্মোঅয়েল বয়লার হিটার
ছবিঃ সার্ভো মোটর কন্ট্রোলার
প্রচলিত স্ট্রিম বয়লারের পরিবর্তে স্থাপন করা হয়েছে থার্মোঅয়েল বয়লার হিটার, প্রয়োজনীয় তাপ উৎপাদনে ব্যবহৃত হয় অত্যাধুনিক প্রযুক্তির জুট বয়লার।জ্বালানো হয় এলইডি লাইট, প্রতিটি সেলাই মেশিন চালানো হয় তুলনামূলক অর্ধেক বিদ্যুৎ খরচের সার্ভো মোটরে।
৭. এলাকাভিত্তিক প্রাধ্যান্যতাঃ ৪ পয়েন্ট
ছবিঃ আদমজী ইপিজেডের গেট
বাংলাদেশের ৬ষ্ঠ বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা রেমি হোল্ডিংস অবস্থিত। যা আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (আদমজী ইপিজেড বা নারায়ণগঞ্জ ইপিজেড নামেও পরিচিত)। এটি রাজধানী ঢাকার সন্নিকটবর্তী নারায়ণগঞ্জ শহরের অদূরে সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত।
ছবিঃ প্লাটিনাম সনদ (মোঃ সাইফুল ভূইয়া)
USGBC তথ্যমতে LEED সনদের জন্য সবগুলো শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্টের মধ্যে রেমি হোল্ডিংস অর্জন করেছে ৯৭ পয়েন্ট।
ছবিঃ বৈদ্যুতিক সাব স্টেশন
ছবিঃ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট
ছবিঃ তৈরিকৃত কাপড়েরসংগ্রহশালা
ছবিঃ মেজবানিতে দুপুরের খাবার
আলহামদুলিল্লাহ, অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক ধন্যবাদ সিরাজুল আজাদ ভাইয়ের প্রতি। খুুব আন্তরিকতা ও অতিথেয়তার সাথে Bangladesh Local Guides এর ১৪৮ তম Renewable Energy Source Meet Up (গ্রীণ ফ্যাক্টরি ভিজিট) সম্পন্ন করতে সাহায্য করার জন্য।